ETV Bharat / bharat

Lalit Modi Slams Rahul: ব্রিটেনের আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি ললিত মোদির - আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি

আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির নিশানায় কংগ্রেসের রাহুল গান্ধি (Lalit Modi Slams Rahul Gandhi) ৷ কংগ্রেসের প্রাক্তন সাংসদকে তিনি ব্রিটেনে আদালতে টেনে নিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে ৷

Lalit Modi Slams Rahul
Lalit Modi Slams Rahul
author img

By

Published : Mar 30, 2023, 12:50 PM IST

মুম্বই, 30 মার্চ: এবার রাহুল গান্ধিকে (Congress Leader Rahul Gandhi) আক্রমণ করলেন ললিত মোদি ৷ বৃহস্পতিবার একের পর এক টুইট করে রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান (Ex IPL Chairman Lalit Modi) ৷ তিনি রাহুল গান্ধির বিরুদ্ধে ব্রিটেনের আদালতে (UK Court) মামলা দায়েরেরও হুঁশিয়ারি দিয়েছেন ৷ রাহুলের ‘তল্পিবাহক’রা কেন তাঁকে ‘পলাতক আসামি’ বলছেন, সেই প্রশ্নের উত্তর পেতেই ওই মামলা দায়ের করতে চান বলে জানিয়েছেন ললিত ৷

টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি দেখছি যে প্রতিটি টম, ডিক অ্যান্ড গান্ধি অনুগামী বারবার আমাকে পলাতক আসামি বলছে ৷ কেন ? কীভাবে ? কোন মামলায় আমি দোষী সাব্যস্ত হয়েছি ?’’ রাহুল গান্ধিকে তিনি ‘পাপ্পু’ বলেও কটাক্ষ করেছেন ৷ রাহুলকে ভারতের একজন ‘সাধারণ নাগরিক’ বলে টুইটারে উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর দাবি, অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতারাও একই অভিযোগ করছেন ৷ ওই নেতাদের কাছে হয় তথ্য নেই, না হলে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁরা তাঁকে আক্রমণ করছেন বলে দাবি ললিতের ৷

এর পরই তিনি সরাসরি রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন ৷ লিখেছেন, ‘‘আমি ঠিক করেছি অন্তত রাহুল গান্ধিকে যুক্তরাজ্যের আদালতে টেনে নিয়ে আসব ৷ আমি নিশ্চিত যে তিনি উপযুক্ত প্রমাণ নিয়ে আসবেন ৷ আমি তাঁকে পুরোপুরি বোকা বনে যেতে দেখতে চাই ৷’’ একই সঙ্গে বেশ কয়েকজন কংগ্রেস নেতার নাম হ্যাশট্য়াগ দিয়ে লিখেছেন ললিত মোদি ৷ ওই নেতাদের গান্ধি পরিবারের তল্পিবাহক বলে কটাক্ষ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন, ওই নেতাদের বিদেশে সম্পত্তি কীভাবে রয়েছে ?

তিনি কংগ্রেস নেতা কমল নাথকেও আক্রমণ করেছেন ৷ কমল নাথের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ঠিকানা ও ছবি তাঁর কাছে আছে বলে দাবি করেছেন ৷ তার পরই লিখেছেন, ‘‘যাঁরা আসল দোষী, তাঁরা ভারতের মানুষকে বোকা না বানালেই ভালো হয় ৷ গান্ধি পরিবারই এটা করেছে ৷ যেন তাদেরই শুধু দেশকে শাসন করার অধিকার রয়েছে ৷ আপনারা সঠিক কঠোর আইন তৈরি করুন, আমিও সঙ্গে সঙ্গে দেশে ফিরে আসব ৷’’

তাঁর আরও দাবি, গত 15 বছরে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করা যায়নি ৷ অথচ তিনিই বিশ্বের এক নম্বর ক্রীড়া প্রতিযোগিতা তৈরি করেছেন ৷ যেখান থেকে 100 বিলিয়ন মার্কিন ডলার লাভ হচ্ছে ৷ তাই তিনি গান্ধি পরিবারকে তাঁর বিরুদ্ধে মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ৷

এখন প্রশ্ন হল হঠাৎ করে কেন রাহুল গান্ধিকে নিশানা করলেন ললিত মোদি ৷ কারণ, সুরাতের আদালতে ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি ৷ তাঁর দু’বছরের কারাদণ্ড হয়েছে (Surat Court Sentenced Rahul) ৷ তাই তাঁর সাংসদ পদও খারিজ হয়েছে ৷ সরকারি তরফে রাহুলকে সরকারি বাংলোও খালি করে দিতে বলা হয়েছে ৷ এই পরিস্থিতিতে বিজেপিকে নিশানা করছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আক্রমণ করতে গিয়ে পলাতক নীরব মোদির সঙ্গে ললিত মোদির নামও চলে আসছে অনেক কংগ্রেস নেতার বক্তব্যে ৷ আর সেই সূত্রেই রাহুল ও কংগ্রেসের বিরুদ্ধে ‘ডিজিটাল আক্রমণ’ শানিয়েছেন ললিত ৷

আরও পড়ুন: রাহুলের সাংসদ-পদ বাতিলের জের! ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভাবনা

মুম্বই, 30 মার্চ: এবার রাহুল গান্ধিকে (Congress Leader Rahul Gandhi) আক্রমণ করলেন ললিত মোদি ৷ বৃহস্পতিবার একের পর এক টুইট করে রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান (Ex IPL Chairman Lalit Modi) ৷ তিনি রাহুল গান্ধির বিরুদ্ধে ব্রিটেনের আদালতে (UK Court) মামলা দায়েরেরও হুঁশিয়ারি দিয়েছেন ৷ রাহুলের ‘তল্পিবাহক’রা কেন তাঁকে ‘পলাতক আসামি’ বলছেন, সেই প্রশ্নের উত্তর পেতেই ওই মামলা দায়ের করতে চান বলে জানিয়েছেন ললিত ৷

টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি দেখছি যে প্রতিটি টম, ডিক অ্যান্ড গান্ধি অনুগামী বারবার আমাকে পলাতক আসামি বলছে ৷ কেন ? কীভাবে ? কোন মামলায় আমি দোষী সাব্যস্ত হয়েছি ?’’ রাহুল গান্ধিকে তিনি ‘পাপ্পু’ বলেও কটাক্ষ করেছেন ৷ রাহুলকে ভারতের একজন ‘সাধারণ নাগরিক’ বলে টুইটারে উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর দাবি, অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতারাও একই অভিযোগ করছেন ৷ ওই নেতাদের কাছে হয় তথ্য নেই, না হলে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁরা তাঁকে আক্রমণ করছেন বলে দাবি ললিতের ৷

এর পরই তিনি সরাসরি রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন ৷ লিখেছেন, ‘‘আমি ঠিক করেছি অন্তত রাহুল গান্ধিকে যুক্তরাজ্যের আদালতে টেনে নিয়ে আসব ৷ আমি নিশ্চিত যে তিনি উপযুক্ত প্রমাণ নিয়ে আসবেন ৷ আমি তাঁকে পুরোপুরি বোকা বনে যেতে দেখতে চাই ৷’’ একই সঙ্গে বেশ কয়েকজন কংগ্রেস নেতার নাম হ্যাশট্য়াগ দিয়ে লিখেছেন ললিত মোদি ৷ ওই নেতাদের গান্ধি পরিবারের তল্পিবাহক বলে কটাক্ষ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন, ওই নেতাদের বিদেশে সম্পত্তি কীভাবে রয়েছে ?

তিনি কংগ্রেস নেতা কমল নাথকেও আক্রমণ করেছেন ৷ কমল নাথের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ঠিকানা ও ছবি তাঁর কাছে আছে বলে দাবি করেছেন ৷ তার পরই লিখেছেন, ‘‘যাঁরা আসল দোষী, তাঁরা ভারতের মানুষকে বোকা না বানালেই ভালো হয় ৷ গান্ধি পরিবারই এটা করেছে ৷ যেন তাদেরই শুধু দেশকে শাসন করার অধিকার রয়েছে ৷ আপনারা সঠিক কঠোর আইন তৈরি করুন, আমিও সঙ্গে সঙ্গে দেশে ফিরে আসব ৷’’

তাঁর আরও দাবি, গত 15 বছরে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করা যায়নি ৷ অথচ তিনিই বিশ্বের এক নম্বর ক্রীড়া প্রতিযোগিতা তৈরি করেছেন ৷ যেখান থেকে 100 বিলিয়ন মার্কিন ডলার লাভ হচ্ছে ৷ তাই তিনি গান্ধি পরিবারকে তাঁর বিরুদ্ধে মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ৷

এখন প্রশ্ন হল হঠাৎ করে কেন রাহুল গান্ধিকে নিশানা করলেন ললিত মোদি ৷ কারণ, সুরাতের আদালতে ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি ৷ তাঁর দু’বছরের কারাদণ্ড হয়েছে (Surat Court Sentenced Rahul) ৷ তাই তাঁর সাংসদ পদও খারিজ হয়েছে ৷ সরকারি তরফে রাহুলকে সরকারি বাংলোও খালি করে দিতে বলা হয়েছে ৷ এই পরিস্থিতিতে বিজেপিকে নিশানা করছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আক্রমণ করতে গিয়ে পলাতক নীরব মোদির সঙ্গে ললিত মোদির নামও চলে আসছে অনেক কংগ্রেস নেতার বক্তব্যে ৷ আর সেই সূত্রেই রাহুল ও কংগ্রেসের বিরুদ্ধে ‘ডিজিটাল আক্রমণ’ শানিয়েছেন ললিত ৷

আরও পড়ুন: রাহুলের সাংসদ-পদ বাতিলের জের! ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভাবনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.