ETV Bharat / bharat

Girl Gangraped-Murdered in UP: একাধিক সম্পর্ক জেনে ফেলায় বোনকে গণধর্ষণ করিয়ে খুন, গ্রেফতার দিদি-সহ 7 - Girl Gangraped Murdered in UP

একাধিক যুবকের সঙ্গে দিদির সম্পর্ক মেনে পারেনি বোন ৷ তাই 13 বছরের কিশোরীকে গণধর্ষণ ও খুনের শিকার (Teenage Girl Gangraped and Murdered) হতে হল ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় নিহতের দিদি-সহ গ্রেফতার সাত ৷

Lakhimpur Kheri police arrested seven accused including elder sister in a Teenage Girl Gangraped and Murdered Case
Teenage Girl Gangraped and Murdered: বোনকে গণধর্ষণ ও খুনের চক্রান্ত ! নিহতের দিদি-সহ গ্রেফতার সাত
author img

By

Published : Jun 30, 2022, 3:37 PM IST

Updated : Jun 30, 2022, 3:46 PM IST

লখিমপুর খেরি, 30 জুন: একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল দিদির ৷ সেই 'গোপন কথা' জেনে গিয়েছিল 13 বছরের বোন ! আর শুধুমাত্র সেই কারণেই নিজের 'প্রেমিকদের' দিয়ে সেই কিশোরীকে গণধর্ষণ ও খুন করান (Teenage Girl Gangraped and Murdered) দিদি ! পুলিশের তরফ থেকে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) ৷ ইতিমধ্যেই এই ঘটনায় নিহত কিশোরীর দিদি-সহ সাত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 13 বছরের ওই মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয় গত মঙ্গলবার ৷ ঘটনার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই বুধবার সাত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ ৷ নিহত কিশোরী ও তাঁর পরিবার লখিমপুর খেরির কোতওয়ালি থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা ৷ লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন (Sanjiv Suman) জানিয়েছেন, ঘটনায় ধৃত প্রত্যেকেরই বয়স 18 থেকে 19 বছরের মধ্য়ে ৷ ধৃতদের মধ্যে রঞ্জিত চৌহান, অমর সিং, অঙ্কিত এবং সন্দীপ চৌহান নামে চার যুবকই মেয়েটিকে গণধর্ষণ করে খুন করেন বলে দাবি পুলিশের ৷ সেই সময় তাঁদের দুই সঙ্গী দীপু চৌহান এবং অর্জুন ঘটনাস্থল পাহারা দিচ্ছিলেন ৷ যাতে কেউ সেখানে এসে পড়লে বাকিদের সতর্ক করে দেওয়া যায় ৷ ঘটনাটি ঘটে এলাকারই একটি আঁখের ক্ষেতে (Girl Gangraped-Murdered in UP)৷

আরও পড়ুন: Minor Girl Raped: মালদায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ ! পলাতক অভিযুক্ত

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তদের মধ্যে রঞ্জিত, অমর, অঙ্কিত এবং সন্দীপের সঙ্গে সম্পর্ক ছিল নিহত কিশোরীর দিদির ! 13 বছরের মেয়েটি দিদির এই আচরণ পছন্দ করত না ৷ তার দিদির ভয় ছিল, বোন হয়তো সকলকে তাঁর সঙ্গে একাধিক যুবকের প্রেমের কথা সকলকে জানিয়ে দেবে ৷ শুধুমাত্র সেই আশঙ্কা থেকেই বোনকে খুনের পরিকল্পনা করেন ওই তরুণী ! পুলিশ জানতে পেরেছে, ধৃত তরুণীর বোনের সঙ্গে তাঁর একাধিকবার ঝামেলাও হয়েছে ৷

পুলিশ সুপার জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রাতঃকৃত্য সারতে মাঠে গিয়েছিল আক্রান্ত কিশোরী ৷ সেই সময় তার দিদির সামনেই বাকি অভিযুক্তরা মেয়েটির শ্লীলতাহানি করে ৷ পরে তাকে আঁখের ক্ষেতের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ৷ এরপর কিশোরীর গলায় থাকা ওড়না দিয়েই তাকে শ্বাসরোধ করে খুন করা হয় ৷

এই ঘটনার পর কিশোরীর দিদি বাড়ি ফিরে আসেন ৷ পরে আঁখের ক্ষেত থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ তদন্তে নেমেই পুলিশের সন্দেহ হয়, কিশোরীর 'কাছের কেউ' এই কাণ্ড ঘটিয়েছেন ৷ ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনাও সংগ্রহ করেন বিশেষজ্ঞরা ৷ তাতে প্রাথমিক ভাবে গণধর্ষণের প্রমাণ মেলে ৷ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্তের কাজ শেষ করা এবং অভিযুক্তদের গ্রেফতার করার পুরস্কার হিসাবে তদন্তকারী দলের জন্য 20 হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুলিশ সুপার ৷

লখিমপুর খেরি, 30 জুন: একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল দিদির ৷ সেই 'গোপন কথা' জেনে গিয়েছিল 13 বছরের বোন ! আর শুধুমাত্র সেই কারণেই নিজের 'প্রেমিকদের' দিয়ে সেই কিশোরীকে গণধর্ষণ ও খুন করান (Teenage Girl Gangraped and Murdered) দিদি ! পুলিশের তরফ থেকে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) ৷ ইতিমধ্যেই এই ঘটনায় নিহত কিশোরীর দিদি-সহ সাত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 13 বছরের ওই মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয় গত মঙ্গলবার ৷ ঘটনার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই বুধবার সাত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ ৷ নিহত কিশোরী ও তাঁর পরিবার লখিমপুর খেরির কোতওয়ালি থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা ৷ লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন (Sanjiv Suman) জানিয়েছেন, ঘটনায় ধৃত প্রত্যেকেরই বয়স 18 থেকে 19 বছরের মধ্য়ে ৷ ধৃতদের মধ্যে রঞ্জিত চৌহান, অমর সিং, অঙ্কিত এবং সন্দীপ চৌহান নামে চার যুবকই মেয়েটিকে গণধর্ষণ করে খুন করেন বলে দাবি পুলিশের ৷ সেই সময় তাঁদের দুই সঙ্গী দীপু চৌহান এবং অর্জুন ঘটনাস্থল পাহারা দিচ্ছিলেন ৷ যাতে কেউ সেখানে এসে পড়লে বাকিদের সতর্ক করে দেওয়া যায় ৷ ঘটনাটি ঘটে এলাকারই একটি আঁখের ক্ষেতে (Girl Gangraped-Murdered in UP)৷

আরও পড়ুন: Minor Girl Raped: মালদায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ ! পলাতক অভিযুক্ত

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তদের মধ্যে রঞ্জিত, অমর, অঙ্কিত এবং সন্দীপের সঙ্গে সম্পর্ক ছিল নিহত কিশোরীর দিদির ! 13 বছরের মেয়েটি দিদির এই আচরণ পছন্দ করত না ৷ তার দিদির ভয় ছিল, বোন হয়তো সকলকে তাঁর সঙ্গে একাধিক যুবকের প্রেমের কথা সকলকে জানিয়ে দেবে ৷ শুধুমাত্র সেই আশঙ্কা থেকেই বোনকে খুনের পরিকল্পনা করেন ওই তরুণী ! পুলিশ জানতে পেরেছে, ধৃত তরুণীর বোনের সঙ্গে তাঁর একাধিকবার ঝামেলাও হয়েছে ৷

পুলিশ সুপার জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রাতঃকৃত্য সারতে মাঠে গিয়েছিল আক্রান্ত কিশোরী ৷ সেই সময় তার দিদির সামনেই বাকি অভিযুক্তরা মেয়েটির শ্লীলতাহানি করে ৷ পরে তাকে আঁখের ক্ষেতের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ৷ এরপর কিশোরীর গলায় থাকা ওড়না দিয়েই তাকে শ্বাসরোধ করে খুন করা হয় ৷

এই ঘটনার পর কিশোরীর দিদি বাড়ি ফিরে আসেন ৷ পরে আঁখের ক্ষেত থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ তদন্তে নেমেই পুলিশের সন্দেহ হয়, কিশোরীর 'কাছের কেউ' এই কাণ্ড ঘটিয়েছেন ৷ ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনাও সংগ্রহ করেন বিশেষজ্ঞরা ৷ তাতে প্রাথমিক ভাবে গণধর্ষণের প্রমাণ মেলে ৷ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্তের কাজ শেষ করা এবং অভিযুক্তদের গ্রেফতার করার পুরস্কার হিসাবে তদন্তকারী দলের জন্য 20 হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুলিশ সুপার ৷

Last Updated : Jun 30, 2022, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.