নয়াদিল্লি, 6 অক্টোবর : তাঁকে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না ৷ বুধবার এমনই অভিযোগ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরার স্বামী (Priyanka Gandhi Vadra) রবার্ট বঢরা (Robert Vadra) ৷ উল্লেখ্য, লখিমপুর খেরি (Lakhimpur Kheri) কাণ্ডের পরই উত্তরপ্রদেশ পৌঁছে যান প্রিয়াঙ্কা ৷ সেখানে যাওয়ার পথেই তাঁকে আটক করে পুলিশ ৷ পরে গ্রেফতার করা হয় তাঁকে ৷ ভারতীয় দণ্ডবিধির 151 ধারা অনুসারে গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কাকে ৷ বুধবার তাঁর সঙ্গে দেখা করতে উত্তরপ্রদেশ যাবেন বলে স্থির করেন রবার্ট ৷ কিন্তু তাঁকে সেখানে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন : Rahul Gandhi : আজই লখিমপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন রাহুল
এদিন ফেসবুকে (Facebook) একটি আবেগঘন পোস্ট করেন রবার্ট ৷ তিনি লেখেন, ‘‘আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম ৷ আমি শুধু জানতে চাই, তিনি ভালো আছেন কিনা ৷ কিন্তু আমাকে লখনউ পৌঁছানোর আগেই বাধা দেওয়া হয় ৷ প্রিয়াঙ্কাকে যেভাবে ভারতীয় দণ্ডবিধির 151 ধারা অনুসারে গ্রেফতার করা হয়েছে, তাতে আমি স্তম্ভিত ৷ গতকালই ওঁর (প্রিয়াঙ্কা) সঙ্গে আমার কথা হয়েছে ৷ তিনি আমাকে জানিয়েছেন, তাঁকে কোনও নির্দেশিকা বা নোটিস দেখানো হয়নি ৷ তাঁকে কোনও বিচার বিভাগীয় আধিকারিকের সামনে নিয়ে যাওয়া হয়নি ৷ এমনকী, তাঁকে তাঁর আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি ৷’’
গোটা ঘটনায় প্রিয়াঙ্কাকে নিয়ে তিনি যে অত্যন্ত চিন্তিত, তাও গোপন করেননি রবার্ট ৷ এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘‘ওঁর (প্রিয়াঙ্কার) জন্য আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে ৷ লখনউ যাওয়ার জন্য আমি আমার ব্যাগ গুছিয়ে ফেলেছিলাম ৷ ঠিক তখনই আমাকে জানানো হয়, আমাকে লখনউ বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হবে না ৷ আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর পাশে থাকতে পারব না, এটা ভেবেই আমি স্তম্ভিত ৷ তবে আমজনতা প্রিয়াঙ্কার সঙ্গেই আছে ৷ সেটাই একটা বড় স্বস্তি ৷ কিন্তু, আমার জন্য আমার পরিবার, আমার স্ত্রী সকলের আগে ৷ আমার আশা এবং প্রার্থনা, ওঁকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে ৷ এবং খুব দ্রুত ভালোভাবে তিনি বাড়ি ফিরে আসবেন ৷’’
আরও পড়ুন : Lakhimpur Kheri violence : মমতার বার্তা নিয়ে লখিমপুরে তৃণমূলের সাংসদ দল
গত সোমবারই প্রিয়াঙ্কাকে আটক করা হয় ৷ মঙ্গলবার তিনি অভিযোগ করেন, কোনও নির্দিষ্ট অভিযোগ বা এফআইআর ছাড়াই তাঁকে টানা 38 ঘণ্টা আটকে রাখা হয়েছে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে রাজনীতি শুরু হয়েছে ৷