ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case: লখিমপুর খেরি তদন্তে যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট - Senior Advocat Harish Salve

আজ সময়মতো হাজিরা দেননি অভিযুক্ত আশিস মিশ্র ৷ কিন্তু কাল তাঁকে ফের সকাল 11টায় হাজিরার নোটিস দেওয়া হয়েছে ৷ লখিমপুর হিংসাকাণ্ডের মামলার শুনানির শুরুতে উত্তর প্রদেশ সরকারের আইনজীবী প্রধান বিচারপতিকে সাফাই দিলেন ৷ তবে ফের শুনানি হবে 20 অক্টোবর ৷

সুপ্রিম কোর্টে লখিমপুর কাণ্ডের শুনানি
সুপ্রিম কোর্টে লখিমপুর কাণ্ডের শুনানি
author img

By

Published : Oct 8, 2021, 2:06 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর : লখিমপুর কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রকে (Ashish Mishra) আগামিকাল বেলা 11টার সময় হাজির দেওয়ার কথা জানানো হয়েছে ৷ আজ এই মামলার শুনানির শুরুতে সুপ্রিম কোর্টে এই তথ্য দিলেন উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রবীণ আইনজীবী (Senior adv) হরিশ সালভে (Harish Salve) ৷ গতকাল স্টেটাস রিপোর্ট চেয়ে আজ মামলা শোনার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ, বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant), বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে 20 অক্টোবর, জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানা (N V Ramana) ফের আশিস মিশ্রকে নোটিস পাঠানো প্রসঙ্গে বৈষম্যমূলক আচরণের প্রসঙ্গ উত্থাপন করে জানান, অভিযুক্তকে শুধুমাত্র নোটিস পাঠিয়ে আসতে বললে হবে না ৷ তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে 302 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাই অন্যান্য মামলাগুলিতে বাকিদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রেও তাই করুন ৷" প্রধান বিচারপতি উল্লেখ করেন এই ঘটনার সাক্ষী রয়েছে ৷

আইনজীবী সালভে জানান, ময়নাতদন্তের রিপোর্টে কোনও গুলির আঘাতের প্রমাণ মেলেনি ৷ তবে দুটো কার্টিজ পাওয়া গিয়েছে ৷ হতে পারে যে অভিযুক্তের কোনও দুরভিসন্ধি ছিল ৷ এতে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, "তাহলে কি অভিযুক্তকে জেল হেফাজতে না নেওয়ার এটাই কারণ ?"

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : 2 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবি অখিলেশের

সুপ্রিম কোর্ট লখিমপুরে 8 জনের মারা যাওয়ার ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে উল্লেখ করে ৷ প্রধান বিচারপতির নেতৃত্ব 3 সদস্যের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে রীতিমতো ভর্ৎসনা করে জানায় অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে ৷

এদিন উত্তরপ্রদেশ সরকারকে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, সরকার যেন অন্য কোনও উপায়ে তদন্ত করার কথা সুপ্রিম কোর্টকে জানায় ৷ প্রধান বিচারপতি উত্তরপ্রদেশ সরকারের উদ্দেশ্যে বলেন, "এই কেসের সব প্রমাণ সুরক্ষিত রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনও সংস্থা এর তদন্ত ভার নিচ্ছে ৷ আর এ বিষয়টি নিশ্চিত করবেন ডিজিপি ৷"

সরকারের তরফে হরিশ সালভে এ বিষয়ে সুপ্রিম কোর্টকে সুনিশ্চিত করে জানায় যে, এই মামলার সব প্রমাণ নিরাপদে রাখার কথা রাজ্য পুলিশের উচ্চ আধিকারিককে জানানো হবে ৷

তবে আজ বেঞ্চ সরকারি আইনজীবীকে এই মামলায় উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করে ৷ বেঞ্চের তরফে জানানো হয়, "আমরা প্রবীণ আইনজীবী সালভের কথা শুনেছি ৷ রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানিয়েছেন তিনি ৷ স্টেটাস রিপোর্টও জমা দেওয়া হয়েছে ৷ যাই হোক, আমরা রাজ্যের এই পদক্ষেপে সন্তুষ্ট নই ৷"

নয়াদিল্লি, 8 অক্টোবর : লখিমপুর কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রকে (Ashish Mishra) আগামিকাল বেলা 11টার সময় হাজির দেওয়ার কথা জানানো হয়েছে ৷ আজ এই মামলার শুনানির শুরুতে সুপ্রিম কোর্টে এই তথ্য দিলেন উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রবীণ আইনজীবী (Senior adv) হরিশ সালভে (Harish Salve) ৷ গতকাল স্টেটাস রিপোর্ট চেয়ে আজ মামলা শোনার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ, বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant), বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে 20 অক্টোবর, জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানা (N V Ramana) ফের আশিস মিশ্রকে নোটিস পাঠানো প্রসঙ্গে বৈষম্যমূলক আচরণের প্রসঙ্গ উত্থাপন করে জানান, অভিযুক্তকে শুধুমাত্র নোটিস পাঠিয়ে আসতে বললে হবে না ৷ তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে 302 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাই অন্যান্য মামলাগুলিতে বাকিদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রেও তাই করুন ৷" প্রধান বিচারপতি উল্লেখ করেন এই ঘটনার সাক্ষী রয়েছে ৷

আইনজীবী সালভে জানান, ময়নাতদন্তের রিপোর্টে কোনও গুলির আঘাতের প্রমাণ মেলেনি ৷ তবে দুটো কার্টিজ পাওয়া গিয়েছে ৷ হতে পারে যে অভিযুক্তের কোনও দুরভিসন্ধি ছিল ৷ এতে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, "তাহলে কি অভিযুক্তকে জেল হেফাজতে না নেওয়ার এটাই কারণ ?"

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : 2 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবি অখিলেশের

সুপ্রিম কোর্ট লখিমপুরে 8 জনের মারা যাওয়ার ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে উল্লেখ করে ৷ প্রধান বিচারপতির নেতৃত্ব 3 সদস্যের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে রীতিমতো ভর্ৎসনা করে জানায় অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে ৷

এদিন উত্তরপ্রদেশ সরকারকে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, সরকার যেন অন্য কোনও উপায়ে তদন্ত করার কথা সুপ্রিম কোর্টকে জানায় ৷ প্রধান বিচারপতি উত্তরপ্রদেশ সরকারের উদ্দেশ্যে বলেন, "এই কেসের সব প্রমাণ সুরক্ষিত রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনও সংস্থা এর তদন্ত ভার নিচ্ছে ৷ আর এ বিষয়টি নিশ্চিত করবেন ডিজিপি ৷"

সরকারের তরফে হরিশ সালভে এ বিষয়ে সুপ্রিম কোর্টকে সুনিশ্চিত করে জানায় যে, এই মামলার সব প্রমাণ নিরাপদে রাখার কথা রাজ্য পুলিশের উচ্চ আধিকারিককে জানানো হবে ৷

তবে আজ বেঞ্চ সরকারি আইনজীবীকে এই মামলায় উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করে ৷ বেঞ্চের তরফে জানানো হয়, "আমরা প্রবীণ আইনজীবী সালভের কথা শুনেছি ৷ রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানিয়েছেন তিনি ৷ স্টেটাস রিপোর্টও জমা দেওয়া হয়েছে ৷ যাই হোক, আমরা রাজ্যের এই পদক্ষেপে সন্তুষ্ট নই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.