ETV Bharat / bharat

Ayodhya Woman Death : ব্যাঙ্ক আধিকারিকের ঝুলন্ত দেহ, সুইসাইড নোটে আইপিএসের নাম - খুন

অযোধ্যায় মহিলা ব্যাঙ্ক আধিকারিকের রহস্যমৃত্যু ৷ শ্রদ্ধা গুপ্তা নামে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ ঘর থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে এক আইপিএস-সহ তিনজনের নাম পাওয়া গিয়েছে ৷

lady bank officer found hanging in Ayodhya, suicide note naming IPS officer recovered from room
Ayodhya Woman Death : ব্যাঙ্ক আধিকারিকের ঝুলন্ত দেহ, সুইসাইড নোটে আইপিএসের নাম
author img

By

Published : Oct 31, 2021, 8:39 PM IST

অযোধ্যা, 31 অক্টোবর : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মহিলা আধিকারিকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের অযোধ্য়ায় ৷ মৃতার নাম শ্রদ্ধা গুপ্তা ৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ৷ কিন্তু, ঘটনাস্থলে গিয়ে পুলিশের মনে হয়, তাঁকে হয়তো খুন করা হয়েছে ৷

আরও পড়ুন : Karnataka Suicide : চার বছরের মেয়েকে নিয়ে নদীতে মরণঝাঁপ মায়ের, পালিয়ে বাঁচল বাকি দুই মেয়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধার দেহ তাঁর ঘরের সিলিং থেকে ঝুলতে দেখেন ঘটনাস্থলে পৌঁছানো পুলিশকর্মীরা ৷ কিন্তু, মৃতদেহের পা দু’টি বাঁকানো অবস্থায় ছিল এবং পায়ের পাতা মেঝে স্পর্শ করে ছিল ৷ তাই এটি খুন না আত্মহত্যা, তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ ৷ এছাড়াও ওই ঘর থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে ৷ তাতে তিনজনের নাম রয়েছে ৷ উল্লিখিত তিনজনের মধ্যে আশিস তিওয়ারি একজন আইপিএস ৷ তিনি অযোধ্যার এসএসপি ছিলেন ৷ দ্বিতীয় ব্যক্তি বিবেক গুপ্তা মৃতার প্রাক্তন প্রেমিক ৷ এছাড়াও ওই সুইসাইড নোটে অনিল রাওয়াত এক পুলিশকর্মীর নামও উল্লেখ করা হয়েছে ৷ তবে কী কারণে, তাঁদের নামে সুইসাইড নোট লেখা হল, সেটা স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : Doctor Suicide : রাজ্যের বদলি নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আত্মঘাতী চিকিৎসক

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্রদ্ধা আদতে লখনউয়ের বাসিন্দা ৷ 2015 সালে ব্যাঙ্কে চাকরি পান তিনি ৷ প্রথমে সাধারণ একজন কর্মী হিসাবেই কাজে যোগ দেন শ্রদ্ধা ৷ পরে পদোন্নতি হয় তাঁর ৷ 2018 সালে ফইজাবাদে বদলি হন শ্রদ্ধা ৷ সাধারণত, কাজের জায়গাতেই একা থাকতেন শ্রদ্ধা ৷ মাঝমধ্য়ে পরিবারের সঙ্গে দেখা করতে বাড়ি যেতেন ৷ এই ঘটনায় ইতিমধ্যেই আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ সুইসাইড নোটে উল্লেখিত বিবেক গুপ্তাকে আটকও করা হয়েছে ৷ কী কারণে এই মৃত্যু, তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ ৷

অযোধ্যা, 31 অক্টোবর : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মহিলা আধিকারিকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের অযোধ্য়ায় ৷ মৃতার নাম শ্রদ্ধা গুপ্তা ৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ৷ কিন্তু, ঘটনাস্থলে গিয়ে পুলিশের মনে হয়, তাঁকে হয়তো খুন করা হয়েছে ৷

আরও পড়ুন : Karnataka Suicide : চার বছরের মেয়েকে নিয়ে নদীতে মরণঝাঁপ মায়ের, পালিয়ে বাঁচল বাকি দুই মেয়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধার দেহ তাঁর ঘরের সিলিং থেকে ঝুলতে দেখেন ঘটনাস্থলে পৌঁছানো পুলিশকর্মীরা ৷ কিন্তু, মৃতদেহের পা দু’টি বাঁকানো অবস্থায় ছিল এবং পায়ের পাতা মেঝে স্পর্শ করে ছিল ৷ তাই এটি খুন না আত্মহত্যা, তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ ৷ এছাড়াও ওই ঘর থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে ৷ তাতে তিনজনের নাম রয়েছে ৷ উল্লিখিত তিনজনের মধ্যে আশিস তিওয়ারি একজন আইপিএস ৷ তিনি অযোধ্যার এসএসপি ছিলেন ৷ দ্বিতীয় ব্যক্তি বিবেক গুপ্তা মৃতার প্রাক্তন প্রেমিক ৷ এছাড়াও ওই সুইসাইড নোটে অনিল রাওয়াত এক পুলিশকর্মীর নামও উল্লেখ করা হয়েছে ৷ তবে কী কারণে, তাঁদের নামে সুইসাইড নোট লেখা হল, সেটা স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : Doctor Suicide : রাজ্যের বদলি নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আত্মঘাতী চিকিৎসক

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্রদ্ধা আদতে লখনউয়ের বাসিন্দা ৷ 2015 সালে ব্যাঙ্কে চাকরি পান তিনি ৷ প্রথমে সাধারণ একজন কর্মী হিসাবেই কাজে যোগ দেন শ্রদ্ধা ৷ পরে পদোন্নতি হয় তাঁর ৷ 2018 সালে ফইজাবাদে বদলি হন শ্রদ্ধা ৷ সাধারণত, কাজের জায়গাতেই একা থাকতেন শ্রদ্ধা ৷ মাঝমধ্য়ে পরিবারের সঙ্গে দেখা করতে বাড়ি যেতেন ৷ এই ঘটনায় ইতিমধ্যেই আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ সুইসাইড নোটে উল্লেখিত বিবেক গুপ্তাকে আটকও করা হয়েছে ৷ কী কারণে এই মৃত্যু, তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.