মুম্বই, 6 ফেব্রুয়ারি: যুবক-যুবতীদের চাকরির পিছনে না ছোটার পরামর্শ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতের ৷ তাঁর মতে, শ্রমের মর্যাদার অভাব দেশে বেকারত্বের অন্যতম কারণ (Lack of Dignity for Labour Causing Unemployment) ৷ সব কাজকে সম্মান করতে হবে বলে সাধারণের উদ্দেশ্যে বার্তা তাঁর ৷ একটি জনসভায় অংশ নিয়ে রবিবার একথা বলেন তিনি ৷ সমাজের জন্য করা কোনও কাজকে ছোট বা বড় বলে দাগিয়ে দেওয়া যায় না ৷ তাই চাকরির পিছনে না ছুটে, যে কোনও ধরনের কাজ করার পরামর্শ দিলেন মোহন ভগবত ৷
মহারাষ্ট্রে একটি জনসভায় ভগবত বলেন, "মানুষ যে ধরনের কাজই করুক না কেন, তাকে সম্মান করতে হবে ৷ শ্রমের মর্যাদার অভাব সমাজে বেকারত্বের একটি প্রধান কারণ ৷ কাজের জন্য দৈহিক শ্রম বা মেধা প্রয়োজন হতে পারে ৷ কঠোর পরিশ্রম বা সফট স্কিল লাগতে পারে ৷ কিন্তু, সব কাজকে সম্মান করতে হবে ৷" এর পরেই যুবসমাজের চাকরির দাবি নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাঁকে ৷
সংঘ প্রধান মোহন ভগবত জানান, সকলে চাকরির পিছনে ছুটছে ৷ তাঁর মতে, সরকারি ক্ষেত্রে মাত্র 10 শতাংশ চাকরি রয়েছে ৷ আর বেসরকারি ক্ষেত্রে সেই পরিমাণ 20 শতাংশ ৷ বিশ্বের কোনও সমাজেই 30 শতাংশের বেশি চাকরি তৈরি করা যায় না ৷ আর এ প্রসঙ্গে, পানের দোকানদের থেকে শুরু করে অন্য খুচরো ব্যবসায়ীদের উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি ৷ তাঁর কথায়, "একজন পানের দোকানদার প্রায় 28 লক্ষ টাকার সম্পদ তৈরি করেন ৷ আর সেখানে আমাদের যুবসমাজ চাকরির জন্য আবেদন করে, কোনও উত্তর না পাওয়া সত্ত্বেও ৷"
আরও পড়ুন: নেতাজির ভাগ্য সহায় হলে ভারত অনেক আগেই স্বাধীন হত, মন্তব্য সংঘ প্রধানের
বিরোধী শিবিরের দাবি, দেশের শিক্ষিত যুবসমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে পানের দোকান খোলার পরামর্শ দিচ্ছেন আরএসএস প্রধান । সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থান নিয়ে বিশেষ কোনও আশার আলো দেখাতে পারেনি কেন্দ্র ৷ কোনও সম্ভাবনার কথাও তুলে ধরা হয়নি ৷ কেন্দ্রের বিজেপি সরকারের এই ব্যর্থতাকে ঢাকতেই সংঘ প্রধানের 'শ্রমের প্রতি অসম্মান' নিয়ে মন্তব্য করেছেন ।