ETV Bharat / bharat

একমাসে বিদ্যুৎ বিল 1 কোটি টাকা, দেখে চক্ষু চড়কগাছ শ্রমিকের - Electricity Bill

Huge Amount Electricity Bill: বিহারের এক শ্রমিক তাঁর বাড়ির বিদ্যুৎ বিল দেখে হতবাক । কারণ হাজার না, একমাসে তাঁর বিদ্যুৎ বিল এসেছে 1 কোটি টাকা ৷ কীভাবে এটা সম্ভব ? বিদ্যুৎ দফতরে গিয়ে জানা গেল আসল সত্যিটা ৷

Electricity Bill
বিদ্যুৎ বিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 4:09 PM IST

মুজাফফরপুর, 14 জানুয়ারি: একমাসে বিদ্যুৎ বিল এসেছে 1 কোটি 29 লক্ষ টাকা ৷ বিল দেখে চোখ কপালে উঠেছে উপভোক্তার ৷ কী করে এত বিল এল ভেবেই কূলকিনারা খুঁজে পান না তিনি ৷ পরে দ্বারস্থ হন বিদ্যুৎ দফতরের ৷ সেখানেই মেলে সুরাহা ৷ জানা যায় আসল ঘটনা ৷

ওই গ্রাহকের নাম জামির আনসারি ৷ তাঁর বাড়ি বিহারের মুজাফফরপুরে বিশুনপুর চাঁদ এলাকায় ৷ পেশায় শ্রমিক তিনি ৷ জানা গিয়েছে, জামিরকে বিদ্যুৎ দফতরের তরফে ডিসেম্বরের বিল পাঠানো হয় ৷ সেই বিলে তিনি দেখেন, টাকার পরিমাণ 1 কোটি 29 লক্ষ ৷ এরপরেই এ বিষয়ে কনজিউমার ফোরামের সভাপতি অজয়কুমার পান্ডের কাছে অভিযোগ করেন জামির । বিষয়টি তিনি পূর্ব বিভাগের আধিকারিক শ্রাবণকুমার ঠাকুরকে জানান ৷ শ্রাবণকুমার সহকারী বিদ্যুৎ কর্মকর্তা ও জেইকে বিদ্যুৎ বিল তদন্তের নির্দেশ দেন ৷ এরপরেই বিলে অনিয়ম বিষয়টি সামনে আসে ৷ প্রায় এক ঘণ্টার মধ্যে সংশোধিত বিলও পেয়ে যান জামির ৷ ওই নতুন বিলে 1 কোটি 29 লক্ষ 846 টাকা কমে হয়েছিল 33 হাজার 378 টাকা ।

জামির আনসারি জানান, 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 42 ইউনিট বিদ্যুৎ তিনি ব্যবহার করেছেন । এরপর মার্চ থেকে জুন পর্যন্ত 331 ইউনিট ব্যবহারের তথ্য দিয়ে একটি গড় বিল তৈরি করা হয় । জুলাই মাসে 327 ইউনিট, অগস্টে 64 ইউনিট এবং সেপ্টেম্বরে 67 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে বলে জানা গিয়েছে । গত বছরের ডিসেম্বরে স্বাভাবিক মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হয় । সাধারণ মিটারে ব্যবহৃত ইউনিটগুলি স্মার্ট মিটারে রেকর্ড করা হয়েছিল । এর ফলে এত বিল আসে ৷

উপভোক্তা বলেন, "নতুন মিটার বসানোর সময় স্মার্ট মিটারে ডিসেম্বর মাসে 36 লক্ষ 45 হাজার 488 ইউনিট বিদ্যুৎ খরচ দেখায় । এর জন্য আমাদের কাছে 1 কোটি 29 লক্ষ 846 টাকা বিল পাঠানো হয়েছিল । অথচ আমাদের বাড়িতে একটি মাত্র বাল্ব জ্বলে । আর গরমের সময় একটি পাখা চলে ।"

পূর্ব বিভাগের আধিকারিক শ্রাবণকুমার ঠাকুর জানান, বিষয়টি তাঁর নজরে আসার পর বিলটি সংশোধন করা হয়েছে । উপভোক্তাকে আগের বকেয়া-সহ 33 হাজার 378 টাকা বিল দিতে হবে । পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে । স্মার্ট মিটার বসানো সংস্থাকে এই ভুলের কারণ জানাতে বলা হয়েছে । তিনি বলেন, "যে ব্যক্তি মিটার বসিয়েছেন তাঁর সম্পর্কে এজেন্সির কর্মকর্তার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে । যদি ইচ্ছাকৃতভাবে ভুল মিটার বসানো হয়ে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হবে । তদন্ত করে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন:

  1. বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকের সঙ্গে অভিসারে তরুণী, ধরা পড়তেই চলল গণধোলাই
  2. আজব কাণ্ড! একমাসে প্রায় 8 কোটি বিদ্যুৎ বিল, মাথায় হাত গ্রাহকের
  3. বিএসকেতে বিদ্যুৎ বিল জমা দিলেই এক শতাংশ ছাড়, ঘোষণা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের

মুজাফফরপুর, 14 জানুয়ারি: একমাসে বিদ্যুৎ বিল এসেছে 1 কোটি 29 লক্ষ টাকা ৷ বিল দেখে চোখ কপালে উঠেছে উপভোক্তার ৷ কী করে এত বিল এল ভেবেই কূলকিনারা খুঁজে পান না তিনি ৷ পরে দ্বারস্থ হন বিদ্যুৎ দফতরের ৷ সেখানেই মেলে সুরাহা ৷ জানা যায় আসল ঘটনা ৷

ওই গ্রাহকের নাম জামির আনসারি ৷ তাঁর বাড়ি বিহারের মুজাফফরপুরে বিশুনপুর চাঁদ এলাকায় ৷ পেশায় শ্রমিক তিনি ৷ জানা গিয়েছে, জামিরকে বিদ্যুৎ দফতরের তরফে ডিসেম্বরের বিল পাঠানো হয় ৷ সেই বিলে তিনি দেখেন, টাকার পরিমাণ 1 কোটি 29 লক্ষ ৷ এরপরেই এ বিষয়ে কনজিউমার ফোরামের সভাপতি অজয়কুমার পান্ডের কাছে অভিযোগ করেন জামির । বিষয়টি তিনি পূর্ব বিভাগের আধিকারিক শ্রাবণকুমার ঠাকুরকে জানান ৷ শ্রাবণকুমার সহকারী বিদ্যুৎ কর্মকর্তা ও জেইকে বিদ্যুৎ বিল তদন্তের নির্দেশ দেন ৷ এরপরেই বিলে অনিয়ম বিষয়টি সামনে আসে ৷ প্রায় এক ঘণ্টার মধ্যে সংশোধিত বিলও পেয়ে যান জামির ৷ ওই নতুন বিলে 1 কোটি 29 লক্ষ 846 টাকা কমে হয়েছিল 33 হাজার 378 টাকা ।

জামির আনসারি জানান, 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 42 ইউনিট বিদ্যুৎ তিনি ব্যবহার করেছেন । এরপর মার্চ থেকে জুন পর্যন্ত 331 ইউনিট ব্যবহারের তথ্য দিয়ে একটি গড় বিল তৈরি করা হয় । জুলাই মাসে 327 ইউনিট, অগস্টে 64 ইউনিট এবং সেপ্টেম্বরে 67 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে বলে জানা গিয়েছে । গত বছরের ডিসেম্বরে স্বাভাবিক মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হয় । সাধারণ মিটারে ব্যবহৃত ইউনিটগুলি স্মার্ট মিটারে রেকর্ড করা হয়েছিল । এর ফলে এত বিল আসে ৷

উপভোক্তা বলেন, "নতুন মিটার বসানোর সময় স্মার্ট মিটারে ডিসেম্বর মাসে 36 লক্ষ 45 হাজার 488 ইউনিট বিদ্যুৎ খরচ দেখায় । এর জন্য আমাদের কাছে 1 কোটি 29 লক্ষ 846 টাকা বিল পাঠানো হয়েছিল । অথচ আমাদের বাড়িতে একটি মাত্র বাল্ব জ্বলে । আর গরমের সময় একটি পাখা চলে ।"

পূর্ব বিভাগের আধিকারিক শ্রাবণকুমার ঠাকুর জানান, বিষয়টি তাঁর নজরে আসার পর বিলটি সংশোধন করা হয়েছে । উপভোক্তাকে আগের বকেয়া-সহ 33 হাজার 378 টাকা বিল দিতে হবে । পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে । স্মার্ট মিটার বসানো সংস্থাকে এই ভুলের কারণ জানাতে বলা হয়েছে । তিনি বলেন, "যে ব্যক্তি মিটার বসিয়েছেন তাঁর সম্পর্কে এজেন্সির কর্মকর্তার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে । যদি ইচ্ছাকৃতভাবে ভুল মিটার বসানো হয়ে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হবে । তদন্ত করে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন:

  1. বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকের সঙ্গে অভিসারে তরুণী, ধরা পড়তেই চলল গণধোলাই
  2. আজব কাণ্ড! একমাসে প্রায় 8 কোটি বিদ্যুৎ বিল, মাথায় হাত গ্রাহকের
  3. বিএসকেতে বিদ্যুৎ বিল জমা দিলেই এক শতাংশ ছাড়, ঘোষণা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.