নয়াদিল্লি, 7 মার্চ: জামিন পেয়ে জেল থেকে মুক্তি ঘটেছিল আগেই । এ বার হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রখ্যাত কবি ভারভারা রাও । শনিবার মুম্বইয়ে নানাবতী হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে । মুক্তির পর তিনি বলেছেন, ''অবশেষে মুক্তি পেলাম ।''
ভীমা কোরেগাঁও মামলায় ভারভারা রাওকে প্রায় 2 মাস জেলবন্দি করে রাখার পর 6 মাসের জন্য তাঁকে 50,000 টাকার বন্ডে জামিনে মুক্তি দেয় বম্বে হাইকোর্ট । রাওকে মুম্বই না-ছাড়ার নির্দেশ দিয়েছে আদালত । পাশাপাশি বলে দিয়েছে, যে কোনও সময়ে জিজ্ঞাসাবাদের জন্য যেন পাওয়া যায় 81 বছরের এই কবিকে । তাঁর পাসপোর্টও এনআইএ আদালতে জমা রাখতে বলেছে হাইকোর্ট । 2018 সালের 28 অগস্ট থেকে জেলবন্দি ছিলেন ভারভারা রাও । তাঁর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে আদালতের নির্দেশে তাঁকে হাসপাতালে ভর্তি করেছিল মহারাষ্ট্র সরকার। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর তাঁর ছবি টুইটারে পোস্ট করেন তাঁর আইনজীবী ইন্দিরা জয়সিং ।
ফেব্রুয়ারির শুরুতে বম্বে হাইকোর্টে ভারভারা রাওয়ের জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী ইন্দিরা জয়সিং ৷ সেই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, গত বছর ফেব্রুয়ারি থেকে এবছর ফেব্রুয়ারি মাসের মধ্যে 149দিন তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় কাটিয়েছেন ৷ তাই মহারাষ্ট্রের তালোজা সংশোধনাগার থেকে ভারভারা রাওকে যাতে মুক্তি দেওয়া হয় এবং তাঁকে পরিবারের সঙ্গে হায়দরাবাদে থাকতে অনুমতি দেওয়া হয় ৷
আরও পড়ুন: ভীমা কোরেগাঁও মামলায় 3 বছর পর জামিন ভারভারা রাওকে
2017 সালে 31 ডিসেম্বর পুণেতে এলগার পরিষদের কনক্লেভে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল ভারভারা রাওয়ের বিরুদ্ধে ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে মামলায় অভিযোগ আনে, ভারভারা রাও-এর ওই বক্তব্যের পরদিন ভীমা কোরেগাঁও-তে অশান্তির ঘটনা ঘটে ৷ পরবর্তী সময়ে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় এনআইএ-র হাতে ৷