ETV Bharat / bharat

Feticide in Hyderabad: গর্ভে কন্যাসন্তান ! স্ত্রীকে ওষুধ খাইয়ে গর্ভপাত স্বামীর - কন্যাসন্তান হত্যা

দম্পতির একটি দেড় বছরের মেয়ে আছে ৷ এরপর স্ত্রী ফের সন্তানসম্ভবা হয়ে পড়েন ৷ তিনি কন্যাসন্তান ধারণ করেছেন ৷ জানতে পেরে কী করলেন বাবা (Girlchild feticide) ?

Girl Child
ETV Bharat
author img

By

Published : Nov 23, 2022, 10:42 AM IST

Updated : Nov 23, 2022, 11:50 AM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: একবিংশ শতকেও কন্যা সন্তানের জন্ম হলে তা বাবা-মায়ের কাছে দুর্ভাগ্যজনক হয়ে ওঠে ৷ এমন এক মর্মান্তিক ঘটনা ঘটল তেলেঙ্গানার হায়দরাবাদে ৷ কন্যাসন্তান জন্মানোর আগে ভাগে তাকে কার্যত হত্যা করল বাবা ও পরিবারের অন্যরা (Girldchild feticide in Hyderabad) ৷

স্ত্রীর গর্ভের সন্তান মেয়ে ৷ এই কথা জানতে পেরে স্বামী হিংস্র হয়ে ওঠেন ৷ তিনি স্ত্রীকে জোরজবরদস্তি গর্ভপাতের জন্য বাধ্য করেন ৷ ঘটনাটি ঘটেছে কাঞ্চনবাঘ থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৈয়দ মাহমুদ (32) এবং তাবাস্সুম বেগম (24) আড়াই বছর আগে বিয়ে করেন ৷ তাঁরা হাফিজবাবানগরের বাসিন্দা ৷

আরও পড়ুন: চতুর্থ সন্তানও কন্যা হওয়ায় আত্মঘাতী বাবা

দম্পতির একটি দেড় বছরের কন্যা সন্তান আছে ৷ এরপর ফের গর্ভবতী হন তাবাস্সুম বেগম ৷ তিনি 6 মাসের সন্তান সম্ভবা অবস্থায় পরিবার জানতে পারে তিনি আবারও কন্যা সন্তানের জন্ম দেবেন ৷ পরিবার তাঁর উপর অত্যাচার চালাতে শুরু করে ৷ 14 নভেম্বর মাঝরাতে পরিবারের সদস্যরা তাবাস্সুমকে জোরজবরদস্তি চেপে ধরে ৷ এই অবস্থায় তাঁর স্বামী তাঁকে অজানা কয়েকটি ওষুধ খাইয়ে দেয় ৷ পরের দিন সকালে তাবাস্সুমের ডিম্বাশয় থেকে একটি মৃত কন্যা সন্তান বেরিয়ে আসে ৷ তাবাস্সুম জ্ঞান হারিয়ে ফেলেন ৷ নবজাতককে একটি কাপড়ে মুড়ে কাছাকাছি একটি জায়গায় মাটির নীচে পুঁতে দেওয়া হয় ৷

সুস্থ হয়ে তাবাসসুম পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন ৷ সৈয়দ ও তাঁর মা শামিমকে গ্রেফতার করা হয়েছে ৷ সৈয়দের বোন পলাতক, জানিয়েছে পুলিশ ৷

হায়দরাবাদ, 23 নভেম্বর: একবিংশ শতকেও কন্যা সন্তানের জন্ম হলে তা বাবা-মায়ের কাছে দুর্ভাগ্যজনক হয়ে ওঠে ৷ এমন এক মর্মান্তিক ঘটনা ঘটল তেলেঙ্গানার হায়দরাবাদে ৷ কন্যাসন্তান জন্মানোর আগে ভাগে তাকে কার্যত হত্যা করল বাবা ও পরিবারের অন্যরা (Girldchild feticide in Hyderabad) ৷

স্ত্রীর গর্ভের সন্তান মেয়ে ৷ এই কথা জানতে পেরে স্বামী হিংস্র হয়ে ওঠেন ৷ তিনি স্ত্রীকে জোরজবরদস্তি গর্ভপাতের জন্য বাধ্য করেন ৷ ঘটনাটি ঘটেছে কাঞ্চনবাঘ থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৈয়দ মাহমুদ (32) এবং তাবাস্সুম বেগম (24) আড়াই বছর আগে বিয়ে করেন ৷ তাঁরা হাফিজবাবানগরের বাসিন্দা ৷

আরও পড়ুন: চতুর্থ সন্তানও কন্যা হওয়ায় আত্মঘাতী বাবা

দম্পতির একটি দেড় বছরের কন্যা সন্তান আছে ৷ এরপর ফের গর্ভবতী হন তাবাস্সুম বেগম ৷ তিনি 6 মাসের সন্তান সম্ভবা অবস্থায় পরিবার জানতে পারে তিনি আবারও কন্যা সন্তানের জন্ম দেবেন ৷ পরিবার তাঁর উপর অত্যাচার চালাতে শুরু করে ৷ 14 নভেম্বর মাঝরাতে পরিবারের সদস্যরা তাবাস্সুমকে জোরজবরদস্তি চেপে ধরে ৷ এই অবস্থায় তাঁর স্বামী তাঁকে অজানা কয়েকটি ওষুধ খাইয়ে দেয় ৷ পরের দিন সকালে তাবাস্সুমের ডিম্বাশয় থেকে একটি মৃত কন্যা সন্তান বেরিয়ে আসে ৷ তাবাস্সুম জ্ঞান হারিয়ে ফেলেন ৷ নবজাতককে একটি কাপড়ে মুড়ে কাছাকাছি একটি জায়গায় মাটির নীচে পুঁতে দেওয়া হয় ৷

সুস্থ হয়ে তাবাসসুম পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন ৷ সৈয়দ ও তাঁর মা শামিমকে গ্রেফতার করা হয়েছে ৷ সৈয়দের বোন পলাতক, জানিয়েছে পুলিশ ৷

Last Updated : Nov 23, 2022, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.