অঙ্কলেশ্বর (গুজরাত), 29 অক্টোবর: পাঁচ বছর ধরে পেটের ভিতরে ছিল ছুরি। দুর্ঘটনার জেরে হাসপাতালে এসে ওই ব্যক্তি জানতে পারলেন পেটে এতদিন ধরে নিয়ে ঘুরছিলেন আস্ত একটি ছুরি । ঘটনায় চমকে গিয়েছেন খোদ চিকিৎসকরা।
দুর্ঘটনার জেরে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন গুজরাতের অঙ্কলেশ্বরের এক ব্যক্তি । এক্স-রে করার পর পেটের ভিতরে থেকেই একটি আস্ত ছুরি দেখে হতবাক খোদ চিকিৎসকরা। জানা গিয়েছে, পাঁচ বছর আগে অঙ্কলেশ্বর গার্ডেন সিটির বাসিন্দা অতুল গিরিকে ছুরি দিয়ে বেশ কয়েকবার কোপানো হয়েছিল। সেই সময় সিভিল হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে সঠিকভাবে পরীক্ষা না-করেই ওষুধ দিয়ে ছেড়ে দেন।
পাঁচ বছর পর দুর্ঘটনায় আহত হন অতুল ৷ তিনি চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে যান । সেখানেই তাঁর পেটে থাকা ছুরির খোঁজ মেলে । জানা গিয়েছে, বছরের পর বছর ধরে পেটের ব্যথার সমস্যার কথা চিকিৎসককে জানিয়েছিলেন অতুল। চিকিৎসক যখন তাঁকে পরীক্ষা করেন, এক্স-রে রিপোর্টেই তাঁর পেটে ছুরি পাওয়া যায়। হাসপাতাল সূত্রে খবর, পাঁচ বছর ধরে পেটে আটকে থাকা ছুরিটি বের করতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অতুলের অস্ত্রোপচার করা হবে ।
বছরের শুরুর দিকে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর চিকিৎসকরা এক জটিল অস্ত্রোপচার করেন । সেই সময় এক ব্যক্তির পিঠ থেকে ছয় ইঞ্চি লম্বা একটি ছুরি সফলভাবে বের করতে সক্ষম হয়েছিলেন । হরিয়ানার কারনালের বাসিন্দা 30 বছর বয়সি ওই ব্যক্তি 12 জুলাই ডাকাতির হাত থেকে তাঁর গয়নার দোকান পাহারা দেওয়ার সময় ছুরির আঘাত পেয়েছিলেন বলে জানা গিয়েছিল।
আরও পড়ুন: প্রসবের পরই মেঝেতে আছড়ে পড়ল সদ্যোজাত, শুরু উচ্চ পর্যায়ের তদন্ত
এইমস-এর ট্রমা কেন্দ্রের প্রধান কামরান ফারুক সংবাদসংস্থা পিটিআই-কে জানান, ওই দিন ওই ব্যক্তি পিঠে ছুরি লাগানো অবস্থাতেই হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে এসেছিলেন । ছুরি অপসারণ এবং পোস্টেরিয়র ফিক্সেশন-সহ পোস্টেরিয়র ডিকম্প্রেশনের অস্ত্রোপচার পদ্ধতি 13 জুলাই করা হয়েছিল ওই ব্যক্তির।