ETV Bharat / bharat

KK Nazrul Mancha Show : 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল', নজরুল মঞ্চে কেকে রেখে গেলেন তাঁর শেষ স্মৃতি - কেকের শেষ শো নজরুল মঞ্চে

কাল এখানেই তিনি শো করেছেন ৷ 20টি গান গেয়েছেন ৷ মাতিয়েছেন শ্রোতাদের, নিজেও মেতেছেন ৷ ঘেমেনেয়ে ব্যাকস্টেজে গিয়েছেন ৷ ফিরে এসেছেন ৷ ঘোর শেষ হল...ক্ষত না গান, কী রেখে গেলেন নজরুল মঞ্চের সেই হলে (KK Nazrul Mancha Show) ৷

Nazrul Mancha Stage
নজরুল মঞ্চে ফুল আর গানের তালিকা
author img

By

Published : Jun 1, 2022, 4:04 PM IST

কলকাতা, 1 জুন : কেকে-র শেষ শোয়ের সাক্ষী নজরুল মঞ্চ ৷ গতকাল ঠিক কী হয়েছিল শোয়ের আগে ? গান গাইবার সময়ও কি তিনি অস্বস্তি বোধ করছিলেন ? যে শিল্পী 20টা গান গাইলেন, সঙ্গে মাতিয়ে দিলেন হল ভর্তি শ্রোতাদের ৷ সেই মানুষটাই হোটেলে ফিরে অজ্ঞান হয়ে গেলেন ৷ মারা গেলেন হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ৷ এখনও বিশ্বাস করা যাচ্ছে না ৷ শোকাহত গোটা দুনিয়া ৷

একটি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, নজরুল মঞ্চে হলে আসনের সংখ্যা 2 হাজার 482 ৷ গতকাল তাঁর অনুষ্ঠান দেখতে ভিড় হয়েছিল দ্বিগুণেরও বেশি ৷ তাই ভিড় সামলাতে অনুষ্ঠান শুরুর আগে হলের গেটের বাইরে কেকে-র বাউন্সাররা স্প্রে করে পরিস্থিতি সামলান ৷ এক কর্মী জানালেন, প্রচুর শ্রোতা গেট ভেঙে ভিতরে ঢুকেছেন ৷ শুধু কেকে-র গলা শুনবেন, কাছ থেকে দেখবেন বলে ৷ মাঝে মাঝেই কেকে ঘেমে যাচ্ছিলেন ৷ ব্যাক স্টেজে গিয়ে ঘাম মুছে ফের মঞ্চে চলে আসেন ৷ নজরুল মঞ্চের আরেক কর্মীও জানালেন, কেকে-র অনুষ্ঠান শুনতে শ্রোতারা গেটে ভেঙে, বেড়া টপকে হলের ভিতরে ঢুকে পড়ে ৷

আজও নজরুল মঞ্চের হলের স্টেজে ছড়িয়ে রয়েছে গানের লিস্ট, ফুল, কেকের শেষ স্মৃতিচিহ্ন

আরও পড়ুন : Gun Salute to KK : বিমানবন্দর নয়, রবীন্দ্রসদনে গান স্যালুট প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-র

আজ শূন্য হলের মঞ্চে পড়ে রয়েছে 20টি গানের লিস্টের কাগজ, ফুলের তোড়া ৷ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে কাগজপত্র ৷ কেকে-র শেষ শোয়ের সাক্ষী নজরুল মঞ্চ আজ খাঁ খাঁ করছে ৷ নেই কেকে, কিন্তু তাঁর শেষ গান 'পল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল' কি রয়ে গেল এই হলের প্রতিটি কোনায় ?

কলকাতা, 1 জুন : কেকে-র শেষ শোয়ের সাক্ষী নজরুল মঞ্চ ৷ গতকাল ঠিক কী হয়েছিল শোয়ের আগে ? গান গাইবার সময়ও কি তিনি অস্বস্তি বোধ করছিলেন ? যে শিল্পী 20টা গান গাইলেন, সঙ্গে মাতিয়ে দিলেন হল ভর্তি শ্রোতাদের ৷ সেই মানুষটাই হোটেলে ফিরে অজ্ঞান হয়ে গেলেন ৷ মারা গেলেন হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ৷ এখনও বিশ্বাস করা যাচ্ছে না ৷ শোকাহত গোটা দুনিয়া ৷

একটি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, নজরুল মঞ্চে হলে আসনের সংখ্যা 2 হাজার 482 ৷ গতকাল তাঁর অনুষ্ঠান দেখতে ভিড় হয়েছিল দ্বিগুণেরও বেশি ৷ তাই ভিড় সামলাতে অনুষ্ঠান শুরুর আগে হলের গেটের বাইরে কেকে-র বাউন্সাররা স্প্রে করে পরিস্থিতি সামলান ৷ এক কর্মী জানালেন, প্রচুর শ্রোতা গেট ভেঙে ভিতরে ঢুকেছেন ৷ শুধু কেকে-র গলা শুনবেন, কাছ থেকে দেখবেন বলে ৷ মাঝে মাঝেই কেকে ঘেমে যাচ্ছিলেন ৷ ব্যাক স্টেজে গিয়ে ঘাম মুছে ফের মঞ্চে চলে আসেন ৷ নজরুল মঞ্চের আরেক কর্মীও জানালেন, কেকে-র অনুষ্ঠান শুনতে শ্রোতারা গেটে ভেঙে, বেড়া টপকে হলের ভিতরে ঢুকে পড়ে ৷

আজও নজরুল মঞ্চের হলের স্টেজে ছড়িয়ে রয়েছে গানের লিস্ট, ফুল, কেকের শেষ স্মৃতিচিহ্ন

আরও পড়ুন : Gun Salute to KK : বিমানবন্দর নয়, রবীন্দ্রসদনে গান স্যালুট প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-র

আজ শূন্য হলের মঞ্চে পড়ে রয়েছে 20টি গানের লিস্টের কাগজ, ফুলের তোড়া ৷ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে কাগজপত্র ৷ কেকে-র শেষ শোয়ের সাক্ষী নজরুল মঞ্চ আজ খাঁ খাঁ করছে ৷ নেই কেকে, কিন্তু তাঁর শেষ গান 'পল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল' কি রয়ে গেল এই হলের প্রতিটি কোনায় ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.