ETV Bharat / bharat

Udaipur Murder Case: উদয়পুর হত্যাকাণ্ডে নয়া মোড়, আততায়ীদের নিশানায় ছিলেন আরও এক ব্যবসায়ী - Udaipur Murder Case

শুধু কানহাইয়া লাল'ই নন, আততায়ীদের নিশানায় ছিলেন আরেক ব্যবসায়ীও ৷ গত 7 জুলাই সামাজিক মাধ্যমে নূপুর শর্মার সমর্থনে কথা বলার পরেই তাঁকে খুন করার পরিকল্পনা করে দুই আততায়ী ৷ যদিও, শহরের বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান (Killers had plans to murder another businessman) ৷

Killers had plans to murder another businessman
Killers had plans to murder another businessman
author img

By

Published : Jun 30, 2022, 4:14 PM IST

উদয়পুর, 30 জুন: মঙ্গলবার নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে রাজস্থানের উদয়পুর ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই ঘটনায় দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর নামের দুই অভিযুক্তকে ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তারপরেই সামনে এসেছে দুই আততায়ীর পাক যোগের (পড়ুন জঙ্গি যোগ) খবর ৷ এবার ফের সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য (Killers had plans to murder another businessman) ৷

জানা গিয়েছে, শুধু কানহাইয়া লাল'ই নন, আততায়ীদের নিশানায় ছিলেন আরেক ব্যবসায়ীও ৷ গত 7 জুলাই সামাজিক মাধ্যমে নূপুর শর্মার সমর্থনে কথা বলার পরেই তাঁকে খুন করার পরিকল্পনা করে দুই আততায়ী ৷ যদিও, শহরের বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান ৷ ওই ব্যবসায়ীর বাবা জানিয়েছেন, 9 জুন থেকেই তাঁর দোকানে সন্দেহভাজনদের আনাগোনা বেড়ে যায় ৷ আগাম বিপদ আঁচ করতে পেরেই শহর ছাড়েন ব্যবসায়ী ৷

এনআইএ জানিয়েছে, দুই অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে ৷ তাদের মোবাইল এবং যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে । তাদের সোশাল মিডিয়া পোস্ট এবং চ্যাট-সহ যাবতীয় বিবরণ পেতে সাইবার এবং ফরেনসিক দলের সাহায্য নিচ্ছে তদন্তকারী সংস্থা ।

আরও পডুন : উদয়পুর হত্যাকাণ্ডে পাক-যোগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে অভিযুক্তদের পাকিস্তান যোগের কথা সামনে এসেছে । জানা গিয়েছে, দুই আসামির মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল । রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব জানিয়েছেন, অভিযুক্ত ঘাউস মোহাম্মদ 2014-15 সালে 45 দিন পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে ৷ কয়েকদিন আরব এবং নেপালেও প্রশিক্ষণ নিয়েছে সে ৷ তারপর থেকেই পাক জঙ্গি সংগঠন দাওয়াত-ই-ইসলামের সঙ্গেও তাদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে ৷ পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক হিংসা নয়, উদয়পুর হত্যাকাণ্ডের পেছনে রয়েছে জঙ্গিযোগ ৷ ইতিমধ্যেই এনআইএ আরও পাঁচ সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে ।

আরও পড়ুন : উদয়পুর হত্যাকাণ্ডে আততায়ীদের ফাঁসির দাবি মৃতের পরিবারের

অন্যদিকে কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন কয়েকহাজার মানুষ । বিক্ষোভকারীদের মধ্যে ছিল বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা ৷ সেই মিছিল থেকে পাথর ছোঁড়ার অভিযোগও উঠেছে ৷ যদিও, তা নস্যাৎ করে অতিরিক্ত ডিজি দীনেশ এমএন জানিয়েছেন যে মিছিলটি অনুমতি নিয়েই যাচ্ছিল ৷

উদয়পুর, 30 জুন: মঙ্গলবার নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে রাজস্থানের উদয়পুর ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই ঘটনায় দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর নামের দুই অভিযুক্তকে ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তারপরেই সামনে এসেছে দুই আততায়ীর পাক যোগের (পড়ুন জঙ্গি যোগ) খবর ৷ এবার ফের সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য (Killers had plans to murder another businessman) ৷

জানা গিয়েছে, শুধু কানহাইয়া লাল'ই নন, আততায়ীদের নিশানায় ছিলেন আরেক ব্যবসায়ীও ৷ গত 7 জুলাই সামাজিক মাধ্যমে নূপুর শর্মার সমর্থনে কথা বলার পরেই তাঁকে খুন করার পরিকল্পনা করে দুই আততায়ী ৷ যদিও, শহরের বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান ৷ ওই ব্যবসায়ীর বাবা জানিয়েছেন, 9 জুন থেকেই তাঁর দোকানে সন্দেহভাজনদের আনাগোনা বেড়ে যায় ৷ আগাম বিপদ আঁচ করতে পেরেই শহর ছাড়েন ব্যবসায়ী ৷

এনআইএ জানিয়েছে, দুই অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে ৷ তাদের মোবাইল এবং যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে । তাদের সোশাল মিডিয়া পোস্ট এবং চ্যাট-সহ যাবতীয় বিবরণ পেতে সাইবার এবং ফরেনসিক দলের সাহায্য নিচ্ছে তদন্তকারী সংস্থা ।

আরও পডুন : উদয়পুর হত্যাকাণ্ডে পাক-যোগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে অভিযুক্তদের পাকিস্তান যোগের কথা সামনে এসেছে । জানা গিয়েছে, দুই আসামির মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল । রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব জানিয়েছেন, অভিযুক্ত ঘাউস মোহাম্মদ 2014-15 সালে 45 দিন পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে ৷ কয়েকদিন আরব এবং নেপালেও প্রশিক্ষণ নিয়েছে সে ৷ তারপর থেকেই পাক জঙ্গি সংগঠন দাওয়াত-ই-ইসলামের সঙ্গেও তাদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে ৷ পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক হিংসা নয়, উদয়পুর হত্যাকাণ্ডের পেছনে রয়েছে জঙ্গিযোগ ৷ ইতিমধ্যেই এনআইএ আরও পাঁচ সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে ।

আরও পড়ুন : উদয়পুর হত্যাকাণ্ডে আততায়ীদের ফাঁসির দাবি মৃতের পরিবারের

অন্যদিকে কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন কয়েকহাজার মানুষ । বিক্ষোভকারীদের মধ্যে ছিল বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা ৷ সেই মিছিল থেকে পাথর ছোঁড়ার অভিযোগও উঠেছে ৷ যদিও, তা নস্যাৎ করে অতিরিক্ত ডিজি দীনেশ এমএন জানিয়েছেন যে মিছিলটি অনুমতি নিয়েই যাচ্ছিল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.