ETV Bharat / bharat

Kharge writes to PM Modi: আমলাতন্ত্রের রাজনীতিকরণ নিয়ে মোদিকে চিঠি খাড়গের, পালটা খোঁচা নাড্ডার

চিঠিতে খাড়গে 18 অক্টোবর জারি করা সরকারি আদেশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ৷ তিনি দাবি করেছেন, যুগ্মসচিব, ডিরেক্টর এবং উপসচিব হিসাবে উচ্চ পদের সিনিয়র অফিসারদের 'রথ প্রভারিস' হিসাবে ভারতের 765টি জেলায় মোতায়েন করা হবে ৷ যাতে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিগত নয় বছরের কৃতিত্ব প্রদর্শন করতে পারে। তিনি চলতি বছর 9 অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রকের আরও একটি আদেশের কথাও উল্লেখ করেছেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 8:52 PM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর: সরকারের সাম্প্রতিক নির্দেশের ফলে আমলাতন্ত্রের 'রাজনীতিকরণ'-এর দিকে পরিচালিত করবে বলে দাবি করেছেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আধিকারিকদের গত নয় বছরের অর্জনগুলি যেভাবে প্রদর্শন করতে বলা হয়েছে সরকারের তরফে তার তীব্র বিরোধিতা করেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অভিযোগের পাশাপাশি এই নির্দেশ প্রত্য়াহার করতেও বলেছেন খাড়গে ৷

চিঠিতে খাড়গে 18 অক্টোবর জারি করা সরকারি আদেশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ৷ তিনি দাবি করেছেন, যুগ্ম সচিব, ডিরেক্টর এবং উপসচিব হিসাবে উচ্চ পদের সিনিয়র অফিসারদের 'রথ প্রভারিস' হিসাবে ভারতের 765টি জেলায় মোতায়েন করা হবে যাতে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিগত নয় বছরের কৃতিত্ব প্রদর্শন করতে পারে। তিনি চলতি বছর 9 অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রকের আরও একটি আদেশের কথাও উল্লেখ করেছেন ৷ খাড়গে বলেছেন, "এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে, গত নয় বছর আপনার দফতর আপনার মেয়াদের সঙ্গে মিলে যায়। এটি (অর্ডার) একাধিক কারণে গুরুতর উদ্বেগের বিষয় ৷" বর্তমান সরকারের বিজ্ঞাপনের জন্য সিনিয়র অফিসারদের নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন খাড়গে।

খাড়গের অভিযোগ, এই নির্দেশ সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস 1964-এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে ৷ এই রুল অনুযায়ী যে কোনও সরকারি কর্মচারী কোনও রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবে না ৷ পাশাপাশি সরকারী কর্মকর্তাদের কাছে তথ্যপ্রচার করা, তাদের দিয়ে এভাবে বিজ্ঞাপনের ক্ষেত্রে কারজ করানো আদতে তাদের ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মীতে পরিণত করে বলেও অভিযোগ করেন তিনি ৷ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, "গত নয় বছরের শুধুমাত্র অর্জন বিবেচনা করা হচ্ছে ৷ পাঁচটি রাজ্যের নির্বাচন এবং 2024 সালের সাধারণ নির্বাচনের জন্য একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা একেবারেই নয়।"

তিনি প্রধানমন্ত্রীকে বলেন, "যদি বর্তমান সরকারের বিজ্ঞাপন কার্যক্রমের জন্য বিভাগের ঊর্ধ্বতন কর্তাদের নিয়োগ করা হয়, তাহলে দেশের শাসনব্যবস্থা আগামী ছয় মাসের জন্য স্থবির হয়ে পড়বে। আমাদের গণতন্ত্র এবং আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য, আদেশগুলি অবিলম্বে প্রত্যাহার করা অপরিহার্য ৷" খাড়গে এক্স-হ্য়ান্ডেলে পোস্ট করে অভিযোগ করেন, "মোদি সরকারের জন্য, সরকারের সমস্ত সংস্থা, প্রতিষ্ঠান, শাখা এবং বিভাগগুলি এখন আনুষ্ঠানিকভাবে প্রচারক ৷"

খাড়গে এদিন বলেন, "আমাদের গণতন্ত্র এবং আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য এটি অপরিহার্য যে আমলাতন্ত্র এবং আমাদের সশস্ত্র বাহিনীর রাজনীতিকরণের দিকে পরিচালিত করে এমন আদেশগুলি অবিলম্বে প্রত্যাহার করা ৷" কংগ্রেসের আপত্তিতে বিস্ময় প্রকাশ করে, বিজেপি সর্বভারতীয় সবাপতি জেপি নাড্ডা পালটা বিরোধী দলকে আক্রমণ করে বলেন, "জনসেবা প্রদান বিজাতীয় ধারণা হতে পারে কারণ এদের একমাত্র স্বার্থ হল গরিবদের দারিদ্র্যের মধ্যে রেখে দেওয়া ৷" নাড্ডা বলেন, "সরকারী কর্মচারীদের তৃণমূল স্তরে পৌঁছতে দেখে কংগ্রেস পার্টির যে সমস্যা হচ্ছে তাতে আমি বিস্মিত হয়েছি ৷" নাড্ডা এক্স-এ পোস্টে লিখেছেন, "এটি যদি শাসনের মূল নীতি না হয় তবে কী?"

আরও পড়ুন: কানাডাকে ফের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত! বার্তা জয়শংকরের

এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশও খাড়গের চিঠি পোস্ট করে পালটা লিখেছেন, "কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অসামরিক কর্মচারী এবং সৈন্যদের যেভাবে নির্লজ্জ রাজনীতিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, যাদের সর্বদা স্বাধীন এবং অরাজনৈতিক রাখতে হবে ৷"

(পিটিআই)

নয়াদিল্লি, 22 অক্টোবর: সরকারের সাম্প্রতিক নির্দেশের ফলে আমলাতন্ত্রের 'রাজনীতিকরণ'-এর দিকে পরিচালিত করবে বলে দাবি করেছেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আধিকারিকদের গত নয় বছরের অর্জনগুলি যেভাবে প্রদর্শন করতে বলা হয়েছে সরকারের তরফে তার তীব্র বিরোধিতা করেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অভিযোগের পাশাপাশি এই নির্দেশ প্রত্য়াহার করতেও বলেছেন খাড়গে ৷

চিঠিতে খাড়গে 18 অক্টোবর জারি করা সরকারি আদেশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ৷ তিনি দাবি করেছেন, যুগ্ম সচিব, ডিরেক্টর এবং উপসচিব হিসাবে উচ্চ পদের সিনিয়র অফিসারদের 'রথ প্রভারিস' হিসাবে ভারতের 765টি জেলায় মোতায়েন করা হবে যাতে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিগত নয় বছরের কৃতিত্ব প্রদর্শন করতে পারে। তিনি চলতি বছর 9 অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রকের আরও একটি আদেশের কথাও উল্লেখ করেছেন ৷ খাড়গে বলেছেন, "এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে, গত নয় বছর আপনার দফতর আপনার মেয়াদের সঙ্গে মিলে যায়। এটি (অর্ডার) একাধিক কারণে গুরুতর উদ্বেগের বিষয় ৷" বর্তমান সরকারের বিজ্ঞাপনের জন্য সিনিয়র অফিসারদের নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন খাড়গে।

খাড়গের অভিযোগ, এই নির্দেশ সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস 1964-এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে ৷ এই রুল অনুযায়ী যে কোনও সরকারি কর্মচারী কোনও রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবে না ৷ পাশাপাশি সরকারী কর্মকর্তাদের কাছে তথ্যপ্রচার করা, তাদের দিয়ে এভাবে বিজ্ঞাপনের ক্ষেত্রে কারজ করানো আদতে তাদের ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মীতে পরিণত করে বলেও অভিযোগ করেন তিনি ৷ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, "গত নয় বছরের শুধুমাত্র অর্জন বিবেচনা করা হচ্ছে ৷ পাঁচটি রাজ্যের নির্বাচন এবং 2024 সালের সাধারণ নির্বাচনের জন্য একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা একেবারেই নয়।"

তিনি প্রধানমন্ত্রীকে বলেন, "যদি বর্তমান সরকারের বিজ্ঞাপন কার্যক্রমের জন্য বিভাগের ঊর্ধ্বতন কর্তাদের নিয়োগ করা হয়, তাহলে দেশের শাসনব্যবস্থা আগামী ছয় মাসের জন্য স্থবির হয়ে পড়বে। আমাদের গণতন্ত্র এবং আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য, আদেশগুলি অবিলম্বে প্রত্যাহার করা অপরিহার্য ৷" খাড়গে এক্স-হ্য়ান্ডেলে পোস্ট করে অভিযোগ করেন, "মোদি সরকারের জন্য, সরকারের সমস্ত সংস্থা, প্রতিষ্ঠান, শাখা এবং বিভাগগুলি এখন আনুষ্ঠানিকভাবে প্রচারক ৷"

খাড়গে এদিন বলেন, "আমাদের গণতন্ত্র এবং আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য এটি অপরিহার্য যে আমলাতন্ত্র এবং আমাদের সশস্ত্র বাহিনীর রাজনীতিকরণের দিকে পরিচালিত করে এমন আদেশগুলি অবিলম্বে প্রত্যাহার করা ৷" কংগ্রেসের আপত্তিতে বিস্ময় প্রকাশ করে, বিজেপি সর্বভারতীয় সবাপতি জেপি নাড্ডা পালটা বিরোধী দলকে আক্রমণ করে বলেন, "জনসেবা প্রদান বিজাতীয় ধারণা হতে পারে কারণ এদের একমাত্র স্বার্থ হল গরিবদের দারিদ্র্যের মধ্যে রেখে দেওয়া ৷" নাড্ডা বলেন, "সরকারী কর্মচারীদের তৃণমূল স্তরে পৌঁছতে দেখে কংগ্রেস পার্টির যে সমস্যা হচ্ছে তাতে আমি বিস্মিত হয়েছি ৷" নাড্ডা এক্স-এ পোস্টে লিখেছেন, "এটি যদি শাসনের মূল নীতি না হয় তবে কী?"

আরও পড়ুন: কানাডাকে ফের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত! বার্তা জয়শংকরের

এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশও খাড়গের চিঠি পোস্ট করে পালটা লিখেছেন, "কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অসামরিক কর্মচারী এবং সৈন্যদের যেভাবে নির্লজ্জ রাজনীতিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, যাদের সর্বদা স্বাধীন এবং অরাজনৈতিক রাখতে হবে ৷"

(পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.