নাগপুর (মহারাষ্ট্র), 2 অক্টোবর: কংগ্রেসের আসন্ন সভাপতি নির্বাচনে গান্ধি পরিবার নিরপেক্ষ ভূমিকা পালন করবে ৷ সোনিয়া গান্ধিরাই তাঁকে এই কথা বলেছেন বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Kharge vs Tharoor)৷ তাঁকে নাকি বলা হয়েছে যে, কংগ্রেসের সভাপতি নির্বাচনে কোনও 'অফিসিয়াল' প্রার্থী নেই (Congress President Polls)৷
শনিবার মহারাষ্ট্রের দীক্ষাভূমি স্তম্ভ পরিদর্শন করে নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর (Shashi Tharoor)৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গান্ধি পরিবারের তিনজনের (সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা) সঙ্গেই দেখা করেছি ৷ তাঁরা বারবার আমায় এটাই বলেছেন যে দলের সভাপতি নির্বাচনে কোনও অফিসিয়াল প্রার্থী নেই, এরকম কেউ থাকবেও না ৷ তাঁরা একটা ভালো ও অবাধ নির্বাচন চান ৷ গান্ধি পরিবার ও দলের উপরমহল এই নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে ৷ তাঁরা চান অবাধ নির্বাচন হোক ও দল আরও শক্তিশালী হোক ৷
কংগ্রেসের সভাপতি নির্বাচনে মুখোমুখি লড়াই হতে চলেছে শশী থারুর ও দলের প্রবীণ সদস্য মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) মধ্যে ৷ ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কেএন ত্রিপাঠির মনোনয়ন পত্র শনিবারই বাতিল হয়ে গিয়েছে ৷ শুক্রবার মনোনয়ন পত্র পেশের শেষ দিনে এই তিনজনই মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ 8 অক্টোবর ৷ ওই দিন বিকেল পাঁচটাতেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাবে ৷
আরও পড়ুন: আরএসএস-এর গড় থেকে প্রচার শুরু শশীর, বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতির
নাগপুরে থারুর বলেছেন, "শীর্ষ নেতাদের আমরা শ্রদ্ধা জানাই ৷ তবে এখন দলের যুবদের কথা শোনা সময় এসেছে ৷ দলের সাংগঠনিক রদবদলে আমরা কাজ করব ৷ দলের কর্মীদেরই গুরুত্ব দিতে হবে ৷"
নয়াদিল্লিতে কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের চেয়ারম্যান মধূসুদন মিস্ত্রি জানিয়েছেন, শনিবার ফর্মগুলির স্ক্রুটিনি করেছে কমিটি ৷ মনোনয়ন প্রক্রিয়ায় 20টি ফর্ম গৃহীত হয়েছিল ৷ সেগুলির মধ্যে থেকে চারটি স্বাক্ষর না মেলায় বাতিল করা হয়েছে ৷ খাড়গে 14টি ফর্ম পেশ করেছেন এবং থারুর পাঁচটি ও ত্রিপাঠি পেশ করেন একটি ফর্ম ৷ মিস্ত্রি জানিয়েছেন, "খাড়গে ও থারুর - এই দুই প্রার্থী এখন সরাসরি লড়াই করবেন ৷ ঝাড়খণ্ডের অপর প্রার্থীর ফর্ম বাতিল করা হয়েছে ৷"