ETV Bharat / bharat

Cong Prez Poll: 17 অক্টোবর দেশজুড়ে কংগ্রেস সভাপতি নির্বাচন - Congress President

মাঝে আর একটা সপ্তাহ ৷ তারপর 17 অক্টোবর সোমবার দেশের সব রাজ্যে কংগ্রেস সভাপতি নির্বাচন ৷ দুই প্রবীণ প্রতিদ্বন্দ্বী শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে (Congress President Election 2022) ৷

Congress Prez Poll
ETV Bharat
author img

By

Published : Oct 9, 2022, 12:25 PM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর: মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পেরিয়ে গিয়েছে ৷ 17 অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচনে এখন দু'জন প্রতিদ্বন্দ্বী- শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে ৷ দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ (Central Election Authority, CEA) জানিয়েছেন, সমস্ত রাজ্য মিলিয়ে 67টি বুথের বন্দোবস্ত করা হয়েছে ৷

কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry, Chairman of the CEA) বলেন, "সর্বভারতীয় কংগ্রেস কমিটিতেও একটি বুথ থাকবে ৷ সেখানে প্রবীণ কংগ্রেস নেতারা, ওয়ার্কিং কমিটির সদস্য এবং যাঁদের কাছে অন্য রাজ্যের আইডেন্টিটি কার্ড থাকলেও তাঁরা দিল্লিতে থাকেন- তাঁরা ভোট দিতে পারবেন ৷ যদি কেউ লেখেন যে, তাঁরা দিল্লিতে ভোট দিতে চান, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে ৷ তাঁরা এআইসিসিতেও ভোট দিতে পারেন ৷" পাশাপাশি ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) অংশ নিয়েছেন এমন নেতা-কর্মী এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) জন্যও ক্যাম্প বুথ থাকবে ৷

আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি পদের ভোটে শশীর আসল লড়াই বেণুগোপালের
শনিবার থেকে দলের তরফে প্রার্থীদের জন্য প্রচারপর্ব শুরু হয়ে গিয়েছে ৷ যদিও প্রার্থীরা নিজেরাই এর আগে থেকে নিজের নিজের প্রচার করছেন ৷ এ প্রসঙ্গে মিস্ত্রি বলেন, "সংবিধান অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রার্থীদের 7দিন সময় দেওয়া হয় ৷"

17 অক্টোবর (election time) প্রতিটি রাজ্যের রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে ৷ একটি গোপন ব্যালটের মাধ্যমে ভোট হবে ৷ সব ব্যালট বক্সগুলি এআইসিসির সদর দফতরে (AICC headquarters) পৌঁছবে ৷ 19 অক্টোবর ভোটগণনা ৷ যত তাড়াতাড়ি ভোটগণনা শেষ হবে, তত তাড়াতাড়ি কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে থারুরের থেকে অনেক এগিয়ে খাড়গে

নয়াদিল্লি, 9 অক্টোবর: মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পেরিয়ে গিয়েছে ৷ 17 অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচনে এখন দু'জন প্রতিদ্বন্দ্বী- শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে ৷ দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ (Central Election Authority, CEA) জানিয়েছেন, সমস্ত রাজ্য মিলিয়ে 67টি বুথের বন্দোবস্ত করা হয়েছে ৷

কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry, Chairman of the CEA) বলেন, "সর্বভারতীয় কংগ্রেস কমিটিতেও একটি বুথ থাকবে ৷ সেখানে প্রবীণ কংগ্রেস নেতারা, ওয়ার্কিং কমিটির সদস্য এবং যাঁদের কাছে অন্য রাজ্যের আইডেন্টিটি কার্ড থাকলেও তাঁরা দিল্লিতে থাকেন- তাঁরা ভোট দিতে পারবেন ৷ যদি কেউ লেখেন যে, তাঁরা দিল্লিতে ভোট দিতে চান, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে ৷ তাঁরা এআইসিসিতেও ভোট দিতে পারেন ৷" পাশাপাশি ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) অংশ নিয়েছেন এমন নেতা-কর্মী এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) জন্যও ক্যাম্প বুথ থাকবে ৷

আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি পদের ভোটে শশীর আসল লড়াই বেণুগোপালের
শনিবার থেকে দলের তরফে প্রার্থীদের জন্য প্রচারপর্ব শুরু হয়ে গিয়েছে ৷ যদিও প্রার্থীরা নিজেরাই এর আগে থেকে নিজের নিজের প্রচার করছেন ৷ এ প্রসঙ্গে মিস্ত্রি বলেন, "সংবিধান অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রার্থীদের 7দিন সময় দেওয়া হয় ৷"

17 অক্টোবর (election time) প্রতিটি রাজ্যের রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে ৷ একটি গোপন ব্যালটের মাধ্যমে ভোট হবে ৷ সব ব্যালট বক্সগুলি এআইসিসির সদর দফতরে (AICC headquarters) পৌঁছবে ৷ 19 অক্টোবর ভোটগণনা ৷ যত তাড়াতাড়ি ভোটগণনা শেষ হবে, তত তাড়াতাড়ি কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে থারুরের থেকে অনেক এগিয়ে খাড়গে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.