ETV Bharat / bharat

4 জানুয়ারি কংগ্রেসের 2024 নির্বাচনী ইস্তাহার কমিটির বৈঠক, নেতৃত্বে খাড়গে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 8:12 PM IST

Mallikarjun Kharge: কংগ্রেসের ইস্তাহার তৈরি করবে এবং ইন্ডিয়া জোটের অংশীদারদের সঙ্গে একটি পৃথক অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করা হবে ৷ লিখেছেন অমিত অগ্নিহোত্রী ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 1 জানুয়ারি: 2024 লোকসভা নির্বাচনের জন্য আগামী 4 জানুয়ারি দলের ইস্তাহার কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে ৷ ওই বৈঠকে দল সামাজিক কল্যাণ এবং অর্থনৈতিক এজেন্ডার উপর বেশি জোর দেবে বলে আশা করা হচ্ছে ।

কংগ্রেস ইস্তাহার কমিটির আহ্বায়ক টিএস সিং দেও ইটিভি ভারতকে বলেন, "প্যানেলের প্রথম সভা 4 জানুয়ারি অনুষ্ঠিত হবে । দলের বিস্তৃত ফোকাস হবে সামাজিক কল্যাণ, অর্থনীতি ও নিরাপত্তা বৃদ্ধির উপর । সামাজিক কল্যাণ একটি বিস্তৃত পরিসর এবং এতে চাকরি, সামাজিক সম্প্রীতি, মূল্যবৃদ্ধি এবং নারীর নিরাপত্তার মতো বিষয় অন্তর্ভুক্ত । দলের নথিতে অভ্যন্তরীণ নিরাপত্তা, অন্যান্য বিষয়গুলির মধ্যে চিনা সীমান্তে অনুপ্রবেশের উপরও আলোকপাত করা হবে ৷"

কংগ্রেসের প্রবীণ নেতার মতে, দলের ইস্তাহারে দুটি বিষয়ের বিশেষ উল্লেখ থাকবে, জাতিশুমারি এবং লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ, যা যথাক্রমে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির মনের ইচ্ছে ৷

সিং দেও বলেন, "জাতিশুমারি আমাদের জন্য রাজনৈতিক হাতিয়ার নয় । এটি সমাজের একটি উদ্দেশ্যমূলক সামাজিক বণ্টন প্রদানের উদ্দেশ্যে এবং জাতীয় সম্পদের ন্যায়সঙ্গত বণ্টনের জন্য ব্যবহার করা হবে । মহিলা সংরক্ষণে মোদি সরকার একটি আইন প্রণয়ন করে দেশের মহিলা ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে, যা 2029 সালের আগে প্রয়োগ করা হবে না । মহিলা সংরক্ষণ আইনটি 2024 সালের লোকসভা নির্বাচনে প্রযোজ্য হওয়া উচিত ছিল ।"

কংগ্রেসের ইস্তাহার প্যানেলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং সেখানে সদস্য হিসেবে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে । দলের অভ্যন্তরীণ ব্যক্তিদের মতে, কংগ্রেস যখন ইস্তাহার নথিটি জনগণের কাছে নিয়ে যাবে, তখন বিরোধীদের জোট ইন্ডিয়ার অংশীদারদের সঙ্গে একটি পৃথক অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করা হবে ।

আরও পড়ুন:

টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের মাংস খাওয়া একই জিনিস: ফিরহাদ

অভিষেক পিছিয়ে যাবেন না, প্রতিষ্ঠা দিবসে সুব্রতের বক্তব্যে বিভাজন দেখছেন কুণাল

তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস, দলীয় কর্মীদের শুভেচ্ছা বার্তা মমতা-অভিষেকের

নয়াদিল্লি, 1 জানুয়ারি: 2024 লোকসভা নির্বাচনের জন্য আগামী 4 জানুয়ারি দলের ইস্তাহার কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে ৷ ওই বৈঠকে দল সামাজিক কল্যাণ এবং অর্থনৈতিক এজেন্ডার উপর বেশি জোর দেবে বলে আশা করা হচ্ছে ।

কংগ্রেস ইস্তাহার কমিটির আহ্বায়ক টিএস সিং দেও ইটিভি ভারতকে বলেন, "প্যানেলের প্রথম সভা 4 জানুয়ারি অনুষ্ঠিত হবে । দলের বিস্তৃত ফোকাস হবে সামাজিক কল্যাণ, অর্থনীতি ও নিরাপত্তা বৃদ্ধির উপর । সামাজিক কল্যাণ একটি বিস্তৃত পরিসর এবং এতে চাকরি, সামাজিক সম্প্রীতি, মূল্যবৃদ্ধি এবং নারীর নিরাপত্তার মতো বিষয় অন্তর্ভুক্ত । দলের নথিতে অভ্যন্তরীণ নিরাপত্তা, অন্যান্য বিষয়গুলির মধ্যে চিনা সীমান্তে অনুপ্রবেশের উপরও আলোকপাত করা হবে ৷"

কংগ্রেসের প্রবীণ নেতার মতে, দলের ইস্তাহারে দুটি বিষয়ের বিশেষ উল্লেখ থাকবে, জাতিশুমারি এবং লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ, যা যথাক্রমে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির মনের ইচ্ছে ৷

সিং দেও বলেন, "জাতিশুমারি আমাদের জন্য রাজনৈতিক হাতিয়ার নয় । এটি সমাজের একটি উদ্দেশ্যমূলক সামাজিক বণ্টন প্রদানের উদ্দেশ্যে এবং জাতীয় সম্পদের ন্যায়সঙ্গত বণ্টনের জন্য ব্যবহার করা হবে । মহিলা সংরক্ষণে মোদি সরকার একটি আইন প্রণয়ন করে দেশের মহিলা ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে, যা 2029 সালের আগে প্রয়োগ করা হবে না । মহিলা সংরক্ষণ আইনটি 2024 সালের লোকসভা নির্বাচনে প্রযোজ্য হওয়া উচিত ছিল ।"

কংগ্রেসের ইস্তাহার প্যানেলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং সেখানে সদস্য হিসেবে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে । দলের অভ্যন্তরীণ ব্যক্তিদের মতে, কংগ্রেস যখন ইস্তাহার নথিটি জনগণের কাছে নিয়ে যাবে, তখন বিরোধীদের জোট ইন্ডিয়ার অংশীদারদের সঙ্গে একটি পৃথক অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করা হবে ।

আরও পড়ুন:

টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের মাংস খাওয়া একই জিনিস: ফিরহাদ

অভিষেক পিছিয়ে যাবেন না, প্রতিষ্ঠা দিবসে সুব্রতের বক্তব্যে বিভাজন দেখছেন কুণাল

তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস, দলীয় কর্মীদের শুভেচ্ছা বার্তা মমতা-অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.