বেঙ্গালুরু, 26 এপ্রিল: কর্ণাটক বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে কংগ্রেস ৷ লোকসভা ভোটের আগে কর্ণাটকের নির্বাচন কার্যত সেমিফাইনাল ম্যাচ কংগ্রেসের কাছে ৷ আর সেকারণে কর্ণাটককেই এখন গড় তৈরি করে লড়াই করতে চাইছে কংগ্রেস ৷ দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি এবং এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনের উপর সম্পূর্ণভাবে মনোনিবেশ করেছেন ৷ দলীয় সূত্রে খবর, সে রাজ্যের নির্বাচনী প্রচারে কর্মসংস্থান, সামাজিক উন্নয়নের মতো বিষয়গুলিকে তুলে ধরে পরিণত সরকার গঠনের ডাক দেওয়া হবে কংগ্রেসের তরফে।
কর্ণাটক ভোটের আগেই সাংসদ পদ খুঁইয়েছেন রাহুল গান্ধি ৷ এরপরই দক্ষিণ ভারতে নির্বাচনী প্রচারের ক্ষেত্র হিসাবে কেরলের ওয়ানাডকেই বেছে নিয়েছিলেন তিনি ৷ এরপর থেকে কংগ্রেসের তিন কেন্দ্রীয় নেতাই পরিবর্তনের ডাক দিয়ে ক্রমাগত দক্ষিণের রাজ্য জুড়ে একের পর এক সমাবেশে বক্তব্য রাখছেন। খাড়গে বুধবার চিক্কোডি এবং হুবলি এলাকায় প্রচার করেন ৷ অন্যদিকে, পর পর দু'দিন 23 এবং 24 এপ্রিল বিজাপুর এবং হাঙ্গালে সমাবেশের পরই মঙ্গলবার দক্ষিণ কন্নড়ে জনসভা করেন রাহুলও।
খাড়গে এবং রাহুলের পাশাপাশি পিছিয়ে নেই প্রিয়াঙ্কাও ৷ শ্রিংগেরিতে জনসভার পর বুধবার হিরিউরে রোড শো করেন তিনি। মঙ্গলবার হনুরে এবং কেআর নগরেও রোড শো করেছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে কংগ্রেস সূত্রে খবর, আগামী 27 এপ্রিল থেকে 1 মে ফের রাজ্যে টানা কর্মসূচি রয়েছে রাহুলের। সেই সঙ্গে, কংগ্রেসের দাবি, আগামিদিনে যতটা সম্ভব রাজ্যের বিভিন্ন এলাকা কার্যত চষে ফেলার পরিকল্পনা নিয়েছে তিন কংগ্রেস নেতাই ৷ যার কারণ হিসাবে রাজ্য নেতৃত্বের ব্যাখ্যা, কেন্দ্রীয় বিজেপি নেতারা যেভাবে আদা-জল খেয়ে এখানে প্রচার চালাচ্ছেন, তাঁদের মোকাবিলা করতেই কংগ্রেসের এই তিন নেতারই এখন ধ্যান-জ্ঞান এ রাজ্য। প্রবীণ কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ ইটিভি ভারতকে বলেন, "আমরা হিমাচল প্রদেশের মতোই একটি ইতিবাচক প্রচার কর্মসূচি নিয়েছি। জনগণকে প্রভাবিত করে এমন বাস্তব বিষয়গুলিতেই মূলত দল নজর দিচ্ছে দল। এখানে জনগণকে বোঝানোর জন্য, আমরা হিমাচল, ছত্তিশগড় এবং রাজস্থানে আমাদের সরকারের উন্নয়নের কাজগুলিকে তুলে ধরছি।"
উল্লেখ্য, কর্ণাটকে কংগ্রেসের প্রচারের মূল লক্ষ্য রাজ্যে প্রায় আড়াই লক্ষ সরকারি চাকরির শূন্য পদে নিযোগ ৷ পাশাপাশি 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বিপিএল পরিবারকে প্রতি মাসে বিনামূল্যে 10 কেজি চাল, বেকার স্নাতকদের জন্য প্রতি মাসে 3000 টাকা এবং বেকার ডিপ্লোমা পড়ুয়াদের জন্য মাসে 1500 টাকা ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে, মহিলাদের জন্য 2000 টাকা বিশেষ ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছে দল।
আরও পড়ুন: তদন্তে অসহযোগিতা, গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত-কন্যা
মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট জানিয়েছেন, দল রাজ্যে ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই প্রতিশ্রুতিগুলি অনুমোদিত হবে ৷ সেই সঙ্গে, মুখ্যমন্ত্রী জনকল্যাণে কাজ না করেন তবে তাঁকে সরিয়ে দিতেও দু'বার ভাববে না দল এমনটাও সাফ জানিয়েছেন তিনি ৷ খাড়গে বলেন, "বিজেপি রাজ্যটিকে কুখ্যাত করে তুলেছে। বর্তমান রাজ্য সরকার কীভাবে লুটপাট করছে তা মানুষ জানে ৷ রাজ্যের মানুষ ব্যাটলে এর জবাব দেবে ৷"