ETV Bharat / bharat

Destination Wedding Tips: ডেস্টিনেশন ওয়েডিং করতে চান ? মাথায় রাখুন এই বিষয়গুলো - ডেস্টিনেশন ওয়েডিং

প্রতিটা ছেলেমেয়ের নিজের বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে ৷ নতুন পথচলায় জীবন সঙ্গীকে নিয়ে বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার একটা অনবদ্য প্রয়াস থাকেই ৷ সেই তালিকায় এখন নতুন সংযোজন 'ডেস্টিনেশন ওয়েডিং' (destination weddings) ৷ সামনে নীল সমুদ্র খোলা আকাশ অথবা চারপাশে পাহাড়, মনোরম প্রাকৃতিক সেই দৃশ্য বিয়ের আমেজকে করে তোলে আরও প্রাণবন্ত, আরও স্মৃতিময় ৷

Etv Bharat
ধরা থাক জীবনের সেরা সময়
author img

By

Published : Mar 26, 2023, 10:03 PM IST

হায়দরাবাদ, 26 মার্চ: প্রতিটা ছেলেমেয়ের নিজের বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে ৷ নতুন পথচলায় জীবন সঙ্গীকে নিয়ে বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার একটা অনবদ্য প্রয়াস থাকেই ৷ সেই তালিকায় এখন নতুন সংযোজন 'ডেস্টিনেশন ওয়েডিং' (destination weddings) ৷ সামনে নীল সমুদ্র খোলা আকাশ অথবা চারিপাশে পাহাড়, মনোরম প্রাকৃতিক সেই দৃশ্য বিয়ের আমেজকে করে তোলে আরও প্রাণবন্ত, আরও স্মৃতিময় ৷ ডেস্টিনেশন ওয়েডিং অবশ্যই খরচসাপেক্ষ কিন্তু কাছের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের নিয়ে নিজের বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলে এই ডেস্টিনেশন ওয়েডিং৷ তবে এই সব মুহূর্তকে আরও স্পেশাল করে তোলার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ড্রীমজক্রাফটের (CEO of DreamzKrraft) ফাউন্ডার ও সিইও প্রীতি এস সিধওয়ানি ৷ কী বলেছেন তিনি ? প্রীতি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন যেগুলো একটা পারফেক্ট ডেস্টিনেশন ওয়েডিং-এর ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য ৷

প্রথমেই জানতে হবে ডেস্টিনেশন ওয়েডিং কোন সময়ে প্ল্যান করা উচিত? বাড়ির কাছে বাড়ি ভাড়া করে নয়, বরং কাছের মানুষের সঙ্গে ও পরিবার পরিজনের সঙ্গে নিভৃতে সময় কাটানোর (celebrating your special day) জন্যই এই প্ল্যান করে থাকেন সকলে ৷ ফলে বিয়ের আগেই ঠিক করে রাখতে হবে জায়গা ৷ যাতে বিয়ের দিন ঠিক হলেই সেই ভেনু আগে বুক করা যা য়৷ আর এর সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে অনেক সময় বিভিন্ন হোটেলে প্রচুর অফার থাকে ৷ তাই হঠাৎ করে হোটেল বা ভেনু বুক না-করে আগে থেকে একটু খোঁজখবর নিয়ে রাখা উচিত ৷

এরপর মাথায় রাখতে হবে অতিথি তালিকা ৷ মনে রাখতে হবে যেহেতু এই ক্ষেত্রে খরচ বেশি ৷ তাই অতিথি তালিকা বানাতে হবে ভেবেচিন্তে ৷ সবাইকে আমন্ত্রণ জানাানোর থেকে বরং আমন্ত্রণ জানানো উচিত তাঁদের, যাঁদের আপনি সত্যিই নিজের বিশেষ দিনে পাশে রাখতে চান ৷

এরপরেই আসে আমন্ত্রণ কার্ড পাঠানো ৷ যেহেতু সবকিছু গুছিয়ে যেতে হবে বাইরে, ছুটি নিতে হবে কাজ থেকেও ৷ তাই অনেকটা আগেই নেমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া যুক্তিযুক্ত ৷ এই সবকিছুর মধ্যে একজন ওয়েডিং প্ল্যানারের সঙ্গে বসে বিয়ের আগের দিন থেকে পরের দিন কী হবে, কীরকম হবে, ভেনুর সাজ, অতিথিদের থাকার জায়গা, খাওয়া-দাওয়া, সবকিছুই ফাইনাল করে নেওয়া উচিত ৷ যাতে বিশেষ দিনে কোনওরকম সমস্যা না তৈরি হয় ৷

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে আকাশের থেকে চাঁদের জমি উপহার পেয়ে হতভম্ব দেবযানী

ভারতের বড় কোনোও প্যালেসে হোক বা হোটেলে কিংবা ভারতের বাইরে রয়্যাল ওয়েডিংয়ের ক্ষেত্রে ছোট ছোট এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই নিজের জীবনের সেরা মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন চুটিয়ে ৷

হায়দরাবাদ, 26 মার্চ: প্রতিটা ছেলেমেয়ের নিজের বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে ৷ নতুন পথচলায় জীবন সঙ্গীকে নিয়ে বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার একটা অনবদ্য প্রয়াস থাকেই ৷ সেই তালিকায় এখন নতুন সংযোজন 'ডেস্টিনেশন ওয়েডিং' (destination weddings) ৷ সামনে নীল সমুদ্র খোলা আকাশ অথবা চারিপাশে পাহাড়, মনোরম প্রাকৃতিক সেই দৃশ্য বিয়ের আমেজকে করে তোলে আরও প্রাণবন্ত, আরও স্মৃতিময় ৷ ডেস্টিনেশন ওয়েডিং অবশ্যই খরচসাপেক্ষ কিন্তু কাছের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের নিয়ে নিজের বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলে এই ডেস্টিনেশন ওয়েডিং৷ তবে এই সব মুহূর্তকে আরও স্পেশাল করে তোলার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ড্রীমজক্রাফটের (CEO of DreamzKrraft) ফাউন্ডার ও সিইও প্রীতি এস সিধওয়ানি ৷ কী বলেছেন তিনি ? প্রীতি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন যেগুলো একটা পারফেক্ট ডেস্টিনেশন ওয়েডিং-এর ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য ৷

প্রথমেই জানতে হবে ডেস্টিনেশন ওয়েডিং কোন সময়ে প্ল্যান করা উচিত? বাড়ির কাছে বাড়ি ভাড়া করে নয়, বরং কাছের মানুষের সঙ্গে ও পরিবার পরিজনের সঙ্গে নিভৃতে সময় কাটানোর (celebrating your special day) জন্যই এই প্ল্যান করে থাকেন সকলে ৷ ফলে বিয়ের আগেই ঠিক করে রাখতে হবে জায়গা ৷ যাতে বিয়ের দিন ঠিক হলেই সেই ভেনু আগে বুক করা যা য়৷ আর এর সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে অনেক সময় বিভিন্ন হোটেলে প্রচুর অফার থাকে ৷ তাই হঠাৎ করে হোটেল বা ভেনু বুক না-করে আগে থেকে একটু খোঁজখবর নিয়ে রাখা উচিত ৷

এরপর মাথায় রাখতে হবে অতিথি তালিকা ৷ মনে রাখতে হবে যেহেতু এই ক্ষেত্রে খরচ বেশি ৷ তাই অতিথি তালিকা বানাতে হবে ভেবেচিন্তে ৷ সবাইকে আমন্ত্রণ জানাানোর থেকে বরং আমন্ত্রণ জানানো উচিত তাঁদের, যাঁদের আপনি সত্যিই নিজের বিশেষ দিনে পাশে রাখতে চান ৷

এরপরেই আসে আমন্ত্রণ কার্ড পাঠানো ৷ যেহেতু সবকিছু গুছিয়ে যেতে হবে বাইরে, ছুটি নিতে হবে কাজ থেকেও ৷ তাই অনেকটা আগেই নেমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া যুক্তিযুক্ত ৷ এই সবকিছুর মধ্যে একজন ওয়েডিং প্ল্যানারের সঙ্গে বসে বিয়ের আগের দিন থেকে পরের দিন কী হবে, কীরকম হবে, ভেনুর সাজ, অতিথিদের থাকার জায়গা, খাওয়া-দাওয়া, সবকিছুই ফাইনাল করে নেওয়া উচিত ৷ যাতে বিশেষ দিনে কোনওরকম সমস্যা না তৈরি হয় ৷

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে আকাশের থেকে চাঁদের জমি উপহার পেয়ে হতভম্ব দেবযানী

ভারতের বড় কোনোও প্যালেসে হোক বা হোটেলে কিংবা ভারতের বাইরে রয়্যাল ওয়েডিংয়ের ক্ষেত্রে ছোট ছোট এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই নিজের জীবনের সেরা মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন চুটিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.