ETV Bharat / bharat

kerala flood: ভারী বৃষ্টির জেরে কেরালায় ধস, শবরীমালা দর্শন বন্ধ রাখার অনুরোধ সরকারের

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সমগ্র কেরালা ৷ ইতিমধ্যেই বন্যা ও ধসে মারা গিয়েছেন 9 জন ৷ রাজ্যের বেশ কিছু জেলা কার্যত জলের তলায় ৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও মেনে নিয়েছেন পরিস্থিতি বেশ গুরুতর ।

kerala flood
kerala flood
author img

By

Published : Oct 17, 2021, 2:22 PM IST

কোট্টায়াম (কেরালা), 17 অক্টোবর : নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে কেরালায় । তার ফলে কোট্টায়াম, পাঠানমথিত্তা-সহ বিভিন্ন জেলায় নেমেছে ধস ৷ ভারী বৃষ্টি এবং ধস, দুই'য়ের ধাক্কায় বিধ্বস্ত কেরালা ৷ ইতিমধ্যেই পাঠানমথিত্তা, ইডুক্কি, ত্রিশূর, পলক্কাদ, কোট্টায়াম এবং এর্নাকুলাম জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ এর পরেই রাজ্যে, বিশেষ করে পাঠানমথিত্তা জেলায় এবং পাম্বা নদীতে বিপজ্জনকভাবে উচ্চ জলের স্তর দেখে 17 এবং 18 অক্টোবর শবরীমালা মন্দির ভ্রমণে যাওয়া থেকে বিরত থাকার জন্য আয়াপ্পা ভক্তদের অনুরোধ করেছে কেরালা সরকার ৷

এছাড়া রাজ্য সরকার জনগণকে উচ্চ-পরিসরের এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করেছে । বাঁধ ও নদীর কাছাকাছি বসবাসকারী ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক হতে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে ৷ অনুসরণ করা উচিত । সমস্ত জেলা সদরে খোলা হয়েছে কন্ট্রোল রুমও ।

আরও পড়ুন : Bhopal Accident : বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল দ্রুত গতির গাড়ি, দেখুন ভিডিয়ো

কেরালা প্রশাসন সূত্রে খবর, হড়পা বানে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 9 জন ৷ কোট্টায়ামের কুট্টিক্কাল এবং ইদুক্কির কোক্কায়ারের ধসে এখনও নিখোঁজ অন্তত 12 জন ৷ কুট্টিকাল, কোক্কায়ারে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রাজ্যের বেশ কিছু জেলা কার্যত জলের তলায় ৷ ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) 11 টি দল, সেনাবাহিনীর দুটি দল এবং প্রতিরক্ষা পরিষেবা কোরের (ডিএসসি) দুটি টিম সহ কেন্দ্রীয় বাহিনীর দলকে রাজ্যের দক্ষিণ ও কেন্দ্রীয় অংশে মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন : Kerala Rain : কেরালার বন্যায় মৃত বেড়ে 7, ধসে নিখোঁজ 12, উদ্ধারে সেনা ও এনডিআরএফ

কোট্টায়াম (কেরালা), 17 অক্টোবর : নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে কেরালায় । তার ফলে কোট্টায়াম, পাঠানমথিত্তা-সহ বিভিন্ন জেলায় নেমেছে ধস ৷ ভারী বৃষ্টি এবং ধস, দুই'য়ের ধাক্কায় বিধ্বস্ত কেরালা ৷ ইতিমধ্যেই পাঠানমথিত্তা, ইডুক্কি, ত্রিশূর, পলক্কাদ, কোট্টায়াম এবং এর্নাকুলাম জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ এর পরেই রাজ্যে, বিশেষ করে পাঠানমথিত্তা জেলায় এবং পাম্বা নদীতে বিপজ্জনকভাবে উচ্চ জলের স্তর দেখে 17 এবং 18 অক্টোবর শবরীমালা মন্দির ভ্রমণে যাওয়া থেকে বিরত থাকার জন্য আয়াপ্পা ভক্তদের অনুরোধ করেছে কেরালা সরকার ৷

এছাড়া রাজ্য সরকার জনগণকে উচ্চ-পরিসরের এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করেছে । বাঁধ ও নদীর কাছাকাছি বসবাসকারী ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক হতে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে ৷ অনুসরণ করা উচিত । সমস্ত জেলা সদরে খোলা হয়েছে কন্ট্রোল রুমও ।

আরও পড়ুন : Bhopal Accident : বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল দ্রুত গতির গাড়ি, দেখুন ভিডিয়ো

কেরালা প্রশাসন সূত্রে খবর, হড়পা বানে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 9 জন ৷ কোট্টায়ামের কুট্টিক্কাল এবং ইদুক্কির কোক্কায়ারের ধসে এখনও নিখোঁজ অন্তত 12 জন ৷ কুট্টিকাল, কোক্কায়ারে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রাজ্যের বেশ কিছু জেলা কার্যত জলের তলায় ৷ ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) 11 টি দল, সেনাবাহিনীর দুটি দল এবং প্রতিরক্ষা পরিষেবা কোরের (ডিএসসি) দুটি টিম সহ কেন্দ্রীয় বাহিনীর দলকে রাজ্যের দক্ষিণ ও কেন্দ্রীয় অংশে মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন : Kerala Rain : কেরালার বন্যায় মৃত বেড়ে 7, ধসে নিখোঁজ 12, উদ্ধারে সেনা ও এনডিআরএফ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.