ETV Bharat / bharat

Wearing Hijab during Surgery: অস্ত্রোপচারের সময় হিজাব পরার অনুমতি চেয়ে দরবার কেরলের ডাক্তারি ছাত্রীদের

author img

By

Published : Jun 28, 2023, 7:40 PM IST

তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজের মহিলা শিক্ষার্থীরা অপারেশন থিয়েটারের ভিতরে লম্বা হাতা স্ক্রাব জ্যাকেট এবং সার্জিক্যাল হুড পরার অনুমতি চেয়েছেন ।

Wearing Hijab during Surgery
Wearing Hijab during Surgery

তিরুবনন্তপুরম, 28 জুন: অপারেশন থিয়েটারের ভিতরে লম্বা হাতা স্ক্রাব জ্যাকেট এবং সার্জিক্যাল হুড পরার অনুমতি চেয়ে তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে দরবার করলেন সাতজন মুসলিম এমবিবিএস ছাত্রী । অধ্যক্ষ বলেছেন যে, তিনি এই বিষয়ে আলোচনার জন্য সার্জেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ দলের একটি কমিটি গঠন করবেন ।

অপারেশন থিয়েটারের অভ্যন্তরে হিজাব পরার অনুমতি না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ওটি-তে বড় হাতা স্ক্রাব জ্যাকেট ও সার্জিক্যাল হুড পরার জন্য অনুমতি দেওয়া হোক । 2020 ব্যাচের একজন মেডিক্যালের ছাত্রী বিষয়টি তুলে ধরে 26 জুন অধ্যক্ষ ডা. লিনেট জে মরিসকে একটি চিঠি লিখেছেন । অনুরোধ পত্রে কলেজের বিভিন্ন ব্যাচের আরও ছয়জন মেডিক্যাল ছাত্রীও স্বাক্ষর করেছেন ।

চিঠিতে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, অপারেশন থিয়েটারের ভিতরে তাঁদের মাথা ঢাকতে দেওয়া হয়নি । তাঁদের কথায়, "আমাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে, মুসলিম মহিলাদের জন্য হিজাব পরা সব পরিস্থিতিতে বাধ্যতামূলক ৷" শিক্ষার্থীরা আরও উল্লেখ করেছেন যে, বিশ্বের অন্যান্য অংশে হাসপাতালের কর্মীদের জন্য যে বিকল্প ব্যবস্থাগুলি রয়েছে, তার উপর ভিত্তি করে বিকল্পের ব্যবস্থা করা যেতে পারে । তাঁরা লিখেছেন, "বড়-হাতা স্ক্রাব জ্যাকেট এবং সার্জিক্যাল হুড রয়েছে, যা আমাদের হিজাবের পাশাপাশি জীবাণুমুক্তও থাকতে সাহায্য করে ৷" অধ্যক্ষ যাতে বিষয়টি খতিয়ে দেখেন এবং দ্রুত অপারেশন থিয়েটারে এগুলি পরার অনুমতি দেন, সেই দাবি জানিয়েছেন ওই ছাত্রীরা ।

Wearing Hijab during Surgery
লম্বা হাতা জ্যাকেট পরার অনুমতি চান ছাত্রীরা

আরও পড়ুন: হিজাব পরেই পরীক্ষায় বসার আর্জি, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

চিঠির প্রাপ্তি নিশ্চিত করে মরিস বলেন যে, অপারেশন থিয়েটার একটি অত্যন্ত জীবাণুমুক্ত অঞ্চল এবং সেখানে রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় । প্রিন্সিপ্যাল বলেন যে, ওই শিক্ষার্থীদের দাবিমতো দীর্ঘ-হাতা জ্যাকেট পরা কার্যত সম্ভব নয় ৷ কারণ ওটি-তে অস্ত্রোপচারের প্রক্রিয়া চলাকালীন অনেক বার কনুই পর্যন্ত জল দিয়ে ধুতে হয় ৷ অপারেশন থিয়েটারের ভিতরে এটি একটি বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি এবং অভ্যেস ৷

প্রিন্সিপ্যাল বলেন, "আমরা অপারেশন থিয়েটারের ভিতরে বিদ্যমান পদ্ধতি এবং অনুশীলনগুলি অতিক্রম করতে পারি না । আমি তাঁদের কাছে এই সংক্রান্ত সমস্ত সমস্যা ব্যাখ্যা করেছি ৷" শিক্ষার্থীদের উদ্বেগ দূর করে মরিস বলেন যে, তিনি বিষয়টি দেখার জন্য সার্জনদের একটি কমিটি গঠন করবেন ।

তিরুবনন্তপুরম, 28 জুন: অপারেশন থিয়েটারের ভিতরে লম্বা হাতা স্ক্রাব জ্যাকেট এবং সার্জিক্যাল হুড পরার অনুমতি চেয়ে তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে দরবার করলেন সাতজন মুসলিম এমবিবিএস ছাত্রী । অধ্যক্ষ বলেছেন যে, তিনি এই বিষয়ে আলোচনার জন্য সার্জেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ দলের একটি কমিটি গঠন করবেন ।

অপারেশন থিয়েটারের অভ্যন্তরে হিজাব পরার অনুমতি না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ওটি-তে বড় হাতা স্ক্রাব জ্যাকেট ও সার্জিক্যাল হুড পরার জন্য অনুমতি দেওয়া হোক । 2020 ব্যাচের একজন মেডিক্যালের ছাত্রী বিষয়টি তুলে ধরে 26 জুন অধ্যক্ষ ডা. লিনেট জে মরিসকে একটি চিঠি লিখেছেন । অনুরোধ পত্রে কলেজের বিভিন্ন ব্যাচের আরও ছয়জন মেডিক্যাল ছাত্রীও স্বাক্ষর করেছেন ।

চিঠিতে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, অপারেশন থিয়েটারের ভিতরে তাঁদের মাথা ঢাকতে দেওয়া হয়নি । তাঁদের কথায়, "আমাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে, মুসলিম মহিলাদের জন্য হিজাব পরা সব পরিস্থিতিতে বাধ্যতামূলক ৷" শিক্ষার্থীরা আরও উল্লেখ করেছেন যে, বিশ্বের অন্যান্য অংশে হাসপাতালের কর্মীদের জন্য যে বিকল্প ব্যবস্থাগুলি রয়েছে, তার উপর ভিত্তি করে বিকল্পের ব্যবস্থা করা যেতে পারে । তাঁরা লিখেছেন, "বড়-হাতা স্ক্রাব জ্যাকেট এবং সার্জিক্যাল হুড রয়েছে, যা আমাদের হিজাবের পাশাপাশি জীবাণুমুক্তও থাকতে সাহায্য করে ৷" অধ্যক্ষ যাতে বিষয়টি খতিয়ে দেখেন এবং দ্রুত অপারেশন থিয়েটারে এগুলি পরার অনুমতি দেন, সেই দাবি জানিয়েছেন ওই ছাত্রীরা ।

Wearing Hijab during Surgery
লম্বা হাতা জ্যাকেট পরার অনুমতি চান ছাত্রীরা

আরও পড়ুন: হিজাব পরেই পরীক্ষায় বসার আর্জি, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

চিঠির প্রাপ্তি নিশ্চিত করে মরিস বলেন যে, অপারেশন থিয়েটার একটি অত্যন্ত জীবাণুমুক্ত অঞ্চল এবং সেখানে রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় । প্রিন্সিপ্যাল বলেন যে, ওই শিক্ষার্থীদের দাবিমতো দীর্ঘ-হাতা জ্যাকেট পরা কার্যত সম্ভব নয় ৷ কারণ ওটি-তে অস্ত্রোপচারের প্রক্রিয়া চলাকালীন অনেক বার কনুই পর্যন্ত জল দিয়ে ধুতে হয় ৷ অপারেশন থিয়েটারের ভিতরে এটি একটি বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি এবং অভ্যেস ৷

প্রিন্সিপ্যাল বলেন, "আমরা অপারেশন থিয়েটারের ভিতরে বিদ্যমান পদ্ধতি এবং অনুশীলনগুলি অতিক্রম করতে পারি না । আমি তাঁদের কাছে এই সংক্রান্ত সমস্ত সমস্যা ব্যাখ্যা করেছি ৷" শিক্ষার্থীদের উদ্বেগ দূর করে মরিস বলেন যে, তিনি বিষয়টি দেখার জন্য সার্জনদের একটি কমিটি গঠন করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.