ETV Bharat / bharat

Kerala Doctors Save Kid: চিকিৎসকদের চেষ্টায় বাঁচল শিশু, পেট থেকে বের করা হল টিভির রিমোটের ব্যাটারি - Kerala Doctors Save Kid

খেলতে খেলতে টিভির রিমোটের ব্যাটারি গিলে ফেলেছিল 2 বছরের শিশু ৷ এন্ডোস্কোপি করে সেই ব্যাটারি বের করলেন চিকিৎসকরা (Kerala Doctors Save Kid) ৷

ETV Bharat
2 বছরের শিশুর পেট থেকে বেরল ব্যাটারি
author img

By

Published : Dec 19, 2022, 4:50 PM IST

তিরুবনন্তপুরম, 19 ডিসেম্বর: খেলতে খেলতে টিভির রিমোটের ব্যাটারি খেয়ে ফেলেছিল 2 বছরের এক শিশু ৷ চিকিৎসকদের চেষ্টায় শিশুটির পাকস্থলি থেকে 5 সেন্টিমিটার লম্বা ও হাফ সেন্টিমিটার চওড়া ওই ব্যাটারিটি বের করা সম্ভব হয় ৷ প্রাণে বাঁচে শিশুটি ৷ ঘটনা তিরুবনন্তপুরমের (Kerala doctors save kid who swallowed TV remote battery) ৷

জানা গিয়েছে শিশুটির নাম ঋষিকেশ ৷ শিশুটিকে প্রথমে বাড়ির কাছে একটি হাসপাতালে নিয়ে যান তার অভিভাবকরা ৷ সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে ৷ সেখানে 20 মিনিটের চেষ্টায় এন্ডোস্কোপির মাধ্যমে শিশুটির পাকস্থলি থেকে ব্যাটারিটি বের করতে সফল হন চিকিৎসকরা (Kerala Doctors Save Kid) ৷

আরও পড়ুন: 10 বছর আগে বাংলা থেকে নিখোঁজের সন্ধান মিলল গুজরাতে

জয়কুমার নামে এক চিকিৎসক জানিয়েছেন, শিশুটি সুস্থ রয়েছে ৷ যদি তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হতো, তাহলে বড় বিপদ ঘটতে পারত ৷

তিরুবনন্তপুরম, 19 ডিসেম্বর: খেলতে খেলতে টিভির রিমোটের ব্যাটারি খেয়ে ফেলেছিল 2 বছরের এক শিশু ৷ চিকিৎসকদের চেষ্টায় শিশুটির পাকস্থলি থেকে 5 সেন্টিমিটার লম্বা ও হাফ সেন্টিমিটার চওড়া ওই ব্যাটারিটি বের করা সম্ভব হয় ৷ প্রাণে বাঁচে শিশুটি ৷ ঘটনা তিরুবনন্তপুরমের (Kerala doctors save kid who swallowed TV remote battery) ৷

জানা গিয়েছে শিশুটির নাম ঋষিকেশ ৷ শিশুটিকে প্রথমে বাড়ির কাছে একটি হাসপাতালে নিয়ে যান তার অভিভাবকরা ৷ সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে ৷ সেখানে 20 মিনিটের চেষ্টায় এন্ডোস্কোপির মাধ্যমে শিশুটির পাকস্থলি থেকে ব্যাটারিটি বের করতে সফল হন চিকিৎসকরা (Kerala Doctors Save Kid) ৷

আরও পড়ুন: 10 বছর আগে বাংলা থেকে নিখোঁজের সন্ধান মিলল গুজরাতে

জয়কুমার নামে এক চিকিৎসক জানিয়েছেন, শিশুটি সুস্থ রয়েছে ৷ যদি তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হতো, তাহলে বড় বিপদ ঘটতে পারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.