তিরুঅনন্তপুরম, 8 জানুয়ারি: 'চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান' থেকে 'ভুলতে পারি বাবার নাম/ভুলব নাকো ভিয়েতনাম' । সিপিএমের বিরুদ্ধে স্লোগানে 'পর'দেশপ্রীতি দেখানোর অভিযোগ বহুদিনের । একাধিকবার এই নিয়ে সুর চড়িয়ে বিজেপি-সহ একাধিক রাজনৈতিক দল । এবার ফের বিতর্কে কমিউনিস্ট পার্টি । সৌজন্যে, একটি হোর্ডিং ।
কেরলের তিরুঅনন্তপুরমে চলছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (All India Democratic Women's Association) জাতীয় সম্মেলন । সেই উপলক্ষ্যে শহর জুড়ে দেওয়া হয়েছে হোর্ডিং । বহু স্বাধীন, কৃতি নারীর সাফল্যকে তুলে ধরা হয়েছে ওই হোর্ডিংয়ের মাধ্যমে । সেরকমই একটি হোর্ডিংয়ে দেখা গিয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি (Benazir Bhuttos photo in AIDWA poster) ।
ওই ছবিতে বেনজির ভুট্টো সম্পর্কে লেখা হয়েছে, "বেনজির ভুট্টো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী । তিনি ওই দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী । হার্ভার্ড-সহ মোট 9টি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাম্মানিক ডক্টরেট পেয়েছেন ।" পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্তুতি বন্দনা করে দেওয়া ওই হোর্ডিং সামনে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক ।
আরও পড়ুন: 'লাদেনকে আশ্রয়, সংসদে হামলা'র ঘটনা মনে করিয়ে পাকিস্তানকে কড়া জবাব বিদেশমন্ত্রীর
ঘটনা প্রসঙ্গে কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন টুইটারে লিখেছেন. "এইডা'র (All India Democratic Women's Association) এর জাতীয় সম্মেলনে বেনজির ভুট্টোর ফ্লেক্স । আশ্চর্যের কিছু নেই, আপনারা জন্মগতভাবেই দেশ বিরোধী । তিনি এবং তার পরিবার ভারত বিরোধী ছিলেন । বেনজির প্রতিজ্ঞা করেছিলেন, ভারতকে টুকরো টুকরো করে দেব । লজ্জা ।"