ETV Bharat / bharat

ভ্যাকসিন বিক্রি করতে চাইছে না ফাইজার-মডের্না, অভিযোগ কেজরিওয়ালের - Covid Vaccine

গত জানুয়ারি মাসে যখন করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়, তখন তা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দিচ্ছিল ৷ পরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানানো হয় যে চাইলে রাজ্যগুলিও ভ্যাকসিন কিনতে পারবে ৷

ভ্যাকসিন বিক্রি করতে চাইছে না ফাইজার-মডের্না, অভিযোগ কেজরিওয়ালের
ভ্যাকসিন বিক্রি করতে চাইছে না ফাইজার-মডের্না, অভিযোগ কেজরিওয়ালের
author img

By

Published : May 24, 2021, 1:22 PM IST

কলকাতা, 24 মে : করোনার ভ্যাকসিন নিয়ে এবার নতুন অভিযোগ সামনে এল ৷ অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর দাবি, ফাইজার ও মোডের্না নামে দু’টি সংস্থা তাঁর সরকারের কাছে ভ্যাকসিন বিক্রি করতে অস্বীকার করেছে ৷ সোমবার সংবাদসংস্থা এএনআই দিল্লির মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে এই খবর টুইট করেছে ৷

অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ওই দু’টি সংস্থা শুধুমাত্র ভারত সরকারকে করোনার ভ্যাকসিন বিক্রি করবে বলে জানিয়ে দিয়েছে ৷ তাই কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর আবেদন, ভ্যাকসিন আমদানি করে তা রাজ্যগুলিকে দেওয়া হোক ৷

  • We've spoken to Pfizer, Moderna for vaccines, and both the companies have refused to sell vaccines directly to us. They have said that they will deal with the Government of India alone. Appeal to the Centre to import vaccines and distribute to the States: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/aTKc67447w

    — ANI (@ANI) May 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে যখন করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়, তখন তা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দিচ্ছিল ৷ পরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানানো হয় যে চাইলে রাজ্যগুলিও ভ্যাকসিন কিনতে পারবে ৷

আরও পড়ুন : যশ প্রস্তুতি খতিয়ে দেখতে আকাশপথে সুন্দরবন পরিদর্শন জেলাশাসকের

কিন্তু কেজরিওয়ালের অভিযোগের পর নতুন করে প্রশ্ন উঠছে ভ্যাকসিনের বণ্টন নিয়ে ৷ কারণ, প্রতিটি রাজ্যেই প্রায় ভ্যাকসিনের ঘাটতি রয়েছে ৷ তাই প্রশ্ন উঠছে যে সেই ঘাটতি যদি রাজ্যগুলি সরাসরি ভ্যাকসিন কিনে মেটাতে না পারে, তাহলে কীভাবে মিটবে ?

কলকাতা, 24 মে : করোনার ভ্যাকসিন নিয়ে এবার নতুন অভিযোগ সামনে এল ৷ অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর দাবি, ফাইজার ও মোডের্না নামে দু’টি সংস্থা তাঁর সরকারের কাছে ভ্যাকসিন বিক্রি করতে অস্বীকার করেছে ৷ সোমবার সংবাদসংস্থা এএনআই দিল্লির মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে এই খবর টুইট করেছে ৷

অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ওই দু’টি সংস্থা শুধুমাত্র ভারত সরকারকে করোনার ভ্যাকসিন বিক্রি করবে বলে জানিয়ে দিয়েছে ৷ তাই কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর আবেদন, ভ্যাকসিন আমদানি করে তা রাজ্যগুলিকে দেওয়া হোক ৷

  • We've spoken to Pfizer, Moderna for vaccines, and both the companies have refused to sell vaccines directly to us. They have said that they will deal with the Government of India alone. Appeal to the Centre to import vaccines and distribute to the States: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/aTKc67447w

    — ANI (@ANI) May 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে যখন করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়, তখন তা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দিচ্ছিল ৷ পরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানানো হয় যে চাইলে রাজ্যগুলিও ভ্যাকসিন কিনতে পারবে ৷

আরও পড়ুন : যশ প্রস্তুতি খতিয়ে দেখতে আকাশপথে সুন্দরবন পরিদর্শন জেলাশাসকের

কিন্তু কেজরিওয়ালের অভিযোগের পর নতুন করে প্রশ্ন উঠছে ভ্যাকসিনের বণ্টন নিয়ে ৷ কারণ, প্রতিটি রাজ্যেই প্রায় ভ্যাকসিনের ঘাটতি রয়েছে ৷ তাই প্রশ্ন উঠছে যে সেই ঘাটতি যদি রাজ্যগুলি সরাসরি ভ্যাকসিন কিনে মেটাতে না পারে, তাহলে কীভাবে মিটবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.