ETV Bharat / bharat

Kejriwal on Punjab Poll Results : আপের জয়ে পঞ্জাববাসীকে ধন্যবাদ কেজরিওয়ালের

author img

By

Published : Mar 10, 2022, 2:35 PM IST

পঞ্জাব বিধানসভায় 117টি আসন (Pujnab Assembly Election Results 2022) ৷ সেখানে প্রায় 90টি আসনে এগিয়ে আম আদমি পার্টি (Aam Aadmi Party) ৷ ওই জয়ের জন্য পঞ্জাবের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল (AAP Leader Arvind Kejriwal) ৷

kejriwal-congratulates-people-of-punjab-after-aap-big-win
Kejriwal on Punjab Poll Results : আপের জয়ে পঞ্জাববাসীকে ধন্যবাদ কেজরিওয়ালের

চণ্ডীগড়, 10 মার্চ : ‘ঝাড়ু’ দিয়ে পঞ্জাব থেকে কংগ্রেসকে কার্যত ‘ঝেঁটিয়ে’ বিদায় দিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল (AAP Leader Arvind Kejriwal) ৷ পঞ্জাবের মানুষকে তাই ধন্যবাদ দিতে দেরি করেননি দিল্লির মুখ্যমন্ত্রী (Kejriwal congratulates people of Punjab after AAP big win) ৷ বৃহস্পতিবার পঞ্জাবের ফল স্পষ্ট হতেই তিনি টুইট করেন, ‘‘এই বিপ্লবের জন্য পঞ্জাবের মানুষকে অনেক ধন্যবাদ ৷’’

2017 সালে বিজেপি (BJP) ও শিরোমনি অকালি দলের জোটকে হারিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস (Congress) ৷ 20টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় আম আদমি পার্টি (Aam Aadmi Party) বা আপ ৷ এবার প্রায় 90টি আসনে জিতে তারাই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পঞ্জাবের বিধানসভায় ক্ষমতায় আসতে চলেছে (Pujnab Assembly Election Results 2022) ৷

পঞ্জাবের জন্য ভোটের আগেই কৌতুকশিল্পী ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন কেজরিওয়াল ৷ তাই এদিন টুইটে ভগবন্তের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Punjab Assembly Election Result 2022 : ঝাড়ুর দাপটে পঞ্জাবে 'হাত' বদল, আরও এক রাজ্য কেজরিওয়ালের ঝুলিতে

চণ্ডীগড়, 10 মার্চ : ‘ঝাড়ু’ দিয়ে পঞ্জাব থেকে কংগ্রেসকে কার্যত ‘ঝেঁটিয়ে’ বিদায় দিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল (AAP Leader Arvind Kejriwal) ৷ পঞ্জাবের মানুষকে তাই ধন্যবাদ দিতে দেরি করেননি দিল্লির মুখ্যমন্ত্রী (Kejriwal congratulates people of Punjab after AAP big win) ৷ বৃহস্পতিবার পঞ্জাবের ফল স্পষ্ট হতেই তিনি টুইট করেন, ‘‘এই বিপ্লবের জন্য পঞ্জাবের মানুষকে অনেক ধন্যবাদ ৷’’

2017 সালে বিজেপি (BJP) ও শিরোমনি অকালি দলের জোটকে হারিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস (Congress) ৷ 20টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় আম আদমি পার্টি (Aam Aadmi Party) বা আপ ৷ এবার প্রায় 90টি আসনে জিতে তারাই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পঞ্জাবের বিধানসভায় ক্ষমতায় আসতে চলেছে (Pujnab Assembly Election Results 2022) ৷

পঞ্জাবের জন্য ভোটের আগেই কৌতুকশিল্পী ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন কেজরিওয়াল ৷ তাই এদিন টুইটে ভগবন্তের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Punjab Assembly Election Result 2022 : ঝাড়ুর দাপটে পঞ্জাবে 'হাত' বদল, আরও এক রাজ্য কেজরিওয়ালের ঝুলিতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.