ETV Bharat / bharat

Rahul Gandhi Slams KCR: 'প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করেন কেসিআর', আক্রমণ রাহুলের - রাহুল গান্ধি

কংগ্রেস সাংসদ তথা রাহুল গান্ধি এখন তেলেঙ্গানায় ৷ এখানে মসনদে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী দল টিআরএস ৷ তাই ভারত জোড়ো যাত্রা রাজধানী হায়দরাবাদে আসতেই একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করা শুরু হল (Telengana CM KCR versus Congress Leader Rahul Gandhi) ৷

Bharat Jodo Yatra in Hyderabad
ETV Bharat
author img

By

Published : Nov 2, 2022, 8:37 AM IST

Updated : Nov 2, 2022, 11:06 AM IST

হায়দরাবাদ, 2 নভেম্বর: ভারত জোড়ো যাত্রা এখন কেসিআরের রাজ্যে ৷ তাই টিআরএস বনাম কংগ্রেস আক্রমণ ও প্রতি-আক্রমণ চলছেই ৷ মঙ্গলবার হায়দরাবাদে কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের উদ্দেশ্যে বলেন, "প্রধানমন্ত্রী মোদির কাছে থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী কাজ করেন তিনি ৷ নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির বিরোধী হিসেবে দাঁড়ায় ৷" তিনি আরও উল্লেখ করেন, সংসদে বিজেপি টিআরএসকে বহুবার সমর্থন করেছে ৷

তেলেঙ্গানার হায়দরাবাদে ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) প্রবেশের পর মঙ্গলবার রাহুল গান্ধি বলেন, "টিআরএস এবং বিজেপি একসঙ্গে কাজ করেছে ৷ এরকম অনেক ঘটনা আছে ৷ যখন নির্বাচন আসে, তখন দু'টি পার্টি একে অপরকে সমালোচনা করার ভান করে ৷ কেসিআর যে মুহূর্তে প্রধানমন্ত্রীকে ডাক দেবেন, তিনি তখনই সাড়া দেবেন ৷" তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (Telangana Rashtra Samithi) বিরুদ্ধে তাঁর অভিযোগ, সংসদে এই দল অনেকবার বিজেপির পক্ষ নিয়েছে ৷

নিজামের শহরে নেকলেস রোডে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মূর্তির কাছে রাহুল গান্ধি একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ৷ সেখানে তিনি কেন্দ্রের বিজেপি সরকার এবং তেলেঙ্গানায় টিআরএসের বিরুদ্ধে অভিযোগ করেন, কোনও শাসক দলই সংকটের সময় চাষিদের পাশে দাঁড়ায়নি ৷ কৃষক থেকে তরুণ- সমাজের সব শ্রেণি মানুষই তাঁদের প্রাপ্য সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন ৷

আরও পড়ুন: তেলেঙ্গানার রাস্তায় স্কুল পড়ুয়াদের সঙ্গে দৌড় রাহুলের, ধরা পড়ল সেই ছবি

এছাড়া দেশে তরুণরা চাকরি পাচ্ছেন না ৷ এমনকী ইঞ্জিনিয়ারিং পাশ করে কাউকে সুইগিতে চাকরি খুঁজতে যেতে হচ্ছে বলে রাহুলের দাবি ৷ মোদি সরকার দেশের বিমান, এলআইসি, টেলিকমের মতো পাবলিক সেক্টর সংস্থাগুলিকে খুব কম দামে বিক্রি করে দিচ্ছে ৷ নোটবন্দির (Demonetisation effect) ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে ৷ অন্য প্রসঙ্গে রাহুল বলেন, "তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর (Telangana CM K Chandrashekar Rao) সবসময় সরকারি ধরণী পোর্টালের উপর নজর রাখেন (Telangana Dharani Portal) ৷ এভাবেই টিআরএস প্রধান খুঁজতে থাকেন কোথায় কোথায় জমি দখল করা সম্ভব ৷"

মঙ্গলবার রাহুল গান্ধি চারমিনারে (Charminar City) ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ তিন দশক আগে এখান থেকে রাজীব গান্ধি সদভাবনা যাত্রার সূচনা করেছিলেন ৷ রাহুল তাঁর বাবার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৷ এদিন জয়রাম রমেশ, দিগ্বিজয় সিংয়ের মতো প্রবীণ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা প্রদেশ কমিটির প্রধান রেভান্থ রেড্ডি উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা পৌঁছল তেলাঙ্গানায়, 3 দিনের বিরতিতে দিল্লির পথে রাহুল

হায়দরাবাদ, 2 নভেম্বর: ভারত জোড়ো যাত্রা এখন কেসিআরের রাজ্যে ৷ তাই টিআরএস বনাম কংগ্রেস আক্রমণ ও প্রতি-আক্রমণ চলছেই ৷ মঙ্গলবার হায়দরাবাদে কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের উদ্দেশ্যে বলেন, "প্রধানমন্ত্রী মোদির কাছে থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী কাজ করেন তিনি ৷ নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির বিরোধী হিসেবে দাঁড়ায় ৷" তিনি আরও উল্লেখ করেন, সংসদে বিজেপি টিআরএসকে বহুবার সমর্থন করেছে ৷

তেলেঙ্গানার হায়দরাবাদে ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) প্রবেশের পর মঙ্গলবার রাহুল গান্ধি বলেন, "টিআরএস এবং বিজেপি একসঙ্গে কাজ করেছে ৷ এরকম অনেক ঘটনা আছে ৷ যখন নির্বাচন আসে, তখন দু'টি পার্টি একে অপরকে সমালোচনা করার ভান করে ৷ কেসিআর যে মুহূর্তে প্রধানমন্ত্রীকে ডাক দেবেন, তিনি তখনই সাড়া দেবেন ৷" তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (Telangana Rashtra Samithi) বিরুদ্ধে তাঁর অভিযোগ, সংসদে এই দল অনেকবার বিজেপির পক্ষ নিয়েছে ৷

নিজামের শহরে নেকলেস রোডে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মূর্তির কাছে রাহুল গান্ধি একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ৷ সেখানে তিনি কেন্দ্রের বিজেপি সরকার এবং তেলেঙ্গানায় টিআরএসের বিরুদ্ধে অভিযোগ করেন, কোনও শাসক দলই সংকটের সময় চাষিদের পাশে দাঁড়ায়নি ৷ কৃষক থেকে তরুণ- সমাজের সব শ্রেণি মানুষই তাঁদের প্রাপ্য সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন ৷

আরও পড়ুন: তেলেঙ্গানার রাস্তায় স্কুল পড়ুয়াদের সঙ্গে দৌড় রাহুলের, ধরা পড়ল সেই ছবি

এছাড়া দেশে তরুণরা চাকরি পাচ্ছেন না ৷ এমনকী ইঞ্জিনিয়ারিং পাশ করে কাউকে সুইগিতে চাকরি খুঁজতে যেতে হচ্ছে বলে রাহুলের দাবি ৷ মোদি সরকার দেশের বিমান, এলআইসি, টেলিকমের মতো পাবলিক সেক্টর সংস্থাগুলিকে খুব কম দামে বিক্রি করে দিচ্ছে ৷ নোটবন্দির (Demonetisation effect) ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে ৷ অন্য প্রসঙ্গে রাহুল বলেন, "তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর (Telangana CM K Chandrashekar Rao) সবসময় সরকারি ধরণী পোর্টালের উপর নজর রাখেন (Telangana Dharani Portal) ৷ এভাবেই টিআরএস প্রধান খুঁজতে থাকেন কোথায় কোথায় জমি দখল করা সম্ভব ৷"

মঙ্গলবার রাহুল গান্ধি চারমিনারে (Charminar City) ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ তিন দশক আগে এখান থেকে রাজীব গান্ধি সদভাবনা যাত্রার সূচনা করেছিলেন ৷ রাহুল তাঁর বাবার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৷ এদিন জয়রাম রমেশ, দিগ্বিজয় সিংয়ের মতো প্রবীণ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা প্রদেশ কমিটির প্রধান রেভান্থ রেড্ডি উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা পৌঁছল তেলাঙ্গানায়, 3 দিনের বিরতিতে দিল্লির পথে রাহুল

Last Updated : Nov 2, 2022, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.