ETV Bharat / bharat

কাশ্মীর ভারতের একান্ত নিজস্ব বিষয়, পাকিস্তানকে জানাল বিদেশমন্ত্রক - জম্মু-কাশ্মীর

2019-এর 5 অগস্ট 370 ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরকে ভেঙে দু'টি পৃথক কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীর আর লাদাখে পরিণত করার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তিক্ত হয় ৷ এ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে আমেরিকার মধ্যস্থতা চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ কিন্তু কাশ্মীর ভারতের একান্ত নিজস্ব বিষয় বলে ফের জানাল বিদেশমন্ত্রক ৷

ভারতের বিদেশ মন্ত্রক
ভারতের বিদেশ মন্ত্রক
author img

By

Published : Jun 25, 2021, 9:37 AM IST

নয়াদিল্লি, 25 জুন : কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, ফের জানালেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে আমরা আশা করি, পাকিস্তান-সহ আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে ৷" দু'দেশের সীমান্তে কোনওরকম জঙ্গি কার্যকলাপ যেন না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত পাকিস্তানের বলে মন্তব্য করেন তিনি ৷ 11 জুন কেন্দ্রীয় সরকারও তাদের একটি রিপোর্টে ইউএন সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্মেলনে একই কথা জানিয়েছিল ৷

আরও পড়ুন : Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

2019-এর 5 অগস্ট 370 ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরকে ভেঙে দু'টি পৃথক কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীর আর লাদাখে পরিণত করার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তিক্ত হয় ৷

এই মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে কথা বলতে চেয়ে শর্ত দিয়েছিলেন ভারত যদি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়, তাহলে তিনি প্রতিবেশী দেশের সঙ্গে কথা বলবেন ৷ সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশির মন্তব্য প্রসঙ্গে বাগচি বলেন, "শেষমেশ আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের মানুষ ঠিক করবে তাদের সহযোগী কে হবে আর অংশীদারিত্বের পরিমাণ ৷ ভারত বিদ্যুৎ, বাঁধ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তা তৈরি করে দিয়েছে ৷ আর বিশ্ব জানে পাকিস্তান আফগানিস্তানের জন্য কী করেছে ৷" তিনি আরও জানান যে, আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিনের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ভারত সবরকম সহযোগিতা করেছে ৷

নয়াদিল্লি, 25 জুন : কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, ফের জানালেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে আমরা আশা করি, পাকিস্তান-সহ আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে ৷" দু'দেশের সীমান্তে কোনওরকম জঙ্গি কার্যকলাপ যেন না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত পাকিস্তানের বলে মন্তব্য করেন তিনি ৷ 11 জুন কেন্দ্রীয় সরকারও তাদের একটি রিপোর্টে ইউএন সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্মেলনে একই কথা জানিয়েছিল ৷

আরও পড়ুন : Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

2019-এর 5 অগস্ট 370 ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরকে ভেঙে দু'টি পৃথক কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীর আর লাদাখে পরিণত করার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তিক্ত হয় ৷

এই মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে কথা বলতে চেয়ে শর্ত দিয়েছিলেন ভারত যদি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়, তাহলে তিনি প্রতিবেশী দেশের সঙ্গে কথা বলবেন ৷ সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশির মন্তব্য প্রসঙ্গে বাগচি বলেন, "শেষমেশ আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের মানুষ ঠিক করবে তাদের সহযোগী কে হবে আর অংশীদারিত্বের পরিমাণ ৷ ভারত বিদ্যুৎ, বাঁধ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তা তৈরি করে দিয়েছে ৷ আর বিশ্ব জানে পাকিস্তান আফগানিস্তানের জন্য কী করেছে ৷" তিনি আরও জানান যে, আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিনের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ভারত সবরকম সহযোগিতা করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.