ETV Bharat / bharat

15 Years Imprisonment: নাবালিকাকে যৌন হেনস্থা, দোষীকে 15 বছরের কারাদণ্ড আদালতের - কর্ণাটকের খবর

নাবালিকা আত্মীয়াকে যৌন হেনস্থা (Sexually Assault a Minor) ৷ দোষী সাব্যস্ত যুবককে 15 বছরের জন্য সশ্রম কারাদণ্ড (15 Years Imprisonment) দিল কর্ণাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় জেলা ও দায়রা আদালত (Dakshina Kannada District and Sessions Court) ৷

Karnataka Youth gets 15 Years Imprisonment for Sexually Assault a Minor
15 Years Imprisonment: নাবালিকাকে যৌন হেনস্থা, দোষীকে 15 বছরের কারাদণ্ড আদালতের
author img

By

Published : Oct 7, 2022, 3:16 PM IST

বেঙ্গালুরু, 7 অক্টোবর: নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় (Sexually Assault a Minor) দোষী সাব্যস্ত এক যুবককে 15 বছরের জন্য সশ্রম কারাবাসে (15 Years Imprisonment) পাঠাল আদালত ৷ শুক্রবার এই রায় ঘোষণা করেছেন কর্ণাটকের (Karnataka) দক্ষিণ কন্নড়ের (Dakshina Kannada) সংশ্লিষ্ট আদালতের বিচারক ৷ ওই যুবকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থা করার পাশাপাশি সেই ঘটনার ভিডিয়োগ্রাফি করারও অভিযোগ উঠেছিল ৷ আদালতে শুনানি চলাকালীন সেই অভিযোগ প্রমাণিত হয় ৷ এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাটির রায়দান দক্ষিণ কন্নড় জেলা ও দায়রা আদালতের (Dakshina Kannada District and Sessions Court) 2 নম্বর বিশেষ ফার্স্ট ট্র্যাক কোর্টের (Fast Track Special Court 2) মাধ্যমে দেওয়া হয়েছে ৷ দোষী যুবককে 15 বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 50 হাজার টাকা জরিমানাও করেছে আদালত ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ

আদালত সূত্রে খবর, নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনাটি ঘটে 2019 সালের 8 (আট) জানুয়ারি ৷ দোষী যুবক ওই নাবালিকারই আত্মীয় ৷ সে তুদর গ্রামের বাসিন্দা ৷ ঘটনার দিন ওই যুবক নাবালিকাকে একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যায় ৷ তারপর সেখানে মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করে সে ৷ সেই ঘটনা নিজের মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করে রাখে ওই যুবক ৷ নাবালিকাকে সে হুমকি দিয়েছিল, যদি সে এই ঘটনার কথা ফাঁস করে, তাহলে ওই ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে দেবে ৷

কিন্তু, মেয়েটি এতে দমে যায়নি ৷ সে প্রথমেই তার বাবা-মাকে সব ঘটনা জানায় ৷ তাঁরা স্থানীয় বাজপে থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ হাতে পায় পুলিশ ৷ তাকে গ্রেফতার করা হয় ৷ এই মামলায় ওই যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেন বাজপে থানার ইন্সপেক্টর কে আর নায়েক ৷ এরপর শুনানি শেষ হওয়া পর্যন্ত আদালতে ধৃতের বিরুদ্ধে দোষ প্রমাণ হয় ৷ তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক ৷ শুক্রবার সেই মামলাতেই রায় ঘোষণা করা হয় ৷

বেঙ্গালুরু, 7 অক্টোবর: নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় (Sexually Assault a Minor) দোষী সাব্যস্ত এক যুবককে 15 বছরের জন্য সশ্রম কারাবাসে (15 Years Imprisonment) পাঠাল আদালত ৷ শুক্রবার এই রায় ঘোষণা করেছেন কর্ণাটকের (Karnataka) দক্ষিণ কন্নড়ের (Dakshina Kannada) সংশ্লিষ্ট আদালতের বিচারক ৷ ওই যুবকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থা করার পাশাপাশি সেই ঘটনার ভিডিয়োগ্রাফি করারও অভিযোগ উঠেছিল ৷ আদালতে শুনানি চলাকালীন সেই অভিযোগ প্রমাণিত হয় ৷ এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাটির রায়দান দক্ষিণ কন্নড় জেলা ও দায়রা আদালতের (Dakshina Kannada District and Sessions Court) 2 নম্বর বিশেষ ফার্স্ট ট্র্যাক কোর্টের (Fast Track Special Court 2) মাধ্যমে দেওয়া হয়েছে ৷ দোষী যুবককে 15 বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 50 হাজার টাকা জরিমানাও করেছে আদালত ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ

আদালত সূত্রে খবর, নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনাটি ঘটে 2019 সালের 8 (আট) জানুয়ারি ৷ দোষী যুবক ওই নাবালিকারই আত্মীয় ৷ সে তুদর গ্রামের বাসিন্দা ৷ ঘটনার দিন ওই যুবক নাবালিকাকে একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যায় ৷ তারপর সেখানে মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করে সে ৷ সেই ঘটনা নিজের মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করে রাখে ওই যুবক ৷ নাবালিকাকে সে হুমকি দিয়েছিল, যদি সে এই ঘটনার কথা ফাঁস করে, তাহলে ওই ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে দেবে ৷

কিন্তু, মেয়েটি এতে দমে যায়নি ৷ সে প্রথমেই তার বাবা-মাকে সব ঘটনা জানায় ৷ তাঁরা স্থানীয় বাজপে থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ হাতে পায় পুলিশ ৷ তাকে গ্রেফতার করা হয় ৷ এই মামলায় ওই যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেন বাজপে থানার ইন্সপেক্টর কে আর নায়েক ৷ এরপর শুনানি শেষ হওয়া পর্যন্ত আদালতে ধৃতের বিরুদ্ধে দোষ প্রমাণ হয় ৷ তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক ৷ শুক্রবার সেই মামলাতেই রায় ঘোষণা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.