ETV Bharat / bharat

Supreme Court ইদগাহ ময়দানে গণেশ পুজোর অনুমতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ওয়াকফ বোর্ড

author img

By

Published : Aug 29, 2022, 4:02 PM IST

কর্নাটক হাইকোর্ট বেঙ্গালুরুর একটি ইদগাহ ময়দানে (Idgah Maidan) গণেশ পুজোর অনুমতি দিতে নির্দেশ দেয় ৷ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে কর্নাটক ওয়াকফ বোর্ড ৷ আগামিকাল এই মামলার শুনানি ৷

Karnataka Waqf Board Appeals in Supreme Court against Karnataka High Court Order on Ganesh festival at Idgah Maidan
Supreme Court ইদগাহ ময়দানে গণেশ পুজোর অনুমতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ওয়াকফ বোর্ড

নয়াদিল্লি, 29 অগস্ট : ইদগাহ ময়দানে (Idgah Maidan) হবে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) উৎসব ৷ কর্নাটকের বেঙ্গালুরুর চামারাজপেটের ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর উৎসবের অনুমতি দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট (Karnataka High Court) ৷ কিন্তু কর্নাটকের উচ্চ আদালতের সিদ্ধান্তে আপত্তি রয়েছে ওই রাজ্যের ওয়াকফ বোর্ডের ৷ তাই কর্নাটকের ওয়াকফ বোর্ড (Karnataka Waqf Board) সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই রায়ের বিরুদ্ধে মামলা করল ৷

তাদের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলাটি লড়বেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল (Senior advocate Kapil Sibal) ৷ তিনি সোমবার দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের (Chief Justice UU Lalit) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে দ্রুত এই মামলার শুনানির জন্য আবেদন করেছেন ৷ সিবাল ওই আবেদনে দাবি করেছেন যে কর্নাটক হাইকোর্টের ওই নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হয়েছে ৷ সংক্ষিপ্ত ওই আবেদন শোনার পর সুপ্রিম কোর্ট আগামিকাল, মঙ্গলবার এই মামলার শুনানিতে সম্মত হয়েছে ৷

গত সপ্তাহে কর্নাটক হাইকোর্ট বেঙ্গালুরুর চামারাজপেটের ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর উৎসব পালনের ছাড়পত্র দিয়েছিল ৷ আদালত জানিয়েছিল, সরকার চাইলেই ওই ময়দানে গণেশ পুজোর অনুমতি দিতে পারে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 25 অগস্ট স্থিতাবস্থা বজায় রাখতে একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে ৷ তার বিরুদ্ধে কর্নাটক সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়৷ তখন সেই রায়ে কিছু বদল আদালত ৷ আদালতের তরফে সরকারকে বলা হয় যে ওই ইদগাহ ময়দানে 31 অগস্ট থেকে নির্দিষ্ট সময়ের জন্য গণেশ পুজোর অনুমতি দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখতে ৷

আরও পড়ুন : কর্নাটকে বৃষ্টির জলে ভেসে যাচ্ছেন বাইকযাত্রী, দেখুন ভিডিয়ো

নয়াদিল্লি, 29 অগস্ট : ইদগাহ ময়দানে (Idgah Maidan) হবে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) উৎসব ৷ কর্নাটকের বেঙ্গালুরুর চামারাজপেটের ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর উৎসবের অনুমতি দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট (Karnataka High Court) ৷ কিন্তু কর্নাটকের উচ্চ আদালতের সিদ্ধান্তে আপত্তি রয়েছে ওই রাজ্যের ওয়াকফ বোর্ডের ৷ তাই কর্নাটকের ওয়াকফ বোর্ড (Karnataka Waqf Board) সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই রায়ের বিরুদ্ধে মামলা করল ৷

তাদের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলাটি লড়বেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল (Senior advocate Kapil Sibal) ৷ তিনি সোমবার দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের (Chief Justice UU Lalit) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে দ্রুত এই মামলার শুনানির জন্য আবেদন করেছেন ৷ সিবাল ওই আবেদনে দাবি করেছেন যে কর্নাটক হাইকোর্টের ওই নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হয়েছে ৷ সংক্ষিপ্ত ওই আবেদন শোনার পর সুপ্রিম কোর্ট আগামিকাল, মঙ্গলবার এই মামলার শুনানিতে সম্মত হয়েছে ৷

গত সপ্তাহে কর্নাটক হাইকোর্ট বেঙ্গালুরুর চামারাজপেটের ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর উৎসব পালনের ছাড়পত্র দিয়েছিল ৷ আদালত জানিয়েছিল, সরকার চাইলেই ওই ময়দানে গণেশ পুজোর অনুমতি দিতে পারে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 25 অগস্ট স্থিতাবস্থা বজায় রাখতে একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে ৷ তার বিরুদ্ধে কর্নাটক সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়৷ তখন সেই রায়ে কিছু বদল আদালত ৷ আদালতের তরফে সরকারকে বলা হয় যে ওই ইদগাহ ময়দানে 31 অগস্ট থেকে নির্দিষ্ট সময়ের জন্য গণেশ পুজোর অনুমতি দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখতে ৷

আরও পড়ুন : কর্নাটকে বৃষ্টির জলে ভেসে যাচ্ছেন বাইকযাত্রী, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.