ETV Bharat / bharat

কর্নাটক : টিকা পেয়েছেন 2 লক্ষেরও বেশি স্বাস্থ্য়কর্মী

কর্নাটকে স্বাস্থ্য়কর্মীদের টিকাকরণে রেকর্ড সাফল্য়৷ দক্ষিণী রাজ্য়ে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন 2 লক্ষ 6 হাজার 577 জন স্বাস্থ্য়কর্মী৷ যা গোটা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ৷

author img

By

Published : Jan 25, 2021, 9:49 PM IST

Karnataka becomes 1st state to vaccinate over 2 lakh healthcare workers against COVID-19
কর্ণাটক: টিকা পেয়েছেন 2 লক্ষেরও বেশি স্বাস্থ্য়কর্মী

বেঙ্গালুরু, 25 জানুয়ারি: কোরোনার টিকাকরণে বিরাট সাফল্য় দক্ষিণী রাজ্য় কর্নাটকের৷ ইতিমধ্য়েই 2 লক্ষেরও বেশি স্বাস্থ্য়কর্মীকে কোভিড টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে৷ গোটা দেশে এখনও পর্যন্ত এই রেকর্ড আর কারও নেই৷ সোমবার রাজ্য় স্বাস্থ্য় দপ্তরের তরফে জানানো হয়েছে, 2 লক্ষ 6 হাজার 577 জন স্বাস্থ্য়কর্মীকে ইতিমধ্য়েই কোরোনার টিকা দেওয়া হয়েছে৷

ইতিমধ্য়ে গোটা দেশে 16 লক্ষ 13 হাজার 667 জন স্বাস্থ্য়কর্মী কোভিডের টিকা পেয়েছেন৷ তবে এখানে গত রবিবার সন্ধে 7.30 পর্যন্ত টিকাকরণের হিসাবই দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য় ও পরিবারকল্য়াণ মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য় বলছে, মোট 28 হাজার 613টি সেশনের মাধ্য়মে এই স্বাস্থ্য়কর্মীদের টিকা দেওয়া হয়েছে৷

শেষ 24 ঘণ্টায় ভারতে নতুন কোভিড আক্রান্তের সংখ্য়া 13 হাজার 203৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 13 হাজার 298 জন এবং মৃত্য়ু হয়েছে 131 জনের৷

আরও পড়ুন: কোরোনার টিকা নিয়ে গুজব ছড়ালেই শাস্তি : কেন্দ্র

সব মিলিয়ে এখনও পর্যন্ত গোটা দেশে ভয়ংকর ভাইরাসের কবলে পড়েছেন 1 কোটি 6 লক্ষ 67 হাজার 736 জন৷ এঁদের মধ্য়ে অ্য়াক্টিভ রোগী 1 লক্ষ 84 হাজার 182 জন৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 কোটি 3 লক্ষ 30 হাজার 84 জন৷ ভাইরাসের হানায় প্রাণ গিয়েছে 1 লক্ষ 53 হাজার 470 জনের৷

বেঙ্গালুরু, 25 জানুয়ারি: কোরোনার টিকাকরণে বিরাট সাফল্য় দক্ষিণী রাজ্য় কর্নাটকের৷ ইতিমধ্য়েই 2 লক্ষেরও বেশি স্বাস্থ্য়কর্মীকে কোভিড টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে৷ গোটা দেশে এখনও পর্যন্ত এই রেকর্ড আর কারও নেই৷ সোমবার রাজ্য় স্বাস্থ্য় দপ্তরের তরফে জানানো হয়েছে, 2 লক্ষ 6 হাজার 577 জন স্বাস্থ্য়কর্মীকে ইতিমধ্য়েই কোরোনার টিকা দেওয়া হয়েছে৷

ইতিমধ্য়ে গোটা দেশে 16 লক্ষ 13 হাজার 667 জন স্বাস্থ্য়কর্মী কোভিডের টিকা পেয়েছেন৷ তবে এখানে গত রবিবার সন্ধে 7.30 পর্যন্ত টিকাকরণের হিসাবই দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য় ও পরিবারকল্য়াণ মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য় বলছে, মোট 28 হাজার 613টি সেশনের মাধ্য়মে এই স্বাস্থ্য়কর্মীদের টিকা দেওয়া হয়েছে৷

শেষ 24 ঘণ্টায় ভারতে নতুন কোভিড আক্রান্তের সংখ্য়া 13 হাজার 203৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 13 হাজার 298 জন এবং মৃত্য়ু হয়েছে 131 জনের৷

আরও পড়ুন: কোরোনার টিকা নিয়ে গুজব ছড়ালেই শাস্তি : কেন্দ্র

সব মিলিয়ে এখনও পর্যন্ত গোটা দেশে ভয়ংকর ভাইরাসের কবলে পড়েছেন 1 কোটি 6 লক্ষ 67 হাজার 736 জন৷ এঁদের মধ্য়ে অ্য়াক্টিভ রোগী 1 লক্ষ 84 হাজার 182 জন৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 কোটি 3 লক্ষ 30 হাজার 84 জন৷ ভাইরাসের হানায় প্রাণ গিয়েছে 1 লক্ষ 53 হাজার 470 জনের৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.