নয়াদিল্লি, 2 জানুয়ারি: চারদিকে সাজোসাজো রব ৷ হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন বাকি ৷ 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ কোন ভাস্করের মূর্তি সেখানে বসতে চলেছে, তা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি ৷ জানা গিয়েছে, প্রাথমিকভাবে তিনটি মূর্তি পছন্দ হলেও শেষমেশ 51ইঞ্চি লম্বা মূর্তিটি জায়গা পাচ্ছে রাম মন্দিরে ৷ সেটি তৈরি করেছেন কর্ণাটকের ভাস্কর যোগীরাজ অরুণ ৷
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি সোশাল মিডিয়ায় এই মূর্তিটি নির্বাচনের খবরটি নিশ্চিত করেন ৷ তিনি জানান, 'হনুমানের দেশ' থেকে একজন বিখ্যাত মূর্তি নির্মাতা 22 জানুয়ারি রাম মন্দিরে তাঁর সৃষ্টিকে তুলে ধরবেন। কর্ণাটকে একটি বিশাল হনুমান মন্দির রয়েছে এবং সেটি হনুমানের জন্মস্থান বলে সেখানকার মানুষজন বিশ্বাস করেন ৷
কেন্দ্রীয় মন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "যেখানে রাম, সেখানেই হনুমান । অযোধ্যায় ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠার জন্য মূর্তি নির্বাচন চূড়ান্ত হয়েছে । আমাদের দেশের একজন প্রখ্যাত ভাস্কর, আমাদের গর্ব যোগীরাজ অরুণের খোদাই করা ভগবান রামের মূর্তিটি অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে বসতে চলেছে ৷ এটি রাম-হনুমানের অবিচ্ছেদ্য সম্পর্কের আরেকটি উদাহরণ । কারণ হনুমান জন্মভূমি থেকে এক শিল্পীর গড়া রামলালার মূর্তি নির্বাচিত হয়েছে রাম মন্দিরের জন্য ৷ রামলালার মূর্তির ক্ষেত্রে হনুমানের দেশ কর্ণাটক বিশাল অবদান রেখেছে ৷"
এদিকে সোমবার সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় শিল্পী যোগীরাজের মা সরস্বতী বলেন, "এটি আমাদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত । আমি ছেলেকে রামলালার মূর্তিটিকে খোদাই করতে এবং রূপ দিতে দেখতে চেয়েছিলাম ৷ কিন্তু সে বলেছিল, কাজ শেষ হলে তবেই মূর্তিটি আমায় দেখাবে । তাই শেষ পর্যন্ত আর দেখা হয়নি মূর্তিটি ৷ তবে রাম মন্দিরে বসানোর পরই রামলালার মূর্তিটিকে দেখতে পাব ।"
জানা গিয়েছে, প্রাথমিকভাবে মন্দিরের জন্য তিন জন ভাস্করের মূর্তি নির্বাচিত হয়েছিল । রাজস্থান ও কর্ণাটকের স্বনামধন্য ভাস্কররা তিনটি মূর্তি তৈরি করেছেন । তার মধ্যে কর্ণাটকের মহীশূরের অরুণ যোগীরাজের রামলালার মূর্তিটি চূড়ান্ত হয়েছে । তাঁর গড়া মূর্তিটি 5 বছর বয়সি রামলালার ৷ উচ্চতা 51 ইঞ্চি ৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছিলেন, "ভগবান রামলালার মূর্তি নির্বাচনের জন্য একটি সভা করেছিল ট্রাস্ট ৷ সেই সভায় মূর্তি নিয়ে সকলের ভোট নেওয়া হয় । ভোটের মাধ্যমে এই মূর্তিটি নির্বাচিত হয় ৷ মূর্তিটিকে রামমন্দিরের গর্ভগৃহে প্রতিমা স্থাপন করা হবে ।"
ট্রাস্টের সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, ভগবান রামের মূর্তির চোখগুলি পদ্মের পাপড়ির মতো দেখতে এবং তাঁর মুখ চাঁদের মতো উজ্জ্বল । তাঁর বাহুগুলি অনেকটা লম্বা, সেগুলি হাঁটু পর্যন্ত প্রসারিত ৷ সঙ্গে তাঁর ঠোঁটে লেগে রয়েছে এক নির্মল হাসি। এই মূর্তিটিতে রামলালার একটি অন্তর্নিহিত ঐশ্বরিক রূপ এবং একটি মন্ত্র-বান্ধব চেহারা রয়েছে । চমৎকার মূর্তিটিতে রাজা দশরথের পুত্র এবং বিষ্ণুর অবতারের আভাস পাওয়া যায় ।
আরও পড়ুন: