ETV Bharat / bharat

Karnataka Assembly polls: কর্ণাটকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, টিকিট পেলেন সিদ্দারামাইয়া-শিবকুমার - Congress candidate list

কর্ণাটকের বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের ৷ তালিকায় নাম 124 জনের (Congress candidate list) ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 25, 2023, 10:39 PM IST

বেঙ্গালুরু, 25 মার্চ: দরজায় কড়া নাড়ছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন ৷ কিন্তু তার আগেই দক্ষিণের রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস ৷ 224টি বিধানসভা আসনের মধ্যে শনিবার 124টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ৷ এআইসিসি-এর তরফে প্রকাশিত এই তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও দলের রাজ্য সভাপতি ডিকে শিবকুমারের (Congress candidates list for Karnataka) ৷

কংগ্রেসের এই তালিকায় প্রায় অর্ধেক প্রার্থীই লিঙ্গায়েত ও ভোক্কালিগাস সম্প্রদায়ের ৷ তালিকায় লিঙ্গায়েত সম্প্রদায়ের 32 জন, ভোক্কালিগাস সম্প্রদায়ের 25 জনের নাম রয়েছে ৷ তফশিলি জাতির 22 জন, তফশিলি উপজাতির 10 জন, মুসলিম সম্প্রদায়ের 8 জনের নাম রয়েছে এই তালিকায় ৷ কংগ্রেসের বর্তমান বিধায়কদের মধ্যে 9 জনের নাম এই তালিকায় নেই ৷ নাম নেই সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়ারও ৷

তালিকা অনুযায়ী এবার যতীন্দ্র সিদ্দারামাইয়ার গতবারের জেতা আসন বরুণা কেন্দ্র থেকে লড়বেন তাঁর বাবা ৷ পরিবর্তে কোলার বা বাদামি কেন্দ্র থেকে লড়তে পারেন সিদ্দারামাইয়ার পুত্র ৷ কংগ্রেসের প্রথম দফার এই প্রার্থী তালিকায় যে হেভিওয়েটদের নাম রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ৷ তিনি লড়বেন কণকপুর আসন থেকে ৷ মল্লিকার্জুন খড়গের ছেলে প্রিয়াঙ্ক খড়গে লড়বেন চিত্তাপুর আসন থেকে ৷ তালিকায় নাম আছে প্রাক্তন মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি ও তাঁর কন্যা সৌম্যা রেড্ডিরও ৷

  • Congress party announces the first list of 124 candidates for Karnataka Assembly Elections.

    Names of former CM Siddaramaiah, and State party president DK Shivakumar are present in the first list. pic.twitter.com/TC9vXJfrX5

    — ANI (@ANI) March 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বেঙ্গালুরুতে নয়া মেট্রোপথের সূচনা প্রধানমন্ত্রীর

দক্ষিণের এই রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ কিন্তু ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এবার প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠতে পারে বলে অনুমান ৷ এই সুযোগে এই রাজ্যে ফের ক্ষমতায় ফেরার আশা দেখছে কংগ্রেস ৷ কোনও জোটে না-গিয়ে একা লড়ারই সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ তবে ভোট পরবর্তী সময়ে প্রয়োজনে কংগ্রেস-জেডিএস জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল ৷

বেঙ্গালুরু, 25 মার্চ: দরজায় কড়া নাড়ছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন ৷ কিন্তু তার আগেই দক্ষিণের রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস ৷ 224টি বিধানসভা আসনের মধ্যে শনিবার 124টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ৷ এআইসিসি-এর তরফে প্রকাশিত এই তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও দলের রাজ্য সভাপতি ডিকে শিবকুমারের (Congress candidates list for Karnataka) ৷

কংগ্রেসের এই তালিকায় প্রায় অর্ধেক প্রার্থীই লিঙ্গায়েত ও ভোক্কালিগাস সম্প্রদায়ের ৷ তালিকায় লিঙ্গায়েত সম্প্রদায়ের 32 জন, ভোক্কালিগাস সম্প্রদায়ের 25 জনের নাম রয়েছে ৷ তফশিলি জাতির 22 জন, তফশিলি উপজাতির 10 জন, মুসলিম সম্প্রদায়ের 8 জনের নাম রয়েছে এই তালিকায় ৷ কংগ্রেসের বর্তমান বিধায়কদের মধ্যে 9 জনের নাম এই তালিকায় নেই ৷ নাম নেই সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়ারও ৷

তালিকা অনুযায়ী এবার যতীন্দ্র সিদ্দারামাইয়ার গতবারের জেতা আসন বরুণা কেন্দ্র থেকে লড়বেন তাঁর বাবা ৷ পরিবর্তে কোলার বা বাদামি কেন্দ্র থেকে লড়তে পারেন সিদ্দারামাইয়ার পুত্র ৷ কংগ্রেসের প্রথম দফার এই প্রার্থী তালিকায় যে হেভিওয়েটদের নাম রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ৷ তিনি লড়বেন কণকপুর আসন থেকে ৷ মল্লিকার্জুন খড়গের ছেলে প্রিয়াঙ্ক খড়গে লড়বেন চিত্তাপুর আসন থেকে ৷ তালিকায় নাম আছে প্রাক্তন মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি ও তাঁর কন্যা সৌম্যা রেড্ডিরও ৷

  • Congress party announces the first list of 124 candidates for Karnataka Assembly Elections.

    Names of former CM Siddaramaiah, and State party president DK Shivakumar are present in the first list. pic.twitter.com/TC9vXJfrX5

    — ANI (@ANI) March 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বেঙ্গালুরুতে নয়া মেট্রোপথের সূচনা প্রধানমন্ত্রীর

দক্ষিণের এই রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ কিন্তু ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এবার প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠতে পারে বলে অনুমান ৷ এই সুযোগে এই রাজ্যে ফের ক্ষমতায় ফেরার আশা দেখছে কংগ্রেস ৷ কোনও জোটে না-গিয়ে একা লড়ারই সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ তবে ভোট পরবর্তী সময়ে প্রয়োজনে কংগ্রেস-জেডিএস জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.