বেঙ্গালুরু, 25 মার্চ: দরজায় কড়া নাড়ছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন ৷ কিন্তু তার আগেই দক্ষিণের রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস ৷ 224টি বিধানসভা আসনের মধ্যে শনিবার 124টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ৷ এআইসিসি-এর তরফে প্রকাশিত এই তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও দলের রাজ্য সভাপতি ডিকে শিবকুমারের (Congress candidates list for Karnataka) ৷
কংগ্রেসের এই তালিকায় প্রায় অর্ধেক প্রার্থীই লিঙ্গায়েত ও ভোক্কালিগাস সম্প্রদায়ের ৷ তালিকায় লিঙ্গায়েত সম্প্রদায়ের 32 জন, ভোক্কালিগাস সম্প্রদায়ের 25 জনের নাম রয়েছে ৷ তফশিলি জাতির 22 জন, তফশিলি উপজাতির 10 জন, মুসলিম সম্প্রদায়ের 8 জনের নাম রয়েছে এই তালিকায় ৷ কংগ্রেসের বর্তমান বিধায়কদের মধ্যে 9 জনের নাম এই তালিকায় নেই ৷ নাম নেই সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়ারও ৷
তালিকা অনুযায়ী এবার যতীন্দ্র সিদ্দারামাইয়ার গতবারের জেতা আসন বরুণা কেন্দ্র থেকে লড়বেন তাঁর বাবা ৷ পরিবর্তে কোলার বা বাদামি কেন্দ্র থেকে লড়তে পারেন সিদ্দারামাইয়ার পুত্র ৷ কংগ্রেসের প্রথম দফার এই প্রার্থী তালিকায় যে হেভিওয়েটদের নাম রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ৷ তিনি লড়বেন কণকপুর আসন থেকে ৷ মল্লিকার্জুন খড়গের ছেলে প্রিয়াঙ্ক খড়গে লড়বেন চিত্তাপুর আসন থেকে ৷ তালিকায় নাম আছে প্রাক্তন মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি ও তাঁর কন্যা সৌম্যা রেড্ডিরও ৷
-
Congress party announces the first list of 124 candidates for Karnataka Assembly Elections.
— ANI (@ANI) March 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Names of former CM Siddaramaiah, and State party president DK Shivakumar are present in the first list. pic.twitter.com/TC9vXJfrX5
">Congress party announces the first list of 124 candidates for Karnataka Assembly Elections.
— ANI (@ANI) March 25, 2023
Names of former CM Siddaramaiah, and State party president DK Shivakumar are present in the first list. pic.twitter.com/TC9vXJfrX5Congress party announces the first list of 124 candidates for Karnataka Assembly Elections.
— ANI (@ANI) March 25, 2023
Names of former CM Siddaramaiah, and State party president DK Shivakumar are present in the first list. pic.twitter.com/TC9vXJfrX5
আরও পড়ুন: বেঙ্গালুরুতে নয়া মেট্রোপথের সূচনা প্রধানমন্ত্রীর
দক্ষিণের এই রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ কিন্তু ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এবার প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠতে পারে বলে অনুমান ৷ এই সুযোগে এই রাজ্যে ফের ক্ষমতায় ফেরার আশা দেখছে কংগ্রেস ৷ কোনও জোটে না-গিয়ে একা লড়ারই সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ তবে ভোট পরবর্তী সময়ে প্রয়োজনে কংগ্রেস-জেডিএস জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল ৷