ETV Bharat / bharat

Dr Bhujanga Shetty Passes Away: শেষ নিঃশ্বাস ত্যাগ নারায়ণ নেত্রালয়ের প্রধান চিকিৎসক ভুজঙ্গ শেট্টির - শেষ নিঃশ্বাস ত্যাগ নারায়ণ নেত্রালয়ের প্রধান

প্রয়াত হলেন প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ভুজঙ্গ শেট্টি ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ মৃত্যুকালীন বয়স হয়েছিল 69 বছর ৷ শেষ দিন পর্যন্ত নারায়ণ নেত্রালয়ের প্রধান হিসাবে নিশ্বাস পর্যন্ত কাজ করেছেন তিনি ৷

Bhujanga Shetty demise
প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ভুজঙ্গা শেট্টি
author img

By

Published : May 20, 2023, 12:06 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 20 মে: প্রয়াত হলেন নারায়ণ নেত্রালয়ের প্রধান এবং প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ভুজঙ্গা শেট্টি । শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও তিনি সন্ধ্যায় রোগী দেখে বাড়ি ফেরেন ৷ সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে যশবন্তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷

চিকিৎসক ভুজঙ্গা শেট্টি 1978 সালে ব্যাঙ্গালোর মেডিক্যাল কলেজ (BMC) থেকে এমবিবিএস করেন । 1982 সালে মিন্টো চক্ষু হাসপাতাল থেকে চক্ষুবিদ্যায় রেসিডেন্সি করেন । আটের দশকে একটি ছোট ক্লিনিক থেকে শুরু হয় তাঁর কর্মজীবন ৷ পরে কর্ণাটকের বৃহত্তম নারায়ণ সুপার স্পেশালিটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন । তিনি ছানি এবং ফ্যাকোইমালসিফিকেশন সার্জন হিসাবে কাজ করেছেন ।

চিকিৎসক ভুজঙ্গা শেট্টির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে মনোনীত সিদ্দারামাইয়া ৷ তিনি বলেন, "প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ভুজঙ্গা শেট্টির মৃত্যুর খবর সকলের কাছে একটি বড় ধাক্কা । ভুজঙ্গা শেট্টি লক্ষ লক্ষ মানুষ এবং তাদের পরিবারকে আলো দেখিয়েছেন ৷ তাদের হারিয়ে যাওয়া দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন ।" সিদ্দারামাইয়া তাঁর টুইটারে লিখেছেন, "মৃতের আত্মার চির শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিক ।"

উপ-মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ডিকে শিবকুমারও ভুজঙ্গা শেট্টির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন । তিনি বলেন, "স্বাস্থ্যের ক্ষেত্রে ভুজঙ্গা শেট্টির অপরিসীম অবদান । তিনি রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে একজন ছিলেন । তিনি একজন দূরদর্শী চিকিৎসক যিনি মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করেছিলেন ।"

শিবকুমার আরও বলেছেন, "নারায়ণ নেত্রালয়ের প্রধান হিসাবে ভুজঙ্গা শেট্টি এই প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ স্তরে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । তিনি 2010 সালে রাজজ্যোৎসব পুরস্কার-সহ অনেক সম্মানে ভূষিত হয়েছেন । ভুজঙ্গা শেট্টির প্রয়াণের খবরে শোকাহত এবং তাঁর আত্মার শান্তি কামনা করি ।"

বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ভুজঙ্গা শেট্টির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি বলেন, "বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ভুজঙ্গা শেট্টির মৃত্যুর খবর জেনে খুবই দুঃখিত । চোখের অস্ত্রোপচারের মাধ্যমে হাজার হাজার অন্ধ মানুষের জীবনে আলো নিয়ে আসা ভুজঙ্গা শেট্টির মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজ্য একজন নিবেদিতপ্রাণ চক্ষুরোগ বিশেষজ্ঞকে হারিয়েছে ।"

আরও পড়ুন: মন্ত্রিসভা গঠনে হাইকমান্ডের সবুজসংকেত পেতে দিল্লির পথে সিদ্দারামাইয়া-শিবকুমারের

বেঙ্গালুরু (কর্ণাটক), 20 মে: প্রয়াত হলেন নারায়ণ নেত্রালয়ের প্রধান এবং প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ভুজঙ্গা শেট্টি । শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও তিনি সন্ধ্যায় রোগী দেখে বাড়ি ফেরেন ৷ সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে যশবন্তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷

চিকিৎসক ভুজঙ্গা শেট্টি 1978 সালে ব্যাঙ্গালোর মেডিক্যাল কলেজ (BMC) থেকে এমবিবিএস করেন । 1982 সালে মিন্টো চক্ষু হাসপাতাল থেকে চক্ষুবিদ্যায় রেসিডেন্সি করেন । আটের দশকে একটি ছোট ক্লিনিক থেকে শুরু হয় তাঁর কর্মজীবন ৷ পরে কর্ণাটকের বৃহত্তম নারায়ণ সুপার স্পেশালিটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন । তিনি ছানি এবং ফ্যাকোইমালসিফিকেশন সার্জন হিসাবে কাজ করেছেন ।

চিকিৎসক ভুজঙ্গা শেট্টির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে মনোনীত সিদ্দারামাইয়া ৷ তিনি বলেন, "প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ভুজঙ্গা শেট্টির মৃত্যুর খবর সকলের কাছে একটি বড় ধাক্কা । ভুজঙ্গা শেট্টি লক্ষ লক্ষ মানুষ এবং তাদের পরিবারকে আলো দেখিয়েছেন ৷ তাদের হারিয়ে যাওয়া দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন ।" সিদ্দারামাইয়া তাঁর টুইটারে লিখেছেন, "মৃতের আত্মার চির শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিক ।"

উপ-মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ডিকে শিবকুমারও ভুজঙ্গা শেট্টির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন । তিনি বলেন, "স্বাস্থ্যের ক্ষেত্রে ভুজঙ্গা শেট্টির অপরিসীম অবদান । তিনি রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে একজন ছিলেন । তিনি একজন দূরদর্শী চিকিৎসক যিনি মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করেছিলেন ।"

শিবকুমার আরও বলেছেন, "নারায়ণ নেত্রালয়ের প্রধান হিসাবে ভুজঙ্গা শেট্টি এই প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ স্তরে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । তিনি 2010 সালে রাজজ্যোৎসব পুরস্কার-সহ অনেক সম্মানে ভূষিত হয়েছেন । ভুজঙ্গা শেট্টির প্রয়াণের খবরে শোকাহত এবং তাঁর আত্মার শান্তি কামনা করি ।"

বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ভুজঙ্গা শেট্টির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি বলেন, "বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ভুজঙ্গা শেট্টির মৃত্যুর খবর জেনে খুবই দুঃখিত । চোখের অস্ত্রোপচারের মাধ্যমে হাজার হাজার অন্ধ মানুষের জীবনে আলো নিয়ে আসা ভুজঙ্গা শেট্টির মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজ্য একজন নিবেদিতপ্রাণ চক্ষুরোগ বিশেষজ্ঞকে হারিয়েছে ।"

আরও পড়ুন: মন্ত্রিসভা গঠনে হাইকমান্ডের সবুজসংকেত পেতে দিল্লির পথে সিদ্দারামাইয়া-শিবকুমারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.