বেলাগাভি, 19 জানুয়ারি : মাস্ক ছাড়া স্বয়ং মন্ত্রিমশাই ৷ কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ বলে দাবি করলেন ৷ এমন ঘটনা ঘটেছে কর্নাটকে ৷ যখন দুনিয়া, দেশ সর্বত্র বার বার মাস্ক পরতে বলা হচ্ছে ৷ সেই সময় কর্নাটকের বনমন্ত্রী উমেশ কাট্টি এমন কাণ্ড করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন (Karnataka minister Umesh Katti refuses to wear mask, claims PM said not mandatory) ৷
মঙ্গলবার কর্নাটকের বনমন্ত্রী বন দফতরের একটি অনুষ্ঠানে যান ৷ তাঁর মুখে মাস্ক নেই ৷ সেখানে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরে এবং মাস্ক না-পরার কারণ জিজ্ঞাসা করেন ৷ উত্তরে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, কারওর উপর কোনও জোর দেওয়া হবে না এবং মাস্ক পরা বা না-পরাটা প্রত্যেকের নিজস্ব দায়িত্ব ৷ এটা ব্যক্তিগত সচেতনতার বিষয় ৷"
আরও পড়ুন : Corona Update in India : দৈনিক সংক্রমণ 2 লক্ষ 82 হাজার, বাড়ল পজিটিভিটি রেট
শুধু এতেই থামেননি বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) বনমন্ত্রী ৷ তিনি আরও বলেন, "মাস্ক পরাটা প্রত্যেকের ব্যক্তিগত সতর্কতার বিষয় ৷ আমি মনে করছি না এটা পরার দরকার, তাই পরিনি ৷"