ETV Bharat / bharat

Pro-Taliban post : তালিবানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে গ্রেফতার যুবক

ভারতে এই ধরনের ঘটনা প্রথম নয় ৷ কয়েকদিন আগে তালিবানের সমর্থনে পোস্ট করায় 14 জনকে গ্রেফতার করেছিল অসম পুলিশ ৷

author img

By

Published : Aug 23, 2021, 8:53 AM IST

Pro-Taliban post
Pro-Taliban post

বাগলকোট (কর্নাটক) : ফেসবুকে লিখেছিলেন "আই লাভ তালিবান" ৷ সোশ্যাল মিডিয়ায় তালিবানের প্রতি ভালোবাসা জানিয়ে গ্রেফতার হলেন আসিফ গালাগালি নামে কর্নাটকের এক যুবক ৷ শনিবার কর্নাটকের বাগলকোট থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ বাগলকোটের জামাখান্ডি শহরের বাসিন্দা ওই যুবক ৷

তালিবানের প্রশংসা করে কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট করেন আসিফ গালাগালি ৷ পোস্টটিতে লেখা ছিল, "আমি তালিবানকে ভালবাসি" ৷ পোস্টটি ভাইরাল হতেই সোশ্য়াল মিডিয়ায় গালাগালিকে গ্রেফতারের দাবিতে ঝড় ওঠে ৷ তালিবানের সমর্থনে আসিফের পোস্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু হিন্দু সংগঠনের কর্মীরা ৷ তারপরই বাগলকোটের জামাখান্ডি শহরের ওই যুবককে শনিবার গ্রেফতার করে কর্নাটক পুলিশ ৷

প্রসঙ্গত, তালিবান নিয়ে কঠোর নীতি নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ৷ তালিবানকে জঙ্গী সংগঠন বিবেচনা করে ফেসবুকে তাদের সমস্ত রকম গতিবিধি নিষিদ্ধ করা হয়েছে ৷ এমনকি তালিবানের প্রতি সমর্থনমূলক পোস্টও নিষিদ্ধ করেছে এই জনপ্রিয় সামাজিক মাধ্যম ৷ এই নীতি হোয়্যাটস অ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও নেওয়া হয়েছে ৷ প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষ এই সংক্রান্ত পোস্ট সরিয়ে দিতে পারে ৷ এর জন্য একটি বিশেষজ্ঞ দলকে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Pro-Taliban Post : সোশ্যাল মিডিয়ায় তালিবানের সমর্থনে পোস্ট, অসমে গ্রেফতার 14

ভারতে এই ধরনের ঘটনা প্রথম নয় ৷ কয়েকদিন আগে তালিবানের সমর্থনে পোস্ট করায় 14 জনকে গ্রেফতার করেছিল অসম পুলিশ ৷ রাজ্যের 10টি জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল ৷ ধৃতদের বয়স 23 থেকে 65 বছরের মধ্যে ৷ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া পোস্টের উপর বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ ৷

বাগলকোট (কর্নাটক) : ফেসবুকে লিখেছিলেন "আই লাভ তালিবান" ৷ সোশ্যাল মিডিয়ায় তালিবানের প্রতি ভালোবাসা জানিয়ে গ্রেফতার হলেন আসিফ গালাগালি নামে কর্নাটকের এক যুবক ৷ শনিবার কর্নাটকের বাগলকোট থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ বাগলকোটের জামাখান্ডি শহরের বাসিন্দা ওই যুবক ৷

তালিবানের প্রশংসা করে কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট করেন আসিফ গালাগালি ৷ পোস্টটিতে লেখা ছিল, "আমি তালিবানকে ভালবাসি" ৷ পোস্টটি ভাইরাল হতেই সোশ্য়াল মিডিয়ায় গালাগালিকে গ্রেফতারের দাবিতে ঝড় ওঠে ৷ তালিবানের সমর্থনে আসিফের পোস্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু হিন্দু সংগঠনের কর্মীরা ৷ তারপরই বাগলকোটের জামাখান্ডি শহরের ওই যুবককে শনিবার গ্রেফতার করে কর্নাটক পুলিশ ৷

প্রসঙ্গত, তালিবান নিয়ে কঠোর নীতি নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ৷ তালিবানকে জঙ্গী সংগঠন বিবেচনা করে ফেসবুকে তাদের সমস্ত রকম গতিবিধি নিষিদ্ধ করা হয়েছে ৷ এমনকি তালিবানের প্রতি সমর্থনমূলক পোস্টও নিষিদ্ধ করেছে এই জনপ্রিয় সামাজিক মাধ্যম ৷ এই নীতি হোয়্যাটস অ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও নেওয়া হয়েছে ৷ প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষ এই সংক্রান্ত পোস্ট সরিয়ে দিতে পারে ৷ এর জন্য একটি বিশেষজ্ঞ দলকে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Pro-Taliban Post : সোশ্যাল মিডিয়ায় তালিবানের সমর্থনে পোস্ট, অসমে গ্রেফতার 14

ভারতে এই ধরনের ঘটনা প্রথম নয় ৷ কয়েকদিন আগে তালিবানের সমর্থনে পোস্ট করায় 14 জনকে গ্রেফতার করেছিল অসম পুলিশ ৷ রাজ্যের 10টি জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল ৷ ধৃতদের বয়স 23 থেকে 65 বছরের মধ্যে ৷ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া পোস্টের উপর বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.