ETV Bharat / bharat

কোভিডের বাড়বাড়ন্তে 7 দিনের আইসোলেশন বাধ্যতামূলক, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর - Covid positive patients

Karnataka Covid Guidelines: কর্ণাটকে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ এর জেরে নতুন করে কোভিড সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে কর্ণাটকের স্বাস্থ্য দফতর ৷ মঙ্গলবার ওই রাজ্যে নতুন করে 74 জন কোভিডে আক্রান্ত হয়েছেন এবং দু’জন মারা গিয়েছেন ৷

Covid
Covid
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 2:00 PM IST

Updated : Dec 27, 2023, 2:06 PM IST

বেঙ্গালুরু, 27 ডিসেম্বর: কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে কর্ণাটকে ৷ তাই কোভিড আক্রান্তদের জন্য বাড়িতে সাতদিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করেছে কর্ণাটকের স্বাস্থ্য দফতর ৷ মঙ্গলবার ওই রাজ্যে 74 জনের কোভিড-19 এ আক্রান্ত হওয়ার খবর সামনে আসে ৷ জানা যায় যে 24 ঘণ্টায় দু’জন কোভিড আক্রান্তের মৃত্যুও হয়েছে ৷ তার পরই সরকারের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয় ৷

কর্ণাটক মন্ত্রিসভার করোনা ভাইরাস সংক্রান্ত সাব কমিটি মানুষকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে ৷ পাশাপাশি ওই কমিটির পরামর্শ, কোভিডের লক্ষণ থাকলে শিশুদের যেন স্কুলে না পাঠানো হয় ৷ শারীরিক দূরত্ববিধি বজায় রাখতেও বলা হয়েছে ৷ কোভিডের এই নতুন রূপ জেএন1 এর প্রকোপ কমাতে বয়স্ক ও কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের প্রতিষেধক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি ৷ এর জন্য তারা কেন্দ্রের কাছ থেকে 30 হাজার কোর্বেভ্যাক্স ভ্যাকসিন চাইবে বলেও জানিয়েছে ৷

কর্ণাটক স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে যে এই মুহূর্তে ওই রাজ্যে 464 জন কোভিড আক্রান্ত ৷ প্রত্যেকেই বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে ৷ স্বাস্থ্য আধিকারিকরা ওই রোগীদের উপর নজর রেখেছেন ৷ এখনও পর্যন্ত 6403 জনের টেস্ট করা হয়েছে ৷ এর মধ্য়ে আরটি-পিসিআর করা হয়েছে 4680 জনের ৷ আর 1723 জনের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৷ কোভিডের পজিটিভিটি রেট 1.15 শতাংশ৷ আর মৃত্যুর হার 2.70 শতাংশ ৷

ওই বুলেটিনে আরও জানানো হয়েছে, সবচেয়ে বেশি টেস্ট হয়েছে বেঙ্গালুরুতে ৷ সব মিলিয়ে টেস্টের সংখ্যা 2104 ৷ এর মধ্যে 57 জনের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ পজিটিভ হওয়ার রিপোর্টের হিসেবে কর্ণাটকের অন্য জেলাগুলির চেয়ে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু ৷ এদিকে যে দু’জনের মৃত্যু হয়েছে গত 24 ঘণ্টায়, তাঁদের দু’জনেরই বয়স 51 ৷

আরও পড়ুন:

  1. কোভিডের সংক্রমণ রুখতে সতর্ক নেপাল, ভারত থেকে যাওয়া নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা
  2. ফের রাজ্যে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত 5; চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য দফতর
  3. শীতের মরশুমে ফিরছে সংক্রমণ! কেরলে 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত কমপক্ষে 300, মৃত 3

বেঙ্গালুরু, 27 ডিসেম্বর: কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে কর্ণাটকে ৷ তাই কোভিড আক্রান্তদের জন্য বাড়িতে সাতদিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করেছে কর্ণাটকের স্বাস্থ্য দফতর ৷ মঙ্গলবার ওই রাজ্যে 74 জনের কোভিড-19 এ আক্রান্ত হওয়ার খবর সামনে আসে ৷ জানা যায় যে 24 ঘণ্টায় দু’জন কোভিড আক্রান্তের মৃত্যুও হয়েছে ৷ তার পরই সরকারের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয় ৷

কর্ণাটক মন্ত্রিসভার করোনা ভাইরাস সংক্রান্ত সাব কমিটি মানুষকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে ৷ পাশাপাশি ওই কমিটির পরামর্শ, কোভিডের লক্ষণ থাকলে শিশুদের যেন স্কুলে না পাঠানো হয় ৷ শারীরিক দূরত্ববিধি বজায় রাখতেও বলা হয়েছে ৷ কোভিডের এই নতুন রূপ জেএন1 এর প্রকোপ কমাতে বয়স্ক ও কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের প্রতিষেধক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি ৷ এর জন্য তারা কেন্দ্রের কাছ থেকে 30 হাজার কোর্বেভ্যাক্স ভ্যাকসিন চাইবে বলেও জানিয়েছে ৷

কর্ণাটক স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে যে এই মুহূর্তে ওই রাজ্যে 464 জন কোভিড আক্রান্ত ৷ প্রত্যেকেই বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে ৷ স্বাস্থ্য আধিকারিকরা ওই রোগীদের উপর নজর রেখেছেন ৷ এখনও পর্যন্ত 6403 জনের টেস্ট করা হয়েছে ৷ এর মধ্য়ে আরটি-পিসিআর করা হয়েছে 4680 জনের ৷ আর 1723 জনের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৷ কোভিডের পজিটিভিটি রেট 1.15 শতাংশ৷ আর মৃত্যুর হার 2.70 শতাংশ ৷

ওই বুলেটিনে আরও জানানো হয়েছে, সবচেয়ে বেশি টেস্ট হয়েছে বেঙ্গালুরুতে ৷ সব মিলিয়ে টেস্টের সংখ্যা 2104 ৷ এর মধ্যে 57 জনের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ পজিটিভ হওয়ার রিপোর্টের হিসেবে কর্ণাটকের অন্য জেলাগুলির চেয়ে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু ৷ এদিকে যে দু’জনের মৃত্যু হয়েছে গত 24 ঘণ্টায়, তাঁদের দু’জনেরই বয়স 51 ৷

আরও পড়ুন:

  1. কোভিডের সংক্রমণ রুখতে সতর্ক নেপাল, ভারত থেকে যাওয়া নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা
  2. ফের রাজ্যে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত 5; চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য দফতর
  3. শীতের মরশুমে ফিরছে সংক্রমণ! কেরলে 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত কমপক্ষে 300, মৃত 3
Last Updated : Dec 27, 2023, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.