বেঙ্গালুরু, 20 মার্চ: যে কর্নাটকে হিজাব পরা নিয়ে বিতর্কে গোটা দেশে তোলপাড় চলছে, সেখানেই ইতিহাস সৃষ্টি করলেন এক হিজাব পরা কন্যা ৷ রাইচুরের বুশরা মাতিনই প্রথম পড়ুয়া যিনি বিশ্বেশ্বরয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে 16টি সোনার পদক জিতলেন (Hijab clad student wins 16 gold medals)৷ চলতি মাসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের 21তম বার্ষিক সমাবর্তনে পদকগুলি তুলে দেওয়া হয় সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হিজাবি-কন্যার হাতে ৷
এই বিরল সাফল্যের জন্য বুশরার (Bushra Mateen creates history) ভূয়সী প্রশংসা করেছেন ভিডিইউ-এর উপাচার্য ড. করিসিদ্দাপ্পা ৷ তিনি জানিয়েছেন, এতদিন পর্যন্ত সর্বাধিক 13টি সোনার পদক জেতাটাই ছিল রেকর্ড ৷ সেই রেকর্ড ভেঙে ফেলেছেন বুশরা (Bushra Mateen wins 16 gold medals)৷
কংগ্রেস নেতা তথা এআইসিসি তেলাঙ্গানার সম্পাদক এনএস বোসরাজু বুশরার বাড়িতে গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে এসেছেন ৷ এই ছাত্রী যে যে ক্ষেত্রে সোনার পদক জিতেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, এসজি বালেকুন্দ্রির সোনার পদক, মুর্তির মেডেল অফ এক্সিলেন্স, জ্যোতি স্বর্ণপদক, এন কৃষ্ণমূর্তি মেমোরিয়াল স্বর্ণপদক, জেএনইউ বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক, ভিডিইউ স্বর্ণপদক, আরএন শেট্টি স্বর্ণপদক ইত্যাদি ৷ দুটি নগদ পুরস্কারও জিতেছেন বুশরা ৷
![karnataka-hijab-clad-student-creates-history-by-winning-16-gold-medals](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14776605_medal.jpg)
আরও পড়ুন: Karnataka HC dismiss Hijab row : হিজাব পরা ধর্মীয় রীতি নয়, মামলা খারিজ কর্নাটক হাইকোর্টে
একটি ভিডিয়ো বার্তায় বুশরা (Raichur girl gold medals) ঈশ্বরকে ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ৷ এঁরাই তাঁর সাফল্যের সিঁড়িতে সর্বদা পাশে ছিলেন বলে মনে করেন কর্নাটকের ছাত্রী ৷ মেয়েদের পড়াশোনায় মনোযোগী হওয়ার বার্তা দিয়েছেন তিনি ৷ যুব সম্প্রদায়ের কাছে তাঁর আর্জি, সবাই যেন নিজেদের সাফল্যের স্বপ্নটাকে সার্থক করতে কঠোর পরিশ্রম করেন এবং দৃঢ়চেতা হয়ে ওঠেন ৷
কর্নাটকে হিজাবি-কন্যার (Hijab clad student creates history by winning 16 gold medals) সাফল্য এমন একটা সময়ে এল যখন সেই রাজ্যের স্কুল ও কলেজে হিজাব নিষিদ্ধ হওয়ায় গর্জে উঠেছেন মুসলিম কন্যারা ৷ এই নির্দেশের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে পিটিশনও দাখিল করা হয় ৷ তবে সেই পিটিশন খারিজ করে দিয়ে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তই বহাল রাখে আদালত ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন আবেদনকারীরা ৷
-
Congratulated & felicitated a bright student from Raichur Bushra Mateen for getting 16 gold medals in B.E. Civil Engineering.
— N.S Boseraju (@NsBoseraju) March 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
This is a great achievement in the history of Kalyana Karnataka. pic.twitter.com/bHtt07uRpt
">Congratulated & felicitated a bright student from Raichur Bushra Mateen for getting 16 gold medals in B.E. Civil Engineering.
— N.S Boseraju (@NsBoseraju) March 17, 2022
This is a great achievement in the history of Kalyana Karnataka. pic.twitter.com/bHtt07uRptCongratulated & felicitated a bright student from Raichur Bushra Mateen for getting 16 gold medals in B.E. Civil Engineering.
— N.S Boseraju (@NsBoseraju) March 17, 2022
This is a great achievement in the history of Kalyana Karnataka. pic.twitter.com/bHtt07uRpt
আরও পড়ুন: Hijab Ban in Classroom : দোলের ছুটির পর হিজাব মামলার শুনানি, জানাল সুপ্রিম কোর্ট