ETV Bharat / bharat

HC Confirms Death Sentence: তিন নাবালক সন্তান-স্ত্রীকে নৃশংস খুন, মৃত্যুদণ্ড বহাল রাখল কর্ণাটক হাইকোর্ট - Death Sentence News

স্ত্রী পরকীয়ায় জড়িত ৷ এই সন্দেহে কর্ণাটকের এক শ্রমিক তার চারটি সন্তানের মধ্যে তিনজনের পিতৃত্ব অস্বীকার করে ৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, শ্যালিকা, এমনকী তিনটি শিশু সন্তানকে খুন করে ৷ সন্তানদের বয়স 10 বছরেরও কম ৷ এই ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল আদালত ৷

ETV Bharat
কর্ণাটক হাইকোর্ট
author img

By

Published : Jun 10, 2023, 2:17 PM IST

বেঙ্গালুরু, 10 জুন: মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল কর্ণাটক হাইকোর্ট ৷ বাল্লারির সেশনস কোর্ট এক অভিযুক্তকে একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির সাজা দেয় ৷ নিম্ন আদালতের এই রায়কেই মান্যতা দিল কর্ণাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ ঘটনার সূত্রপাত 2017 সালে ৷ দোষী বাইলুরু থিপ্পাইয়ার সন্দেহ হয় তার স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত ৷ 12 বছরের বিবাহিত জীবনে তাদের চারটি সন্তান রয়েছে ৷ থিপ্পাইয়া দাবি করে, এই চারজনের মধ্যে শুধুমাত্র একটি সন্তানই তার ৷ বাকি সন্তানের পিতৃত্ব অস্বীকার করে বাল্লারির বাসিন্দা পেশায় শ্রমিক বাইলুরু ৷

ওই বছর 25 ফেব্রুয়ারি বাইলুরু ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী পাক্কিরাম্মাকে আক্রমণ করে ৷ তার শ্যালিকা গঙ্গারামার উপরেও হামলা চালায় ৷ এমনকী বাদ যায়নি ওই দম্পতির তিন সন্তান- পবিত্রা, নাগারাজ এবং রাজাপ্পাও ৷ ধারালো অস্ত্রের কোপে এই পাঁচজনেরই মৃত্যু হয় ৷ বাল্লারির সেশনস কোর্ট বাইলুরু থিপ্পাইয়াকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করে ৷ নিম্ন আদালত 36 জন সাক্ষী এবং 51 টি জিনিসের প্রমাণ খতিয়ে দেখে ৷ শেষমেশ 2019 সালের 3 ডিসেম্বর ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় ৷

নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় থিপ্পাইয়া ৷ 2022 সালের 22 নভেম্বর হাইকোর্ট মামলার শুনানি পর্ব শেষ করে ৷ রায়দান স্থগিত ছিল ৷ এবার রায় দেওয়া হল। আদালত জানায়, এই নৃশংসতায় ডিভিশন বেঞ্চ স্তম্ভিত ৷ বিচারপতি সূরজ গোবিন্দরাজ এবং বিচারপতি জি বাসবারাজা বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানায়, "যে নির্মমতার সঙ্গে এই অপরাধ করা হয়েছে, তাতে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় নেই ৷ পাঁচজনকে খুন করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 3 জনের বয়স 10 বছরের নীচে ৷ এটা এমনি এক বিরল থেকে বিরলতম ঘটনা যেখানে মৃত্যুদণ্ডের সাজাই দিতে হচ্ছে ৷ এই রায় ঘোষণা করতে গিয়ে আমাদের হৃদয় ভারী হয়ে আসছে ৷"

আরও পড়ুন: যৌন অত্যাচারের পর হত্যা বালককে, অপরাধের 15 দিনের মধ্যেই মিলল মৃত্যুদণ্ড

আদালত আরও জানানয়, আবেদনকারী দু'জন মহিলা এবং তিনটি শিশুকে তার বাড়িতে আক্রমণ করেছে ৷ তাদের ক্ষতবিক্ষত করেছে ৷ তারপর ওই ব্যক্তি বাড়ির বাইরে বেরিয়ে আসে ৷ তার হাতে ছিল রক্তমাখা ধারালো অস্ত্র ৷ সেই অবস্থায় সে চিৎকার করে খুনের কথা সদর্পে ঘোষণাও করছে ৷ আদালত বহু খুনের ঘটনার মামলার বিচার করেছে ৷ তবে এই ঘটনা যে কোনও মানুষের বিবেককে স্তব্ধ করে দেবে ৷

এই খুনের ঘটনায় বাইলুরু থিপ্পাইয়া ও তার স্ত্রী পাক্কিরাম্মার চার সন্তানের মধ্যে একজন বেঁচে গিয়েছিল ৷ তার নাম রাজেশ্বরী ৷ আদালত তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এর জন্য অ্যাডিশনাল রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ফাইলপত্র জেলার আইনি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে ৷ এর সঙ্গে দোষী কারাবাসের সময় কেমন ব্যবহার করছে, তার শারীরিক এবং মানসিক অবস্থার রিপোর্ট দিতে হবে আদালতকে ৷

আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আব্বাসিকে মৃত্যুদণ্ডের সাজা

বাইলুরু থিপ্পাইয়ার পরিবারের বিস্তারিত বিবরণ, তার ভাই-বোনের সঙ্গে সম্পর্ক, কোনও রকম হিংসাত্মক ঘটনা বা অবহেলার ঘটনার সঙ্গে সে যুক্ত ছিল কি না, তার বাবা-মায়ের মতামত, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক-অর্থনৈতিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে আদালতে ৷

বেঙ্গালুরু, 10 জুন: মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল কর্ণাটক হাইকোর্ট ৷ বাল্লারির সেশনস কোর্ট এক অভিযুক্তকে একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির সাজা দেয় ৷ নিম্ন আদালতের এই রায়কেই মান্যতা দিল কর্ণাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ ঘটনার সূত্রপাত 2017 সালে ৷ দোষী বাইলুরু থিপ্পাইয়ার সন্দেহ হয় তার স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত ৷ 12 বছরের বিবাহিত জীবনে তাদের চারটি সন্তান রয়েছে ৷ থিপ্পাইয়া দাবি করে, এই চারজনের মধ্যে শুধুমাত্র একটি সন্তানই তার ৷ বাকি সন্তানের পিতৃত্ব অস্বীকার করে বাল্লারির বাসিন্দা পেশায় শ্রমিক বাইলুরু ৷

ওই বছর 25 ফেব্রুয়ারি বাইলুরু ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী পাক্কিরাম্মাকে আক্রমণ করে ৷ তার শ্যালিকা গঙ্গারামার উপরেও হামলা চালায় ৷ এমনকী বাদ যায়নি ওই দম্পতির তিন সন্তান- পবিত্রা, নাগারাজ এবং রাজাপ্পাও ৷ ধারালো অস্ত্রের কোপে এই পাঁচজনেরই মৃত্যু হয় ৷ বাল্লারির সেশনস কোর্ট বাইলুরু থিপ্পাইয়াকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করে ৷ নিম্ন আদালত 36 জন সাক্ষী এবং 51 টি জিনিসের প্রমাণ খতিয়ে দেখে ৷ শেষমেশ 2019 সালের 3 ডিসেম্বর ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় ৷

নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় থিপ্পাইয়া ৷ 2022 সালের 22 নভেম্বর হাইকোর্ট মামলার শুনানি পর্ব শেষ করে ৷ রায়দান স্থগিত ছিল ৷ এবার রায় দেওয়া হল। আদালত জানায়, এই নৃশংসতায় ডিভিশন বেঞ্চ স্তম্ভিত ৷ বিচারপতি সূরজ গোবিন্দরাজ এবং বিচারপতি জি বাসবারাজা বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানায়, "যে নির্মমতার সঙ্গে এই অপরাধ করা হয়েছে, তাতে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় নেই ৷ পাঁচজনকে খুন করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 3 জনের বয়স 10 বছরের নীচে ৷ এটা এমনি এক বিরল থেকে বিরলতম ঘটনা যেখানে মৃত্যুদণ্ডের সাজাই দিতে হচ্ছে ৷ এই রায় ঘোষণা করতে গিয়ে আমাদের হৃদয় ভারী হয়ে আসছে ৷"

আরও পড়ুন: যৌন অত্যাচারের পর হত্যা বালককে, অপরাধের 15 দিনের মধ্যেই মিলল মৃত্যুদণ্ড

আদালত আরও জানানয়, আবেদনকারী দু'জন মহিলা এবং তিনটি শিশুকে তার বাড়িতে আক্রমণ করেছে ৷ তাদের ক্ষতবিক্ষত করেছে ৷ তারপর ওই ব্যক্তি বাড়ির বাইরে বেরিয়ে আসে ৷ তার হাতে ছিল রক্তমাখা ধারালো অস্ত্র ৷ সেই অবস্থায় সে চিৎকার করে খুনের কথা সদর্পে ঘোষণাও করছে ৷ আদালত বহু খুনের ঘটনার মামলার বিচার করেছে ৷ তবে এই ঘটনা যে কোনও মানুষের বিবেককে স্তব্ধ করে দেবে ৷

এই খুনের ঘটনায় বাইলুরু থিপ্পাইয়া ও তার স্ত্রী পাক্কিরাম্মার চার সন্তানের মধ্যে একজন বেঁচে গিয়েছিল ৷ তার নাম রাজেশ্বরী ৷ আদালত তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এর জন্য অ্যাডিশনাল রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ফাইলপত্র জেলার আইনি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে ৷ এর সঙ্গে দোষী কারাবাসের সময় কেমন ব্যবহার করছে, তার শারীরিক এবং মানসিক অবস্থার রিপোর্ট দিতে হবে আদালতকে ৷

আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আব্বাসিকে মৃত্যুদণ্ডের সাজা

বাইলুরু থিপ্পাইয়ার পরিবারের বিস্তারিত বিবরণ, তার ভাই-বোনের সঙ্গে সম্পর্ক, কোনও রকম হিংসাত্মক ঘটনা বা অবহেলার ঘটনার সঙ্গে সে যুক্ত ছিল কি না, তার বাবা-মায়ের মতামত, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক-অর্থনৈতিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে আদালতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.