ETV Bharat / bharat

Karnataka HC Fine: কর্ণাটকে পঞ্চায়েত নির্বাচনে দেরি, সরকারকে লক্ষাধিক টাকা জরিমানা হাইকোর্টের

কর্ণাটকে বিজেপি সরকার জেলা ও তালুক পঞ্চায়েত নির্বাচনের সময় পিছিয়ে দিচ্ছে ৷ আদালত এতে বাসবরাজ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং আদালতের নির্দেশ না-মানার জন্য সরকারকে জরিমানা দিতে বলেছে (Karnataka HC over delay in panchayat elections) ৷

Karnataka
ETV Bharat
author img

By

Published : Dec 15, 2022, 2:14 PM IST

বেঙ্গালুরু, 15 ডিসেম্বর: জেলা এবং তালুক পঞ্চায়েত নির্বাচনে দেরি হচ্ছে ৷ এ নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ আর সেজন্য রাজ্য সরকারকে জরিমানা করল আদালত ৷ বুধবার কর্নাটক হাইকোর্ট রাজ্য সরকারকে 5 লক্ষ টাকা জরিমানা করে ৷ সরকার কলাকৌশলে জেলা ও তালুক পঞ্চায়েত নির্বাচনের সময় পার করে দিচ্ছে ৷ জরিমানা করলেও আদালত রাজ্য সরকারকে পুনর্বিন্যাসের (delimitation exercise) কাজ শেষ করতে তিন মাস সময় দিয়েছে ৷ পাশাপাশি এই সময়ের মধ্যে তৈরি করে ফেলতে হবে ওবিসিদের সংরক্ষণের (reservation list for OBCs) তালিকাও ৷

কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে এবং বিচারপতি অশোক এস কিনাগির ডিভিশন বেঞ্চ কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশনের আবেদন শোনেন ৷ তাতে নির্বাচন কমিশন জানিয়েছে, সরকার পুনর্বিন্যাস তালিকা তৈরির নির্দেশ দিক ৷ কর্ণাটক গ্রাম স্বরাজ এবং পঞ্চায়েত রাজ (সংশোধনী) বিল 2022 (Karnataka Gram Swaraj and Panchayat Raj (Amendment) Bill) খারিজ করা হোক ৷

আরও পড়ুন: কর্নাটক-মহারাষ্ট্র সীমানা বিবাদে বন্ধ 300 বাস, দুর্ভোগে যাত্রীরা

রাজ্যের তরফে জেলা ও তালুক পঞ্চায়েত কেন্দ্রগুলির (Zilla Panchayat and Taluk Panchayat elections) পুনর্বিন্যাসের জন্য পুনর্বিন্যাস কমিশন (delimitation commission) গঠন করা হয়েছে ৷ এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আদালতের কাছে 90 দিন সময় চেয়ে নিয়েছেন পুনর্বিন্যাস কমিশনের পক্ষের প্রবীণ আইনজীবী ৷

তবে আদালত সরকারকে তীব্র ভর্ৎসনা করে কাজের গতির সঙ্গে শম্বুকগতির তুলনা টানেন ৷ বারবার মেয়াদ বাড়ানোর আবেদন ঠিক নয় বলে জানায় ৷ এর আগে 6 মাস সময় দেওয়া হলেও সরকার কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে ৷ এটা আদালতের নির্দেশ অবমাননার প্রচেষ্টা, জানায় ডিভিশন বেঞ্চ ৷

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, "রাজ্য সরকার এবং রাজ্য পুনর্বিন্যাস কমিশনের (State Delimitation Commission) এই আবেদনকে আমরা অনুমোদন দিচ্ছি না ৷ কিন্তু বিচারের দিক দিয়ে একটা সুযোগ দেওয়া হচ্ছে ৷ আমরা 2 ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত কাজ (পুনর্বিন্যাস প্রক্রিয়া) মেয়াদ বাড়ালাম ৷ পুরো কাজ 31 জানুয়ারি, 2023 -এর আগে শেষ করতে হবে ৷ যাতে 2 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রাজ্য সরকার এবং পুনর্বিন্যাস কমিশন আদালতে রিপোর্ট জমা দিতে পারে ৷ এর জন্য যে যে পদক্ষেপ করা দরকার, তা করুক সরকার ৷"

এর আগে 24 মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ রাজ্য সরকারকে 12 সপ্তাহের মধ্যে ওবিসি সংরক্ষণ তালিকা এবং পুনর্বিন্যাস প্রক্রিয়া শেষ করা নির্দেশ দিয়েছিল ৷ নির্দেশ পূরণে ব্যর্থ হয়েছে সরকার ৷ তাই বুধবার বাসবরাজ বোম্মাই-সরকারকে আগামী বছরের 28 জানুয়ারির আগে 5 লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷ এর মধ্যে 2 লক্ষ জমা পড়বে কর্ণাটক রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের কাছে, 2 লক্ষ টাকা বেঙ্গালুরুর অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন এবং অ্যাডভোকেটস ক্লার্কস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাবে 1 লক্ষ টাকা ৷

আরও পড়ুন: অনুষ্ঠানে হাঁটতে হাঁটতে আচমকা পড়লেন মাটিতে, মৃত্যু তরুণীর

বেঙ্গালুরু, 15 ডিসেম্বর: জেলা এবং তালুক পঞ্চায়েত নির্বাচনে দেরি হচ্ছে ৷ এ নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ আর সেজন্য রাজ্য সরকারকে জরিমানা করল আদালত ৷ বুধবার কর্নাটক হাইকোর্ট রাজ্য সরকারকে 5 লক্ষ টাকা জরিমানা করে ৷ সরকার কলাকৌশলে জেলা ও তালুক পঞ্চায়েত নির্বাচনের সময় পার করে দিচ্ছে ৷ জরিমানা করলেও আদালত রাজ্য সরকারকে পুনর্বিন্যাসের (delimitation exercise) কাজ শেষ করতে তিন মাস সময় দিয়েছে ৷ পাশাপাশি এই সময়ের মধ্যে তৈরি করে ফেলতে হবে ওবিসিদের সংরক্ষণের (reservation list for OBCs) তালিকাও ৷

কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে এবং বিচারপতি অশোক এস কিনাগির ডিভিশন বেঞ্চ কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশনের আবেদন শোনেন ৷ তাতে নির্বাচন কমিশন জানিয়েছে, সরকার পুনর্বিন্যাস তালিকা তৈরির নির্দেশ দিক ৷ কর্ণাটক গ্রাম স্বরাজ এবং পঞ্চায়েত রাজ (সংশোধনী) বিল 2022 (Karnataka Gram Swaraj and Panchayat Raj (Amendment) Bill) খারিজ করা হোক ৷

আরও পড়ুন: কর্নাটক-মহারাষ্ট্র সীমানা বিবাদে বন্ধ 300 বাস, দুর্ভোগে যাত্রীরা

রাজ্যের তরফে জেলা ও তালুক পঞ্চায়েত কেন্দ্রগুলির (Zilla Panchayat and Taluk Panchayat elections) পুনর্বিন্যাসের জন্য পুনর্বিন্যাস কমিশন (delimitation commission) গঠন করা হয়েছে ৷ এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আদালতের কাছে 90 দিন সময় চেয়ে নিয়েছেন পুনর্বিন্যাস কমিশনের পক্ষের প্রবীণ আইনজীবী ৷

তবে আদালত সরকারকে তীব্র ভর্ৎসনা করে কাজের গতির সঙ্গে শম্বুকগতির তুলনা টানেন ৷ বারবার মেয়াদ বাড়ানোর আবেদন ঠিক নয় বলে জানায় ৷ এর আগে 6 মাস সময় দেওয়া হলেও সরকার কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে ৷ এটা আদালতের নির্দেশ অবমাননার প্রচেষ্টা, জানায় ডিভিশন বেঞ্চ ৷

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, "রাজ্য সরকার এবং রাজ্য পুনর্বিন্যাস কমিশনের (State Delimitation Commission) এই আবেদনকে আমরা অনুমোদন দিচ্ছি না ৷ কিন্তু বিচারের দিক দিয়ে একটা সুযোগ দেওয়া হচ্ছে ৷ আমরা 2 ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত কাজ (পুনর্বিন্যাস প্রক্রিয়া) মেয়াদ বাড়ালাম ৷ পুরো কাজ 31 জানুয়ারি, 2023 -এর আগে শেষ করতে হবে ৷ যাতে 2 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রাজ্য সরকার এবং পুনর্বিন্যাস কমিশন আদালতে রিপোর্ট জমা দিতে পারে ৷ এর জন্য যে যে পদক্ষেপ করা দরকার, তা করুক সরকার ৷"

এর আগে 24 মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ রাজ্য সরকারকে 12 সপ্তাহের মধ্যে ওবিসি সংরক্ষণ তালিকা এবং পুনর্বিন্যাস প্রক্রিয়া শেষ করা নির্দেশ দিয়েছিল ৷ নির্দেশ পূরণে ব্যর্থ হয়েছে সরকার ৷ তাই বুধবার বাসবরাজ বোম্মাই-সরকারকে আগামী বছরের 28 জানুয়ারির আগে 5 লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷ এর মধ্যে 2 লক্ষ জমা পড়বে কর্ণাটক রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের কাছে, 2 লক্ষ টাকা বেঙ্গালুরুর অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন এবং অ্যাডভোকেটস ক্লার্কস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাবে 1 লক্ষ টাকা ৷

আরও পড়ুন: অনুষ্ঠানে হাঁটতে হাঁটতে আচমকা পড়লেন মাটিতে, মৃত্যু তরুণীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.