বেঙ্গালুরু, 22 নভেম্বর: ডোনারের শুক্রাণুর সাহায্যে ও অন্য মহিলার গর্ভ ভাড়া করে অর্থাৎ সারোগেসি পদ্ধতিতে সন্তানলাভের জন্য 13 জন দম্পতিকে অনুমতি দিল কর্ণাটক হাইকোর্ট ৷ সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন বিচারপতি এম নাগাপ্রসন্ন ৷ চলতি বছরের 14 মে থেকে সারোগেসি অ্যামেন্ডমেন্ট রুল 7 বলবৎ হয়েছে সেই নিয়মকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানি শেষে এই নির্দেশ দেয় কর্ণাটক হাইকোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্ন ৷
সারোগেসি আইনে নয়া সংশোধনী অনুযায়ী, কোনও দাতার শুক্রাণু নিলে সারোগেসি বৈধ ৷ তবে সব ক্ষেত্রেই তা প্রযোজ্য নয়, সংশ্লিষ্ট মামলাটির উপর নির্ভর করে এই নিয়ম লাগু হবে ৷ সেরকমই আবেদনের প্রেক্ষিতে 13 দম্পতিকে এই অনুমতি দিয়েছে কর্ণাটক হাইকোর্ট ৷ রায়ে আদালত বলেছে, যে দম্পতি সন্তান নিতে করতে চান তাঁদের চিকিৎসার উপর ভিত্তি করে, এই নিয়ম লাগু হবে বা শিথিল হবে ৷ এটি সংশ্লিষ্ট আইনের 14 নম্বর বিধি দ্বারা অনুমোদিত ৷ যদিও আইনে ওই দম্পতির চিকিৎসার বিষয়ে নির্দিষ্ট করে কোনও সংজ্ঞা দেওয়া নেই, পরিস্থিতি ও যে মহিলা সন্তান নিতে চান তাঁর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে এই নিয়ম লাগু হবে ৷
এছাড়াও, সারোগেসি বা গর্ভ ভাড়া নেওয়ার আবেদন জানিয়ে অনেক আবেদন জমা পড়েছে হাইকোর্টে ৷ আদালত নির্দেশ দিয়েছে, আবেদনকারীদের স্বাস্থ্যের অবস্থা খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ও শংসাপত্র দিতে হবে ৷ এই ধরণের বহু আবেদন বর্তমানে সুপ্রিম কোর্টেও বিচারাধীন রয়েছে ৷
আরও পড়ুন: