বেঙ্গালুরু, 15 জুন: দেশে সোশাল মিডিয়ার কাজকর্ম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে পারে আদালত ৷ বুধবার ফেসবুককে এভাবেই সতর্ক করল কর্ণাটক হাইকোর্ট ৷ সৌদি আরবে এক ভারতীয় নাগরিক বন্দি রয়েছেন ৷ সেই তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে মেটার ফেসবুকের বিরুদ্ধে ৷ সেই কারণেই আদালতেক এই সতর্কতা ৷
কর্ণাটক আদালতের বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিতের বেঞ্চ দক্ষিণ কন্নড় জেলার মেঙ্গালুরুর কবিতা নামে এক বাসিন্দার মামলার প্রেক্ষিতে ফেসবুককে এই হুঁশিয়ারি দেয় ৷ এক সপ্তাহের মধ্যে আদালতে প্রয়োজনীয় তথ্য সমেত সম্পূর্ণ রিপোর্ট দিতে হবে বলে আমেরিকার এই সোশাল মিডিয়াকে নির্দেশ দিয়েছে আদালত ৷ মামলার পরবর্তী শুনানি 22 জুন ৷
ঘটনার সূত্রপাত ফেসবুকের একটি ভুয়ো অ্যাকাউন্টকে ঘিরে ৷ মামলাকারী কবিতার স্বামী শৈলেশ কুমার সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন ৷ তাঁর বয়স 52 বছর ৷ 25 বছর ধরে তিনি সেখানে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে ৷ স্বামী সৌদিতে থাকলেও স্ত্রী কবিতা কর্ণাটকে সন্তানদের সঙ্গে থাকতেন ৷
আরও পড়ুন: মৃতদেহকে ধর্ষণ, কেন্দ্রকে আইন সংশোধন করতে বলল হাইকোর্ট
কবিতা জানিয়েছেন, তাঁর স্বামী শৈলেশ 2019 সালে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসির সমর্থনে ফেসবুকে কিছু বার্তা পোস্ট করেছিলেন ৷ এদিকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শৈলেশের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলে ৷ সেই অ্যাকাউন্ট থেকে সৌদি আরবের রাজা এবং ইসলাম ধর্মের নামে আপত্তিকর পোস্ট করা হয় ৷
এই বিষয়টি জানতে পেরে শৈলেশ কবিতাকে তা জানায় ৷ স্ত্রী মেঙ্গালুরুতে পুলিশের কাছে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট এবং আপত্তিকর পোস্ট নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ তাতেও শেষরক্ষা হয়নি শৈলেশের ৷ তাঁকে গ্রেফতার করে সৌদি পুলিশ ৷ তিনি এখন সৌদি আরবে জেলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ৷
মেঙ্গালুরু পুলিশ এর তদন্ত করতে গিয়ে ফেসবুককে একটি চিঠি দেয় ৷ তাতে এই সোশাল মিডিয়া সংস্থার কাছ থেকে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নিয়ে জানতে চাওয়া হয় ৷ ফেসবুক এই চিঠির কোনও উত্তর দেয়নি বা কোনও ভাবে সাড়াও দেয়নি বলে জানা গিয়েছে ৷ এরপর 2021 সালে মামলাকারী কবিতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ তিনি তদন্তে দেরি হওয়ার অভিযোগ করেন ৷ এমনকী শৈলেশকে সৌদির জেল থেকে ছাড়িয়ে আনা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছেও চিঠি লেখেন স্ত্রী কবিতা ৷ তবে এখনও অবস্থার বদল হয়নি।
আরও পড়ুন: তিন নাবালক সন্তান-স্ত্রীকে নৃশংস খুন, মৃত্যুদণ্ড বহাল রাখল কর্ণাটক হাইকোর্ট
বুধবার আদালতের নির্দেশে এই প্রসঙ্গটিও উঠে আসে ৷ ভারতীয় নাগরিককে মিথ্যে মামলায় গ্রেফতারির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ করেছে তা জানানোর নির্দেশ দেয় হাইকোর্ট ৷ মেঙ্গালুরু পুলিশকেও তদন্তে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং আদালতে রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছে বেঞ্চ ৷