ETV Bharat / bharat

Karnataka HC: অন্য সম্পর্কে জড়িয়ে স্বামীর থেকে খোরপোশের দাবি করতে পারবেন না স্ত্রী, জানাল কর্ণাটকের আদালতের - Husband Wife Relationship

স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ অন্য পুরুষের সঙ্গে বাস করেন ৷ এমনকী এই সম্পর্কের জেরে দম্পতির বিবাহবিচ্ছেদও হয়েছে ৷ এই পরিস্থিতিতে স্ত্রী স্বামীর কাছ থেকে খোরপোশ আশা করতে পারেন না, জানাল আদালত ৷

ETV Bharat
কর্ণাটক হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 10:40 PM IST

বেঙ্গালুরু, 7 অক্টোবর: স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে স্বামীর কাছ থেকে খোরপোশ আশা করতে পারেন না ৷ একটি মামলার পর্যবেক্ষণে জানালেন বিচারক রাজেন্দ্র বাদামিকরের বেঞ্চ ৷ এই সংক্রান্ত একটি মামলায় এক মহিলার খোরপোশের আবেদন খারিজ করে দেয় কর্ণাটকের চিকমাগালুরের একটি সেশনস আদালত ৷

এই মামলায় সেশনস কোর্টের বেঞ্চ জানায়, "আবেদনকারী অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছেন ৷ শুধু তাই নয়, তিনি অসৎ ৷ তাঁর স্বামী তাঁকে জীবনযাপনের খরচ বহন করবে, এই ইচ্ছেটা গ্রহণযোগ্য নয় ৷ স্বামীর কাছ থেকে তো কোনও আশাই করা উচিত নয় ৷"

পুলিশও তদন্ত করতে গিয়ে জানতে পারে, ওই মহিলা স্বামী নয়, অন্য এক পুরুষের সঙ্গে থাকতে ইচ্ছুক ৷ এই প্রসঙ্গে আদালত জানায়, "এই সম্পর্কের জন্য বিবাহবিচ্ছেদ হয়েছে ৷ এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না ৷ পণের জন্য স্ত্রীর উপর অত্যাচার করা হয়নি ৷ সালিশি সভা করে তাঁকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ যদিও স্ত্রীর ভাই জানিয়েছে, তিনি স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র আরেক পুরুষের সঙ্গে বাস করছেন ৷"

আরও পড়ুন: ইচ্ছাকৃত স্বামী-স্ত্রী উভয়ের যৌন সম্পর্কে না যাওয়া 'নিষ্ঠুরতা', বার্তা দিল্লি হাইকোর্টের

আদালত আরও জানায়, স্ত্রী আয় করেন না ৷ তবে সাক্ষীরা জানাচ্ছেন, তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে থাকছেন ৷ এটা প্রমাণিত ৷ তাই আবেদনকারীর এই খোরপোশের আবেদন কোনওভাবে মঞ্জুর করা যায় না ৷ ম্যাজিস্ট্রেট কোর্ট খোরপোশের নির্দেশ দিলেও তা খারিজ করছে সেশনস কোর্ট ৷ সব প্রমাণ বিবেচনা করেই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে ৷ হাইকোর্টে এই মামলাটির পুনর্বিবেচনার আবেদনও খারিজ করেছে ৷

এই মামলার ট্রায়ালে মামলাকারীর আইনজীবী আদালতে অনুরোধ করেন, আবেদনকারী আইন মেনে বিয়ে করেছেন ৷ তাই তাঁর দেখাশোনার দায়িত্ব স্বামীরই ৷ এদিকে স্বামীর পক্ষের আইনজীবী আদালতে জানান, মহিলা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন ৷ তাই ট্রায়াল কোর্টে দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ এমনকী মামলাকী তাঁর স্বামীর সঙ্গে থাকতেও নারাজ ৷ তিনি অন্য এক পুরুষের সঙ্গে থাকেন ৷ মহিলার সঙ্গে আইনত বিয়ে হলেও তাঁর অবৈধ সম্পর্ক ছিল ৷ এই অবস্থায় স্বামী কোনওভাবেই বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রীকে খোরপোশ দিতে পারেন না ৷

সূত্রে জানা গিয়েছে, রাজ্যের চিকমাগালুর জেলায় এক বাসিন্দা একই জেলার অন্য গ্রামের এক মহিলাকে বিয়ে করেন ৷ বিয়ের পর অন্য এক পুরুষের সঙ্গে ওই মহিলার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে ৷ এ নিয়ে গ্রামে বৈঠক হয় ৷ তাতেও ওই মহিলা তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক থেকে সরে আসতে চাননি ৷ এমনকী, পারিবারিক আদালতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয় ৷ তবে ম্যাজিস্ট্রেট আদালত স্বামীকে তাঁর বিবাহ-বিচ্ছিন্না স্ত্রীকে 1 হাজার 500 টাকা খোরপোশ, 1 হাজার টাকা বাড়িভাড়া এবং 5 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় ৷ তবে এই নির্দেশ খারিজ করে দেয় সেশনস কোর্ট ৷ আর সেশনস কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি ফৌজদারি মামলার আবেদন করে স্ত্রী ৷

আরও পড়ুন: তিন নাবালক সন্তান-স্ত্রীকে নৃশংস খুন, মৃত্যুদণ্ড বহাল রাখল কর্ণাটক হাইকোর্ট

বেঙ্গালুরু, 7 অক্টোবর: স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে স্বামীর কাছ থেকে খোরপোশ আশা করতে পারেন না ৷ একটি মামলার পর্যবেক্ষণে জানালেন বিচারক রাজেন্দ্র বাদামিকরের বেঞ্চ ৷ এই সংক্রান্ত একটি মামলায় এক মহিলার খোরপোশের আবেদন খারিজ করে দেয় কর্ণাটকের চিকমাগালুরের একটি সেশনস আদালত ৷

এই মামলায় সেশনস কোর্টের বেঞ্চ জানায়, "আবেদনকারী অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছেন ৷ শুধু তাই নয়, তিনি অসৎ ৷ তাঁর স্বামী তাঁকে জীবনযাপনের খরচ বহন করবে, এই ইচ্ছেটা গ্রহণযোগ্য নয় ৷ স্বামীর কাছ থেকে তো কোনও আশাই করা উচিত নয় ৷"

পুলিশও তদন্ত করতে গিয়ে জানতে পারে, ওই মহিলা স্বামী নয়, অন্য এক পুরুষের সঙ্গে থাকতে ইচ্ছুক ৷ এই প্রসঙ্গে আদালত জানায়, "এই সম্পর্কের জন্য বিবাহবিচ্ছেদ হয়েছে ৷ এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না ৷ পণের জন্য স্ত্রীর উপর অত্যাচার করা হয়নি ৷ সালিশি সভা করে তাঁকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ যদিও স্ত্রীর ভাই জানিয়েছে, তিনি স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র আরেক পুরুষের সঙ্গে বাস করছেন ৷"

আরও পড়ুন: ইচ্ছাকৃত স্বামী-স্ত্রী উভয়ের যৌন সম্পর্কে না যাওয়া 'নিষ্ঠুরতা', বার্তা দিল্লি হাইকোর্টের

আদালত আরও জানায়, স্ত্রী আয় করেন না ৷ তবে সাক্ষীরা জানাচ্ছেন, তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে থাকছেন ৷ এটা প্রমাণিত ৷ তাই আবেদনকারীর এই খোরপোশের আবেদন কোনওভাবে মঞ্জুর করা যায় না ৷ ম্যাজিস্ট্রেট কোর্ট খোরপোশের নির্দেশ দিলেও তা খারিজ করছে সেশনস কোর্ট ৷ সব প্রমাণ বিবেচনা করেই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে ৷ হাইকোর্টে এই মামলাটির পুনর্বিবেচনার আবেদনও খারিজ করেছে ৷

এই মামলার ট্রায়ালে মামলাকারীর আইনজীবী আদালতে অনুরোধ করেন, আবেদনকারী আইন মেনে বিয়ে করেছেন ৷ তাই তাঁর দেখাশোনার দায়িত্ব স্বামীরই ৷ এদিকে স্বামীর পক্ষের আইনজীবী আদালতে জানান, মহিলা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন ৷ তাই ট্রায়াল কোর্টে দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ এমনকী মামলাকী তাঁর স্বামীর সঙ্গে থাকতেও নারাজ ৷ তিনি অন্য এক পুরুষের সঙ্গে থাকেন ৷ মহিলার সঙ্গে আইনত বিয়ে হলেও তাঁর অবৈধ সম্পর্ক ছিল ৷ এই অবস্থায় স্বামী কোনওভাবেই বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রীকে খোরপোশ দিতে পারেন না ৷

সূত্রে জানা গিয়েছে, রাজ্যের চিকমাগালুর জেলায় এক বাসিন্দা একই জেলার অন্য গ্রামের এক মহিলাকে বিয়ে করেন ৷ বিয়ের পর অন্য এক পুরুষের সঙ্গে ওই মহিলার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে ৷ এ নিয়ে গ্রামে বৈঠক হয় ৷ তাতেও ওই মহিলা তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক থেকে সরে আসতে চাননি ৷ এমনকী, পারিবারিক আদালতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয় ৷ তবে ম্যাজিস্ট্রেট আদালত স্বামীকে তাঁর বিবাহ-বিচ্ছিন্না স্ত্রীকে 1 হাজার 500 টাকা খোরপোশ, 1 হাজার টাকা বাড়িভাড়া এবং 5 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় ৷ তবে এই নির্দেশ খারিজ করে দেয় সেশনস কোর্ট ৷ আর সেশনস কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি ফৌজদারি মামলার আবেদন করে স্ত্রী ৷

আরও পড়ুন: তিন নাবালক সন্তান-স্ত্রীকে নৃশংস খুন, মৃত্যুদণ্ড বহাল রাখল কর্ণাটক হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.