ETV Bharat / bharat

বেলগাভিতে মহিলাকে হেনস্তায় চুপ গ্রামবাসী, 'জরিমানা' চালু করে পুরো গ্রামকে শাস্তির পরামর্শ হাইকোর্টের - পুরো গ্রামকে শাস্তির পরামর্শ হাইকোর্টের

Karnataka High Court: বেলগাভিতে মহিলাকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ করেনি গ্রামবাসীরা ৷ প্রকল্প চালু করে পুরো গ্রামকে শাস্তির পরামর্শ দিল কর্ণাটক হাইকোর্ট ৷

Karnataka High Court
কর্ণাটক হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 7:07 PM IST

বেঙ্গালুরু, 18 ডিসেম্বর: ব্রিটিশ শাসনকে অনুকরণ ৷ গ্রামবাসীদের সামনেই মহিলাকে হেনস্তা ৷ তবুও কোনও পদক্ষেপ নেয়নি গ্রামের কোনও বাসিন্দা ৷ উইলিয়াম বেন্টিঙ্কের ধাঁচে বেলগাভির ঘটনায় পুরো গ্রামকে জরিমানা করার পরামর্শ দিল কর্ণাটক হাইকোর্ট ৷ আদালত অভিমত ব্যক্ত করেছে, বেলগাভি জেলায় মহিলাকে হেনস্তা এবং বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় গ্রামে অমানবিক কাজ হওয়া সত্ত্বেও পুরো গ্রাম চুপ ছিল ৷ তাদের শাস্তি বা জরিমানা করা যেতে পারে । হাইকোর্ট এমন একটি প্রকল্প চালু করার পরামর্শ দিয়েছে যা পুরো গ্রামবাসীকে শাস্তি বা জরিমানা করতে পারে ।

প্রধান বিচারপতি প্রসন্ন বালাচন্দ্র ভারালে এবং বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের সমন্বয়ে গঠিত বেঞ্চের তরফে এই পরামর্শ দেওয়া হয়েছে ৷ বেলগাভিতে মহিলাকে হেনস্তার ঘটনার মামলার বিষয়ে একটি স্বেচ্ছাসেবী আবেদনের শুনানিতে এই পরামর্শ দেওয়া হয় । বেঞ্চ নীরব দর্শক গ্রামবাসীদের কাছ থেকে জরিমানা আদায় করে নির্যাতিতাকে দেওয়ার পরামর্শ দিয়েছে ৷ বলা হয়েছে, ব্রিটিশরা এই ধরনের আচরণের জন্য একটি বিশেষ কর ধার্য করত । উইলিয়াম বেন্টিঙ্কের সময়েও এমন নীতি ছিল । এখন একইভাবে কর ধার্য করা হলে গ্রামের মানুষের কিছুটা দায় থাকবে । তাহলে এ ধরনের ঘটনা ঘটলে তারা নীরব না থেকে ব্যবস্থা নেবে ।

উল্লেখ্য, গত 11 ডিসেম্বর কর্ণাটকের বেলগাভিতে বিবস্ত্র করে ঘুরিয়ে তারপর খুঁটিতে বেঁধে মারধর করা হয় 42 বছরের এক মহিলাকে ৷ ছেলে প্রেমিকার বিয়ের আগে তাকে নিয়ে পালিয়ে যায় ৷ তাই মেয়েটির পরিবারের লোক ছেলেটির মায়ের সঙ্গে এহেন অত্যাচার করে ৷ সেই ঘটনায় নীরব দর্শকের ভূমিকায় ছিল গ্রামের লোকেরা ৷ মহিলার সঙ্গে অত্যাচারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেনি তারা ৷ তাই সেই ঘটনায় পুরো গ্রামকে শাস্তি দেওয়ার পরামর্শ দিল আদালত ৷

আরও পড়ুন:

  1. আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকে নির্যাতিতাকে দেখতে বিজেপির দল
  2. পৈশাচিক! প্রেমিকাকে নিয়ে পালানোয় ছেলের মা'কে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রামে, গ্রেফতার 7
  3. ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার আদিবাসী মা ও মেয়ে !

বেঙ্গালুরু, 18 ডিসেম্বর: ব্রিটিশ শাসনকে অনুকরণ ৷ গ্রামবাসীদের সামনেই মহিলাকে হেনস্তা ৷ তবুও কোনও পদক্ষেপ নেয়নি গ্রামের কোনও বাসিন্দা ৷ উইলিয়াম বেন্টিঙ্কের ধাঁচে বেলগাভির ঘটনায় পুরো গ্রামকে জরিমানা করার পরামর্শ দিল কর্ণাটক হাইকোর্ট ৷ আদালত অভিমত ব্যক্ত করেছে, বেলগাভি জেলায় মহিলাকে হেনস্তা এবং বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় গ্রামে অমানবিক কাজ হওয়া সত্ত্বেও পুরো গ্রাম চুপ ছিল ৷ তাদের শাস্তি বা জরিমানা করা যেতে পারে । হাইকোর্ট এমন একটি প্রকল্প চালু করার পরামর্শ দিয়েছে যা পুরো গ্রামবাসীকে শাস্তি বা জরিমানা করতে পারে ।

প্রধান বিচারপতি প্রসন্ন বালাচন্দ্র ভারালে এবং বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের সমন্বয়ে গঠিত বেঞ্চের তরফে এই পরামর্শ দেওয়া হয়েছে ৷ বেলগাভিতে মহিলাকে হেনস্তার ঘটনার মামলার বিষয়ে একটি স্বেচ্ছাসেবী আবেদনের শুনানিতে এই পরামর্শ দেওয়া হয় । বেঞ্চ নীরব দর্শক গ্রামবাসীদের কাছ থেকে জরিমানা আদায় করে নির্যাতিতাকে দেওয়ার পরামর্শ দিয়েছে ৷ বলা হয়েছে, ব্রিটিশরা এই ধরনের আচরণের জন্য একটি বিশেষ কর ধার্য করত । উইলিয়াম বেন্টিঙ্কের সময়েও এমন নীতি ছিল । এখন একইভাবে কর ধার্য করা হলে গ্রামের মানুষের কিছুটা দায় থাকবে । তাহলে এ ধরনের ঘটনা ঘটলে তারা নীরব না থেকে ব্যবস্থা নেবে ।

উল্লেখ্য, গত 11 ডিসেম্বর কর্ণাটকের বেলগাভিতে বিবস্ত্র করে ঘুরিয়ে তারপর খুঁটিতে বেঁধে মারধর করা হয় 42 বছরের এক মহিলাকে ৷ ছেলে প্রেমিকার বিয়ের আগে তাকে নিয়ে পালিয়ে যায় ৷ তাই মেয়েটির পরিবারের লোক ছেলেটির মায়ের সঙ্গে এহেন অত্যাচার করে ৷ সেই ঘটনায় নীরব দর্শকের ভূমিকায় ছিল গ্রামের লোকেরা ৷ মহিলার সঙ্গে অত্যাচারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেনি তারা ৷ তাই সেই ঘটনায় পুরো গ্রামকে শাস্তি দেওয়ার পরামর্শ দিল আদালত ৷

আরও পড়ুন:

  1. আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকে নির্যাতিতাকে দেখতে বিজেপির দল
  2. পৈশাচিক! প্রেমিকাকে নিয়ে পালানোয় ছেলের মা'কে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রামে, গ্রেফতার 7
  3. ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার আদিবাসী মা ও মেয়ে !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.