ETV Bharat / bharat

Parrot Missing: সন্ধান চাই ! পোষ্য টিয়া খুঁজে দিলে মিলবে নগদ 50 হাজার

বাড়িতে একজোড়া টিয়াপাখি পুষেছিলেন কর্নাটকের এক পরিবার ৷ তার মধ্যে বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না একটিকে ৷ তাকে খুঁজে দিতে পারলে তৎক্ষণাৎ নগদ 50 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে পরিবারটি(Parrot Missing)৷

Parrot Missing
পোষ্য টিয়া খুঁজে দিলে মিলবে নগদ 50 হাজার
author img

By

Published : Jul 19, 2022, 7:06 PM IST

তুমাকুরু (কর্নাটক), 19 জুলাই: নিখোঁজ হওয়া টিয়াপাখি খুঁজে দিতে পারলেই মিলবে নগদ 50 হাজার টাকা(Karnataka family announces reward of Rs 50K for finding missing parrot)৷ কর্নাটকের তুমাকুরুর একটি পরিবার এমনই ঘোষণা করেছে ৷ তাঁদের পোষা প্রিয় পাখিটিকে ফিরিয়ে দিতে পারলেই পাওয়া যাবে এই মোটা অঙ্কের টাকা ৷

তুমাকুরু জেলার জয়নগর এলাকায় রবি নামে এক পশুপ্রেমী এবং টিয়াপাখিটির মালিক তাঁদের বাড়িতে দু'টি আফ্রিকান ধূসর টিয়াপাখি পুষেছিলেন ৷ এরমধ্যে 'রুস্তুমা' নামের একটি টিয়া গত 16 জুলাই থেকে নিখোঁজ হয়ে যায় ৷ এরপর পরিবারটি পাখিটিকে খুঁজে পেতে পোস্টার দেওয়ার পাশাপাশি আশেপাশের এলাকাগুলিতে খুঁজতে শুরু করে ৷ তাঁদের কথায়, "পাখিটা হয়তো ভুল করে উড়ে গিয়েছে ৷ আমি এখানকার লোকেদের বারান্দা, বাড়ির আশেপাশে গাছের ডালে দেখার জন্য অনুরোধ করছি ৷ এটা বেশিদূর যেতে পারে না ৷ পরিবারের সবাই রুস্তুমাকে খুব ভালোবাসত ৷ ওর চলে যাওয়ার কষ্টটা আমরা নিতে পারছি না ৷ তাই সবাইকে অনুরোধ, কেউ যদি পাখিটি খুঁজে দেয় তবে তাঁকে সঙ্গে সঙ্গে নগদ 50 হাজার টাকা দেওয়া হবে ৷"

আরও পড়ুন : ছাদে ঘোরার সময় হঠাৎ হামলা পোষ্য পিটবুলের, মৃত অশীতিপর বৃদ্ধা

পরিবারের একজন সদস্য বলেন, "আমি প্রাণী অধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ৷ আমি ও আমার পরিবার টিয়াপাখিটির সঙ্গে একটি বিশেষ বন্ধনে আবদ্ধ ৷ আমরা ওকে খুব মিস করছি ৷ আমরা পাখিটির সঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি ৷"

পরিবারটি পাখি দু'টিকে খুব ভালোবাসত ৷ প্রতিবছর ধুমধাম করে তাদের জন্মদিন পালন করত ৷ টিয়াপাখির সঙ্গে পরিবারটির এহেন বন্ধন, হারানো টিয়াকে খুঁজে পেতে তাঁদের এই প্রচেষ্টা রাজ্যের মানুষ ও পশুপ্রেমীদের অনুপ্রাণিত করেছে ৷

আরও পড়ুন : চুরি করতে এসে পোষ্যকে বিষ খাইয়ে মারল দুষ্কৃতী ! শোকস্তব্ধ দম্পতি

তুমাকুরু (কর্নাটক), 19 জুলাই: নিখোঁজ হওয়া টিয়াপাখি খুঁজে দিতে পারলেই মিলবে নগদ 50 হাজার টাকা(Karnataka family announces reward of Rs 50K for finding missing parrot)৷ কর্নাটকের তুমাকুরুর একটি পরিবার এমনই ঘোষণা করেছে ৷ তাঁদের পোষা প্রিয় পাখিটিকে ফিরিয়ে দিতে পারলেই পাওয়া যাবে এই মোটা অঙ্কের টাকা ৷

তুমাকুরু জেলার জয়নগর এলাকায় রবি নামে এক পশুপ্রেমী এবং টিয়াপাখিটির মালিক তাঁদের বাড়িতে দু'টি আফ্রিকান ধূসর টিয়াপাখি পুষেছিলেন ৷ এরমধ্যে 'রুস্তুমা' নামের একটি টিয়া গত 16 জুলাই থেকে নিখোঁজ হয়ে যায় ৷ এরপর পরিবারটি পাখিটিকে খুঁজে পেতে পোস্টার দেওয়ার পাশাপাশি আশেপাশের এলাকাগুলিতে খুঁজতে শুরু করে ৷ তাঁদের কথায়, "পাখিটা হয়তো ভুল করে উড়ে গিয়েছে ৷ আমি এখানকার লোকেদের বারান্দা, বাড়ির আশেপাশে গাছের ডালে দেখার জন্য অনুরোধ করছি ৷ এটা বেশিদূর যেতে পারে না ৷ পরিবারের সবাই রুস্তুমাকে খুব ভালোবাসত ৷ ওর চলে যাওয়ার কষ্টটা আমরা নিতে পারছি না ৷ তাই সবাইকে অনুরোধ, কেউ যদি পাখিটি খুঁজে দেয় তবে তাঁকে সঙ্গে সঙ্গে নগদ 50 হাজার টাকা দেওয়া হবে ৷"

আরও পড়ুন : ছাদে ঘোরার সময় হঠাৎ হামলা পোষ্য পিটবুলের, মৃত অশীতিপর বৃদ্ধা

পরিবারের একজন সদস্য বলেন, "আমি প্রাণী অধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ৷ আমি ও আমার পরিবার টিয়াপাখিটির সঙ্গে একটি বিশেষ বন্ধনে আবদ্ধ ৷ আমরা ওকে খুব মিস করছি ৷ আমরা পাখিটির সঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি ৷"

পরিবারটি পাখি দু'টিকে খুব ভালোবাসত ৷ প্রতিবছর ধুমধাম করে তাদের জন্মদিন পালন করত ৷ টিয়াপাখির সঙ্গে পরিবারটির এহেন বন্ধন, হারানো টিয়াকে খুঁজে পেতে তাঁদের এই প্রচেষ্টা রাজ্যের মানুষ ও পশুপ্রেমীদের অনুপ্রাণিত করেছে ৷

আরও পড়ুন : চুরি করতে এসে পোষ্যকে বিষ খাইয়ে মারল দুষ্কৃতী ! শোকস্তব্ধ দম্পতি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.