ETV Bharat / bharat

Karnataka Elections 2023: টিকিট দেয়নি বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদির কংগ্রেসে যোগ দিলেন ৷ আসন্ন নির্বাচনের টিকিট না পাওয়ায় বিজেপি থেকে ইস্তফা দেন তিনি ৷

Karnataka Elections 2023 ETV bharat
লক্ষ্মণ সাভাদি
author img

By

Published : Apr 14, 2023, 7:49 PM IST

বেঙ্গালুরু, 14 এপ্রিল: কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি কংগ্রেসে যোগদান করলেন ৷ শুক্রবার বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি ৷ কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট না পাওয়ার পরই বিজেপি ছাড়েন সাভাদি ৷ সাভাদির কংগ্রেসে যোগদানের সময় কুইন্স রোডের পার্টি অফিসে উপস্থিত ছিলেন কেপিসিসি-র সভাপতি ডিকে শিবকুমার, বিধানসভার বিরোধী দলের নেতা সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কর্ণাটকের পার্টি ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা ৷

আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদানের আগে আজ বিকেলে বিজেপি-র এমএলসি থেকেও পদত্যাগ করেন তিনি । টিকিটের জন্য সাভাদির অনুরোধ উপেক্ষা করে বিজেপি চলতি সপ্তাহের শুরুতে বেলাগাভি জেলার আথানি বিধানসভা আসনটির টিকিট দিয়ে দেওয়া হয় বর্তমান বিধায়ক মহেশ কুমাথাল্লিকে ৷ সাভাদি আথানি থেকে তিনবারের বিধায়ক ৷ কিন্তু 2018 সালের নির্বাচনে কুমাথাল্লির কাছে হেরে যান ৷ কুমাথাল্লি তখন কংগ্রেসের সঙ্গে ছিলেন ।

কুমাথাল্লি দলত্যাগকারীদের মধ্যে অন্যতম ছিলেন, যাঁরা কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের পতন ঘটাতে এবং 2019 সালে বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে সরকার গঠন করতে বিজেপিকে সহায়তা করেছিলেন । উল্লেখ্য, নির্বাচন লড়ার টিকিট না দেওয়ায় টিকিট প্রত্যাশীদের বিদ্রোহের মুখে পড়তে হয়েছে সে রাজ্যের বিজেপিকে ৷ অনেক নেতা পদত্যাগপত্র জমা দেন আবার কেউ কেউ দল বদলে অন্য দলের প্রতি তাদের আনুগত্য দেখান ৷

এ দিকে, সুলিয়ার অসন্তুষ্ট বিজেপি বিধায়ক তথা বন্দর, অভ্যন্তরীণ ও জল পরিবহণ মন্ত্রী এস আঙ্গারা শুক্রবার রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন । আঙ্গারা বলেন, "আমি রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছি এবং আবার রাজনীতিতে সক্রিয় হব ও সুলিয়া বিজেপি প্রার্থী ভাগীরথী মুরুল্যার পক্ষে প্রচার করব ৷" আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷

আরও পড়ুন: গুজরাত মডেল ও আমুল ব্র্যান্ড দিয়ে বিজেপি কি কর্ণাটকের নির্বাচনে জিততে পারবে ?

বেঙ্গালুরু, 14 এপ্রিল: কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি কংগ্রেসে যোগদান করলেন ৷ শুক্রবার বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি ৷ কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট না পাওয়ার পরই বিজেপি ছাড়েন সাভাদি ৷ সাভাদির কংগ্রেসে যোগদানের সময় কুইন্স রোডের পার্টি অফিসে উপস্থিত ছিলেন কেপিসিসি-র সভাপতি ডিকে শিবকুমার, বিধানসভার বিরোধী দলের নেতা সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কর্ণাটকের পার্টি ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা ৷

আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদানের আগে আজ বিকেলে বিজেপি-র এমএলসি থেকেও পদত্যাগ করেন তিনি । টিকিটের জন্য সাভাদির অনুরোধ উপেক্ষা করে বিজেপি চলতি সপ্তাহের শুরুতে বেলাগাভি জেলার আথানি বিধানসভা আসনটির টিকিট দিয়ে দেওয়া হয় বর্তমান বিধায়ক মহেশ কুমাথাল্লিকে ৷ সাভাদি আথানি থেকে তিনবারের বিধায়ক ৷ কিন্তু 2018 সালের নির্বাচনে কুমাথাল্লির কাছে হেরে যান ৷ কুমাথাল্লি তখন কংগ্রেসের সঙ্গে ছিলেন ।

কুমাথাল্লি দলত্যাগকারীদের মধ্যে অন্যতম ছিলেন, যাঁরা কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের পতন ঘটাতে এবং 2019 সালে বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে সরকার গঠন করতে বিজেপিকে সহায়তা করেছিলেন । উল্লেখ্য, নির্বাচন লড়ার টিকিট না দেওয়ায় টিকিট প্রত্যাশীদের বিদ্রোহের মুখে পড়তে হয়েছে সে রাজ্যের বিজেপিকে ৷ অনেক নেতা পদত্যাগপত্র জমা দেন আবার কেউ কেউ দল বদলে অন্য দলের প্রতি তাদের আনুগত্য দেখান ৷

এ দিকে, সুলিয়ার অসন্তুষ্ট বিজেপি বিধায়ক তথা বন্দর, অভ্যন্তরীণ ও জল পরিবহণ মন্ত্রী এস আঙ্গারা শুক্রবার রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন । আঙ্গারা বলেন, "আমি রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছি এবং আবার রাজনীতিতে সক্রিয় হব ও সুলিয়া বিজেপি প্রার্থী ভাগীরথী মুরুল্যার পক্ষে প্রচার করব ৷" আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷

আরও পড়ুন: গুজরাত মডেল ও আমুল ব্র্যান্ড দিয়ে বিজেপি কি কর্ণাটকের নির্বাচনে জিততে পারবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.