ETV Bharat / bharat

Karnataka Elections 2023: ভোটের আগে টাকার খেলা কর্ণাটকে ! নগদ-মদ মিলিয়ে বাজেয়াপ্ত 187 কোটির জিনিস - বাজেয়াপ্ত 187 কোটির জিনিস

ভোটের আগে জোরদার টাকার খেলা চলছে কর্ণাটকে ৷ নগদ-মদ মিলিয়ে 20 দিনেই বাজেয়াপ্ত হয়েছে 187 কোটি টাকার জিনিস ৷

Karnataka Elections 2023 ETV  Bharat
কর্ণাটক বিধানসভা নির্বাচন 2023
author img

By

Published : Apr 19, 2023, 12:50 PM IST

বেঙ্গালুরু, 19 এপ্রিল: 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে অর্থের খেলা জোরদার হচ্ছে কর্ণাটকে । গতবার মোট যে পরিমাণ নগদ টাকা, মদ ও উপহার বাজেয়াপ্ত করা হয়েছিল, এ বার 20 দিনের মধ্যেই তা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

29 মার্চ থেকে 17 অগস্ট পর্যন্ত নির্বাচনী নজরদারি দলগুলি দ্বারা বাজেয়াপ্ত করা নগদ, মদ, ওষুধ, মূল্যবান ধাতু এবং বিনামূল্যের উপহারের মোট পরিমাণ 187.17 কোটি টাকায় পৌঁছেছে । 2018 সালের নির্বাচনের সময় মোট বাজেয়াপ্ত হওয়া মদ, নগদ এবং উপহারের পরিমাণ ছিল 185.74 কোটি টাকা । 17 এপ্রিল পর্যন্ত 2023 সালের নির্বাচনের আগে বাজেয়াপ্ত হওয়া জিনিসের মোট মূল্য 2018 সালের নির্বাচনের তুলনায় তিনগুণ বেড়েছে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷

বাজেয়াপ্ত জিনিসপত্রের বিবরণ: এ পর্যন্ত মোট 75.17 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে । বিনামূল্যে উপহার হিসাবে 19.05 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । 40.93 কোটি টাকার মোট 9,82,756 লিটার মদ, 15.2 কোটি টাকার 908 কেজি মাদক, 33.61 কোটি টাকার 75.30 কেজি সোনা এবং 3.21 কোটি টাকার 454.707 কেজি রুপো বাজেয়াপ্ত করা হয়েছে ।

1,550টিরও বেশি এফআইআর: গোয়েন্দা বিভাগ, ফিক্সড সার্ভেলিয়েন্স টিম ও পুলিশ নগদ, মদ, মাদক, মূল্যবান ধাতু এবং উপহার বাজেয়াপ্ত করার ঘটনায় মোট 1,550টি এফআইআর দায়ের করেছে ৷ নির্বাচন ঘোষণার তারিখ থেকে এ পর্যন্ত মোট 69 হাজার 104টি অস্ত্র সংগ্রহ করা হয়েছে । নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, 18টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং 20টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে ।

ভারতীয় দণ্ডবিধির আইনে 4,253টি মামলা নথিভুক্ত করা হয়েছে । নির্বাচন ঘোষণার দিন থেকে 10,817টি অ-জামিনযোগ্য পরোয়ানা কার্যকর করা হয়েছে । আবগারি বিভাগ 1,984টি গুরুতর মামলা নথিভুক্ত করেছে, মদের লাইসেন্স লঙ্ঘনের 1,494টি মামলা, এনডিপিএস এবং কর্ণাটক আবগারি আইন, 1965 এর 15(এ) ধারার অধীনে 69টি মামলা-সহ মোট 10,193টি মামলা হয়েছে এবং 1,338টি বিভিন্ন ধরনের যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আয়কর বিভাগ বেঙ্গালুরু সিটি জেলার হেব্বাল বিধানসভা কেন্দ্র থেকে 67.54 লক্ষ টাকা মূল্যের 1.448 কেজি সোনা এবং চিক্কাপেট বিধানসভা কেন্দ্র থেকে 55.83 লক্ষ টাকা মূল্যের 1.457 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে । ইন্টেলিজেন্স স্কোয়াড শান্তিনগর বিধানসভা কেন্দ্রে 4,79,64,024 টাকা মূল্যের 7.999 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে । নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন যে, নির্দিষ্ট নজরদারি দল বেঙ্গালুরু জেলায় নগদ 30,00,000 টাকা, রামানগর বিধানসভা কেন্দ্রে 1.97 কোটি টাকা এবং মহাদেবপুর বিধানসভা কেন্দ্রে নগদ 26,62,521 টাকা বাজেয়াপ্ত করেছে ৷

আরও পড়ুন: 92 বছর বয়সেও ভোট ময়দানে, পরিচয় করুন কর্ণাটকের এই কংগ্রেস প্রার্থীর সঙ্গে

বেঙ্গালুরু, 19 এপ্রিল: 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে অর্থের খেলা জোরদার হচ্ছে কর্ণাটকে । গতবার মোট যে পরিমাণ নগদ টাকা, মদ ও উপহার বাজেয়াপ্ত করা হয়েছিল, এ বার 20 দিনের মধ্যেই তা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

29 মার্চ থেকে 17 অগস্ট পর্যন্ত নির্বাচনী নজরদারি দলগুলি দ্বারা বাজেয়াপ্ত করা নগদ, মদ, ওষুধ, মূল্যবান ধাতু এবং বিনামূল্যের উপহারের মোট পরিমাণ 187.17 কোটি টাকায় পৌঁছেছে । 2018 সালের নির্বাচনের সময় মোট বাজেয়াপ্ত হওয়া মদ, নগদ এবং উপহারের পরিমাণ ছিল 185.74 কোটি টাকা । 17 এপ্রিল পর্যন্ত 2023 সালের নির্বাচনের আগে বাজেয়াপ্ত হওয়া জিনিসের মোট মূল্য 2018 সালের নির্বাচনের তুলনায় তিনগুণ বেড়েছে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷

বাজেয়াপ্ত জিনিসপত্রের বিবরণ: এ পর্যন্ত মোট 75.17 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে । বিনামূল্যে উপহার হিসাবে 19.05 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । 40.93 কোটি টাকার মোট 9,82,756 লিটার মদ, 15.2 কোটি টাকার 908 কেজি মাদক, 33.61 কোটি টাকার 75.30 কেজি সোনা এবং 3.21 কোটি টাকার 454.707 কেজি রুপো বাজেয়াপ্ত করা হয়েছে ।

1,550টিরও বেশি এফআইআর: গোয়েন্দা বিভাগ, ফিক্সড সার্ভেলিয়েন্স টিম ও পুলিশ নগদ, মদ, মাদক, মূল্যবান ধাতু এবং উপহার বাজেয়াপ্ত করার ঘটনায় মোট 1,550টি এফআইআর দায়ের করেছে ৷ নির্বাচন ঘোষণার তারিখ থেকে এ পর্যন্ত মোট 69 হাজার 104টি অস্ত্র সংগ্রহ করা হয়েছে । নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, 18টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং 20টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে ।

ভারতীয় দণ্ডবিধির আইনে 4,253টি মামলা নথিভুক্ত করা হয়েছে । নির্বাচন ঘোষণার দিন থেকে 10,817টি অ-জামিনযোগ্য পরোয়ানা কার্যকর করা হয়েছে । আবগারি বিভাগ 1,984টি গুরুতর মামলা নথিভুক্ত করেছে, মদের লাইসেন্স লঙ্ঘনের 1,494টি মামলা, এনডিপিএস এবং কর্ণাটক আবগারি আইন, 1965 এর 15(এ) ধারার অধীনে 69টি মামলা-সহ মোট 10,193টি মামলা হয়েছে এবং 1,338টি বিভিন্ন ধরনের যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আয়কর বিভাগ বেঙ্গালুরু সিটি জেলার হেব্বাল বিধানসভা কেন্দ্র থেকে 67.54 লক্ষ টাকা মূল্যের 1.448 কেজি সোনা এবং চিক্কাপেট বিধানসভা কেন্দ্র থেকে 55.83 লক্ষ টাকা মূল্যের 1.457 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে । ইন্টেলিজেন্স স্কোয়াড শান্তিনগর বিধানসভা কেন্দ্রে 4,79,64,024 টাকা মূল্যের 7.999 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে । নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন যে, নির্দিষ্ট নজরদারি দল বেঙ্গালুরু জেলায় নগদ 30,00,000 টাকা, রামানগর বিধানসভা কেন্দ্রে 1.97 কোটি টাকা এবং মহাদেবপুর বিধানসভা কেন্দ্রে নগদ 26,62,521 টাকা বাজেয়াপ্ত করেছে ৷

আরও পড়ুন: 92 বছর বয়সেও ভোট ময়দানে, পরিচয় করুন কর্ণাটকের এই কংগ্রেস প্রার্থীর সঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.