ETV Bharat / bharat

Karnataka CM Siddaramaiah: বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার 500, কর্ণাটকে গৃহলক্ষ্মীতে 2000 টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর - মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

শপথ নিয়েই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রীতিমতো খড়গহস্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ মন্ত্রিসভার বৈঠকের পরই প্রধানমন্ত্রী এবং রাজ্যের পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি ৷

Etv Bharat
গৃহলক্ষ্মীতে 2000 টাকা
author img

By

Published : May 20, 2023, 8:04 PM IST

বেঙ্গালুরু, 20 মে: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে কর্ণাটকে চালু হল গৃহলক্ষ্মী প্রকল্প ৷ বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতিতে পাঁচ গ্যারান্টির কথা বলেছিল কংগ্রেস ৷ আর শনিবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিলমোহর দেওয়া হল গৃহলক্ষ্মী প্রকল্পে ৷ যার জেরে প্রতিমাসে রাজ্যের প্রত্যেক মহিলা পাবেন দুই হাজার টাকা ৷ কর্ণাটকের ইতিহাসে এই ঘটনাকে নজিরবিহীন বলা হলেও ওয়াকিবহল মহলের দাবি, দেশে মহিলাদের জন্য এমন ভাতা প্রণয়নের বিষয়টি একেবারেই নতুন নয় ৷

এদিন শপথ নিয়েই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রীতিমতো খড়গহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ মন্ত্রিসভার বৈঠকের পরই প্রধানমন্ত্রী এবং রাজ্যের পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সিদ্দরামাইয়া ৷ তিনি স্পষ্টতই অভিযোগ করে বলেন, ''আগে যে সরকার শাসন করেছিল, তার সম্পূর্ণ রূপে অকেজো ছিল ৷ তারা রাজ্যের করের ভাগ ঠিকমতো দিতে পারেনি। অর্থ কমিশনের সুপারিশ অনুযয়ী কেন্দ্র সরকার আমাদের পাঁচ হাজার 495 কোটি টাকা দিতে বাধ্য। আগের সরকার তা পায়নি।'' সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্ণাটক থেকেই রাজ্যসভার সাংসদ ৷ তাঁর এবং প্রধানমন্ত্রী মোদির কারণেই কর্ণাটকের ক্ষতি হয়েছে বলেও সরাসরি অভিযোগ করেন সিদ্দারমাইয়া ৷

অন্যদিকে, কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে পাঁচটি গ্যারান্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ সেই পাঁচটি গ্যারান্টি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই। মুখ্যমন্ত্রী জানান, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকের পর সব প্রতিশ্রুতি বলবৎ হবে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার পরবর্তী বৈঠক ডাকা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গৃহলক্ষ্মী প্রকল্পের উপর সিলমোহর দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ৷

রাজ্য প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কর্ণাটকে নবগঠিত সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গৃহলক্ষ্মী প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করেছেন ৷ এই প্রকল্পে কর্ণাটকের প্রতিটি মহিলা পাবেন মাসে দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেই সঙ্গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া অন্ন ভাগ্য যোজনা বাস্তবায়নের জন্যও নির্দেশ দিয়েছেন ৷ যার জেরে রাজ্যের বিপিএল পরিবারগুলিকে প্রতি মাসে 10 কেজি চাল বিনামূল্যে প্রদান করবে সরকার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ মহিলাদের জন্য মাসিক 500 টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য 1000 টাকা দিচ্ছে ৷

আরও পড়ুন: ঘৃণাকে হারিয়ে ভালোবাসা জেতায় কর্ণাটকে পাঁচ প্রতিশ্রুতি পূরণ করবে কংগ্রেস, আশ্বাস রাহুলের

বেঙ্গালুরু, 20 মে: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে কর্ণাটকে চালু হল গৃহলক্ষ্মী প্রকল্প ৷ বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতিতে পাঁচ গ্যারান্টির কথা বলেছিল কংগ্রেস ৷ আর শনিবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিলমোহর দেওয়া হল গৃহলক্ষ্মী প্রকল্পে ৷ যার জেরে প্রতিমাসে রাজ্যের প্রত্যেক মহিলা পাবেন দুই হাজার টাকা ৷ কর্ণাটকের ইতিহাসে এই ঘটনাকে নজিরবিহীন বলা হলেও ওয়াকিবহল মহলের দাবি, দেশে মহিলাদের জন্য এমন ভাতা প্রণয়নের বিষয়টি একেবারেই নতুন নয় ৷

এদিন শপথ নিয়েই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রীতিমতো খড়গহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ মন্ত্রিসভার বৈঠকের পরই প্রধানমন্ত্রী এবং রাজ্যের পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সিদ্দরামাইয়া ৷ তিনি স্পষ্টতই অভিযোগ করে বলেন, ''আগে যে সরকার শাসন করেছিল, তার সম্পূর্ণ রূপে অকেজো ছিল ৷ তারা রাজ্যের করের ভাগ ঠিকমতো দিতে পারেনি। অর্থ কমিশনের সুপারিশ অনুযয়ী কেন্দ্র সরকার আমাদের পাঁচ হাজার 495 কোটি টাকা দিতে বাধ্য। আগের সরকার তা পায়নি।'' সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্ণাটক থেকেই রাজ্যসভার সাংসদ ৷ তাঁর এবং প্রধানমন্ত্রী মোদির কারণেই কর্ণাটকের ক্ষতি হয়েছে বলেও সরাসরি অভিযোগ করেন সিদ্দারমাইয়া ৷

অন্যদিকে, কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে পাঁচটি গ্যারান্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ সেই পাঁচটি গ্যারান্টি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই। মুখ্যমন্ত্রী জানান, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকের পর সব প্রতিশ্রুতি বলবৎ হবে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার পরবর্তী বৈঠক ডাকা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গৃহলক্ষ্মী প্রকল্পের উপর সিলমোহর দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ৷

রাজ্য প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কর্ণাটকে নবগঠিত সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গৃহলক্ষ্মী প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ জারি করেছেন ৷ এই প্রকল্পে কর্ণাটকের প্রতিটি মহিলা পাবেন মাসে দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেই সঙ্গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া অন্ন ভাগ্য যোজনা বাস্তবায়নের জন্যও নির্দেশ দিয়েছেন ৷ যার জেরে রাজ্যের বিপিএল পরিবারগুলিকে প্রতি মাসে 10 কেজি চাল বিনামূল্যে প্রদান করবে সরকার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ মহিলাদের জন্য মাসিক 500 টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য 1000 টাকা দিচ্ছে ৷

আরও পড়ুন: ঘৃণাকে হারিয়ে ভালোবাসা জেতায় কর্ণাটকে পাঁচ প্রতিশ্রুতি পূরণ করবে কংগ্রেস, আশ্বাস রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.