ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: কর্ণাটকে 0.68 শতাংশ বেশি ভোট, উলটো ছবি বেঙ্গালুরুতে - শান্তিপূর্ণ ভাবে ভোটপর্ব শেষ

বুধবার কর্ণাটকে বিধানসভা নির্বাচন ছিল ৷ ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ৷ এর মধ্যে বেঙ্গালুরুর মতো মেট্রো শহরে ভোটের হার নিরাশার ৷ অন্যদিকে, প্রথমবারের ভোটার ও প্রবীণরা উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন ৷ ভোটগণনা শনিবার ৷

Karnataka Assembly Election 2023
কর্ণাটক বিধানসভা নির্বাচন
author img

By

Published : May 11, 2023, 11:05 AM IST

বেঙ্গালুরু, 11 মে: বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ ৷ মোট 72.81 শতাংশ ভোট পড়েছে কর্ণাটকে ৷ বেঙ্গালুরুর মতো মেট্রোপলিস শহরে ভোটের হার 56.98 শতাংশ । এই পরিসংখ্যান হতাশার বলেই মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা ৷ এদিকে পুরনো মাইসুরু অঞ্চলে 75 শতাংশ ভোট পড়েছে । এটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ উপকূলীয় অঞ্চলে 72 শতাংশ, মধ্য কর্ণাটকে 70 শতাংশ, কিত্তুর কর্ণাটকে 68 শতাংশ এবং কল্যাণ কর্ণাটকে 65 শতাংশ ভোট পড়েছে । চিক্কাবাল্লাপুর জেলায় ভোটের হার সর্বোচ্চ, 85.83 শতাংশ ৷

বুধবার ভোটপর্ব মিটতে এডিজিপি অলোক কুমার টুইট করে জানান, 10.15 মিনিটে 58 হাজার 282 টি বুথে ভোট গ্রহণ শেষ হয়েছে ৷ কর্ণাটকের নির্বাচনে আইন ও শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্য়ালেঞ্জের মুখোমুখি হয়েছিল ৷ কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোটপর্ব শেষ হওয়ায় তিনি কর্ণাটকের বাসিন্দাদের কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ পাশাপাশি কর্ণাটক পুলিশের প্রচেষ্টারও প্রশংসা করেছেন পুলিশের উচ্চাধিকারিক ৷

2018 সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে 72.13% ভোট পড়েছিল । 2023 সালের এই নির্বাচনে এবার 0.68 শতাংশ বেশি ভোট পড়েছে ৷ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলেছে ৷ শেষ এক ঘণ্টায় রাজ্যে ভোট কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ভোট দিতে গিয়েছিলেন ৷ নির্বাচন কমিশনের গণনা অনুযায়ী এবার 72.81 শতাংশ ভোট পড়েছে ৷ নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে ৷

  • Polling in all 58282 booths got over at 10.15 PM.
    Managing Law & Order in this highly charged atmosphere has been a challenge.

    Express gratitude to Citizens of Karnataka for their cooperation.

    Appreciate the efforts of Karnataka Police to ensure largely peaceful polling.

    — alok kumar (@alokkumar6994) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের কর্ণাটকের বিধানসভা নির্বাচনেও হতাশ করেছে বেঙ্গালুরু ৷ সকালে বেশির ভাগ বুথে প্রায় 2-3 ঘণ্টা ধরে আমজনতা ভোট দিতে লাইন দিয়েছিলেন ৷ কিন্তু বিকেল সেখানে খুব একটা সাড়া মেলেনি ৷ বেঙ্গালুরু শহরে মাত্র 54-55 শতাংশ ভোট পড়েছে ৷ দেশের আইটি হাবে ভোটারদের উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশন বিভিন্ন মহড়া চালিয়েছিল ৷ তাতে কোনও লাভ হয়নি ৷ বেঙ্গালুরুবাসী উদাসীনই ছিল ৷ গতবার বেঙ্গালুরুতে প্রায় 55 শতাংশ ভোট পড়েছিল ৷

এই নির্বাচনে প্রথমবারের ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছে ৷ 2023 সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোট দিচ্ছেন এমন তরুণের সংখ্যা 11 লক্ষ 71 হাজার 558 ৷ প্রচণ্ড গরমের মধ্যেও বহু বহু এমন ভোটার ভোটকেন্দ্রে পৌঁছেছেন ৷ ভোট দিয়েছেন ৷ এমনকী প্রবীণ নাগরিকরাও উৎসাহী ছিলেন ৷ বেঙ্গালুরু-সহ অনেক জায়গায় প্রবীণরা ভোটাধিকার প্রয়োগ করে তাঁদের দায়িত্ব পালন করেছেন ৷ রাজ্যের 224টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৷ আগামী 13 মে ফলাফল ঘোষণা ৷ ভোটাররা কোন কেন্দ্রে কাকে জয়ী করলেন ? বিজেপিশাসিত রাজ্যে এবার কে মসনদে বসছে, এসব প্রশ্নের উত্তর মিলবে শনিবার ৷

ফলাফল কী হতে পারে তার একটা আভাষ মিলেছে বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায়। প্রতিটি সমীক্ষাকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভারতের এই তথ্যপ্রযুক্তি হাবে সরকার গঠনের ব্যাপারে সামান্য এগিয়ে আছে কংগ্রেস। পাশাপাশি গুরুত্বপূর্ণ হতে চলেছে জেডিএসের ভূমিকাও। কয়েকটি সমীক্ষা অবশ্য বিজেপিকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। শেষমেষ কী হয় তা শনিবার দুপুরের মধ্যেই পরিস্কার হয়ে যাবে ।

আরও পড়ুন: কর্ণাটক নির্বাচনে ভোট দেওয়ার আর্জি, টুইট মোদি-শাহ-খাড়গে-রাহুলের

বেঙ্গালুরু, 11 মে: বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ ৷ মোট 72.81 শতাংশ ভোট পড়েছে কর্ণাটকে ৷ বেঙ্গালুরুর মতো মেট্রোপলিস শহরে ভোটের হার 56.98 শতাংশ । এই পরিসংখ্যান হতাশার বলেই মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা ৷ এদিকে পুরনো মাইসুরু অঞ্চলে 75 শতাংশ ভোট পড়েছে । এটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ উপকূলীয় অঞ্চলে 72 শতাংশ, মধ্য কর্ণাটকে 70 শতাংশ, কিত্তুর কর্ণাটকে 68 শতাংশ এবং কল্যাণ কর্ণাটকে 65 শতাংশ ভোট পড়েছে । চিক্কাবাল্লাপুর জেলায় ভোটের হার সর্বোচ্চ, 85.83 শতাংশ ৷

বুধবার ভোটপর্ব মিটতে এডিজিপি অলোক কুমার টুইট করে জানান, 10.15 মিনিটে 58 হাজার 282 টি বুথে ভোট গ্রহণ শেষ হয়েছে ৷ কর্ণাটকের নির্বাচনে আইন ও শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্য়ালেঞ্জের মুখোমুখি হয়েছিল ৷ কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোটপর্ব শেষ হওয়ায় তিনি কর্ণাটকের বাসিন্দাদের কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ পাশাপাশি কর্ণাটক পুলিশের প্রচেষ্টারও প্রশংসা করেছেন পুলিশের উচ্চাধিকারিক ৷

2018 সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে 72.13% ভোট পড়েছিল । 2023 সালের এই নির্বাচনে এবার 0.68 শতাংশ বেশি ভোট পড়েছে ৷ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলেছে ৷ শেষ এক ঘণ্টায় রাজ্যে ভোট কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ভোট দিতে গিয়েছিলেন ৷ নির্বাচন কমিশনের গণনা অনুযায়ী এবার 72.81 শতাংশ ভোট পড়েছে ৷ নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে ৷

  • Polling in all 58282 booths got over at 10.15 PM.
    Managing Law & Order in this highly charged atmosphere has been a challenge.

    Express gratitude to Citizens of Karnataka for their cooperation.

    Appreciate the efforts of Karnataka Police to ensure largely peaceful polling.

    — alok kumar (@alokkumar6994) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের কর্ণাটকের বিধানসভা নির্বাচনেও হতাশ করেছে বেঙ্গালুরু ৷ সকালে বেশির ভাগ বুথে প্রায় 2-3 ঘণ্টা ধরে আমজনতা ভোট দিতে লাইন দিয়েছিলেন ৷ কিন্তু বিকেল সেখানে খুব একটা সাড়া মেলেনি ৷ বেঙ্গালুরু শহরে মাত্র 54-55 শতাংশ ভোট পড়েছে ৷ দেশের আইটি হাবে ভোটারদের উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশন বিভিন্ন মহড়া চালিয়েছিল ৷ তাতে কোনও লাভ হয়নি ৷ বেঙ্গালুরুবাসী উদাসীনই ছিল ৷ গতবার বেঙ্গালুরুতে প্রায় 55 শতাংশ ভোট পড়েছিল ৷

এই নির্বাচনে প্রথমবারের ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছে ৷ 2023 সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোট দিচ্ছেন এমন তরুণের সংখ্যা 11 লক্ষ 71 হাজার 558 ৷ প্রচণ্ড গরমের মধ্যেও বহু বহু এমন ভোটার ভোটকেন্দ্রে পৌঁছেছেন ৷ ভোট দিয়েছেন ৷ এমনকী প্রবীণ নাগরিকরাও উৎসাহী ছিলেন ৷ বেঙ্গালুরু-সহ অনেক জায়গায় প্রবীণরা ভোটাধিকার প্রয়োগ করে তাঁদের দায়িত্ব পালন করেছেন ৷ রাজ্যের 224টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৷ আগামী 13 মে ফলাফল ঘোষণা ৷ ভোটাররা কোন কেন্দ্রে কাকে জয়ী করলেন ? বিজেপিশাসিত রাজ্যে এবার কে মসনদে বসছে, এসব প্রশ্নের উত্তর মিলবে শনিবার ৷

ফলাফল কী হতে পারে তার একটা আভাষ মিলেছে বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায়। প্রতিটি সমীক্ষাকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভারতের এই তথ্যপ্রযুক্তি হাবে সরকার গঠনের ব্যাপারে সামান্য এগিয়ে আছে কংগ্রেস। পাশাপাশি গুরুত্বপূর্ণ হতে চলেছে জেডিএসের ভূমিকাও। কয়েকটি সমীক্ষা অবশ্য বিজেপিকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। শেষমেষ কী হয় তা শনিবার দুপুরের মধ্যেই পরিস্কার হয়ে যাবে ।

আরও পড়ুন: কর্ণাটক নির্বাচনে ভোট দেওয়ার আর্জি, টুইট মোদি-শাহ-খাড়গে-রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.