ETV Bharat / bharat

মঞ্চে ভাষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আইআইটি'র অধ্যাপকের - কানপুর আইআইটির অধ্যাপক

Senior Professor Dies: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কানপুর আইআইটি'র অধ্যাপকের। মঞ্চে তিনি বক্তব্য রাখছিলেন সেইসময়ই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া সেখানেই তাঁর মৃত্যু হয়। অধ্যাপকের মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মী থেকে ছাত্ররা ৷

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আইআইটি'র অধ্যাপকের
Senior Professor Dies
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 9:40 PM IST

কানপুর, 23 ডিসেম্বর: কানপুর আইআইটি'র সিনিয়র অধ্যাপক সমীর খান্দেকর ৷ শুক্রবার আইআইটি কানপুর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি ৷ সেইসময় তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ বছর পঞ্চান্ন'র অধ্যাপককে তখনই নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ বুকে ব্যথা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

আইআইটি সূত্রে জানা গিয়েছে, বক্তব্য দেওয়ার সময় সমীরবাবু বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন ৷ তাঁর মুখ ও শরীর ঘামতে শুরু করে ৷ তারপরই তিনি হঠাৎ নীচে পড়ে যান ৷ আইআইটি কানপুরের অন্যান্য অধ্যাপক এবং কর্মীরা সিনিয়র অধ্যাপক খান্দেকারকে নিয়ে হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে নিয়ে যান ৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এও জানা গিয়েছে, 2019 সাল থেকে তাঁর কোলেস্টেরলের সমস্যা ছিল। এজন্য তাঁর চিকিৎসাও চলছিল ৷

আইআইটি'র প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুর খবর সবাইকে অবাক করে দিয়েছে। অধ্যাপক সমীর খান্দেকারের কাছে ছাত্র বিষয়ক ডিনের দায়িত্বও ছিল। কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি এবং প্রাক্তন ডিরেক্টর প্রফেসর অভয় করন্দিকর-সহ আইআইটি'র অনেক সিনিয়র অধ্যাপকও প্রফেসর সমীর খান্দেকারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ আইআইটি কানপুরের কাছে, প্রাক্তন অধ্যাপক এইচসি ভার্মা দ্বারা পরিচালিত একটি শিক্ষা সোপান আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন। প্রফেসর সমীর খান্দেকর আইআইটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷ আইআইটি কানপুর ক্যাম্পাসে তাঁর পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

আইআইটি কানপুরের অধ্যাপকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের ঘটনা ক্রমাগত বাড়ছে। সকল মানুষকে সময়ে সময়ে তাঁদের হার্ট পরীক্ষা করাতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র বিজ্ঞানী হওয়ার পাশাপাশি তিনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিন পদেও ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী প্রদ্যান্য খান্দেকার, ছেলে প্রভা খন্দেকার এবং বাবা, মাও রয়েছেন ৷

সমীর খান্দেকর 10 নভেম্বর 1971 সালে জবলপুরে জন্মগ্রহণ করেন। এর পরে, 2000 সালে তিনি আইআইটি কানপুরে পড়তে আসেন। এখান থেকে তিনি বি.টেক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জার্মানিতে যান। তিনি 2004 সালে জার্মানিতে তার পিএইচডি সম্পন্ন করেন। এরপর তিনি আইআইটি কানপুরে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করতে আসেন। 2009 সালে তিনি সহযোগী অধ্যাপকে যুক্ত হন। 2014 সালে তিনি একজন অধ্যাপক হন। এরপর 2020 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হন। 2023 সালে, তিনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিনের দায়িত্বও গ্রহণ করেন ৷

আরও পড়ুন:

  1. গার্ড অফ অনারে শেষকৃত্য সম্পন্ন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের
  2. প্রয়াত চন্দন বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গল ক্লাবে শেষ শ্রদ্ধা প্রাক্তন অধিনায়ককে
  3. সমরেশ প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল, 'ভাইকে হারালাম'-বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কানপুর, 23 ডিসেম্বর: কানপুর আইআইটি'র সিনিয়র অধ্যাপক সমীর খান্দেকর ৷ শুক্রবার আইআইটি কানপুর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি ৷ সেইসময় তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ বছর পঞ্চান্ন'র অধ্যাপককে তখনই নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ বুকে ব্যথা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

আইআইটি সূত্রে জানা গিয়েছে, বক্তব্য দেওয়ার সময় সমীরবাবু বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন ৷ তাঁর মুখ ও শরীর ঘামতে শুরু করে ৷ তারপরই তিনি হঠাৎ নীচে পড়ে যান ৷ আইআইটি কানপুরের অন্যান্য অধ্যাপক এবং কর্মীরা সিনিয়র অধ্যাপক খান্দেকারকে নিয়ে হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে নিয়ে যান ৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এও জানা গিয়েছে, 2019 সাল থেকে তাঁর কোলেস্টেরলের সমস্যা ছিল। এজন্য তাঁর চিকিৎসাও চলছিল ৷

আইআইটি'র প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুর খবর সবাইকে অবাক করে দিয়েছে। অধ্যাপক সমীর খান্দেকারের কাছে ছাত্র বিষয়ক ডিনের দায়িত্বও ছিল। কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি এবং প্রাক্তন ডিরেক্টর প্রফেসর অভয় করন্দিকর-সহ আইআইটি'র অনেক সিনিয়র অধ্যাপকও প্রফেসর সমীর খান্দেকারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ আইআইটি কানপুরের কাছে, প্রাক্তন অধ্যাপক এইচসি ভার্মা দ্বারা পরিচালিত একটি শিক্ষা সোপান আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন। প্রফেসর সমীর খান্দেকর আইআইটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷ আইআইটি কানপুর ক্যাম্পাসে তাঁর পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

আইআইটি কানপুরের অধ্যাপকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের ঘটনা ক্রমাগত বাড়ছে। সকল মানুষকে সময়ে সময়ে তাঁদের হার্ট পরীক্ষা করাতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র বিজ্ঞানী হওয়ার পাশাপাশি তিনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিন পদেও ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী প্রদ্যান্য খান্দেকার, ছেলে প্রভা খন্দেকার এবং বাবা, মাও রয়েছেন ৷

সমীর খান্দেকর 10 নভেম্বর 1971 সালে জবলপুরে জন্মগ্রহণ করেন। এর পরে, 2000 সালে তিনি আইআইটি কানপুরে পড়তে আসেন। এখান থেকে তিনি বি.টেক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জার্মানিতে যান। তিনি 2004 সালে জার্মানিতে তার পিএইচডি সম্পন্ন করেন। এরপর তিনি আইআইটি কানপুরে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করতে আসেন। 2009 সালে তিনি সহযোগী অধ্যাপকে যুক্ত হন। 2014 সালে তিনি একজন অধ্যাপক হন। এরপর 2020 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হন। 2023 সালে, তিনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিনের দায়িত্বও গ্রহণ করেন ৷

আরও পড়ুন:

  1. গার্ড অফ অনারে শেষকৃত্য সম্পন্ন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের
  2. প্রয়াত চন্দন বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গল ক্লাবে শেষ শ্রদ্ধা প্রাক্তন অধিনায়ককে
  3. সমরেশ প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল, 'ভাইকে হারালাম'-বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.