ETV Bharat / bharat

Gujarat Assembly Election: অপহরণের অভিযোগ ওড়ালেন জারিওয়ালা, চাড্ডার দাবি বিজেপি-চাপ - AAP RS MP Raghav Chadha

গুজরাতে আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে নিয়ে তুলকালাম ৷ নির্বাচনের আগে তাঁর নিখোঁজ হওয়া বিজেপিকে দুষল আপ ৷ এদিকে আপ প্রার্থী ফিরে এসে জানালেন আপের অনেকে চায় না, তিনি প্রার্থী হন (Kanchan Jariwala trashes kidnap rumours) ৷

Kanchan Jariwala Raghav Chadha
ETV Bharat
author img

By

Published : Nov 17, 2022, 9:20 AM IST

আমেদাবাদ/সুরাট/দিল্লি, 17 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের আগে আপ প্রার্থীকে নিয়ে দিনভর নাটকে সরগরম মোদি-রাজ্য ৷ মঙ্গলবার থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন কাঞ্চন জারিওয়ালা ৷ তিনি আপের হয়ে সুরাত (পূর্ব) বিধানসভা কেন্দ্র (Surat East seat) থেকে প্রার্থী হয়েছিলেন ৷ এ নিয়ে আপ-বিজেপি তরজা শুরু হয়৷ আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে তাঁদের প্রার্থীকে অপহরণ করার অভিযোগ আনে ৷ যদি বুধবার নাটক শেষে প্রার্থী জারিওয়ালা নিজে ধরা দিলেন এবং জানালেন তেমন কিছুই হয়নি ৷ তিনি মানসিক চাপের মধ্যে রয়েছেন৷ তাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ৷

এ প্রসঙ্গে বুধবার কাঞ্চন জারিওয়ালা (Aam Admi Party Candidate Kanchan Jariwala) অবশ্য জানান যে, তিনি আপ প্রার্থী হিসেবে গুজরাত বিধানসভা নির্বাচনে লড়েন, মানুষ সেটা চায় না ৷ তিনি বলেন, "আমার ভাই এবং তাঁর বউ আমার সঙ্গে যোগাযোগ করে ৷ তাঁরা আমায় সতর্ক করে, বলে অনেকেই আছেন, যাঁরা আমার আপ দলের প্রতিনিধিত্ব মেনে নিতে পারছেন না ৷ তাই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি ৷"

এদিকে তাঁকে ঘিরে বিজেপি-আপ ধুন্ধুমার কাণ্ড ৷ সেসময় কোথায় ছিলেন জারিওয়ালা ? সে প্রসঙ্গে তিনি বলেন, "আমি বাড়িতে ছিলাম না ৷ মানুষজন আমাকে খুঁজতে এসেছিল ৷ আমি মানসিক চাপের মধ্যে আছি ৷ বাড়ি থেকে দূরে এক আত্মীয়ের বাড়িতে ছিলাম ৷"

আরও পড়ুন: অপহরণ করে চাপ বিজেপির, গুজরাতে মনোনয়ন প্রত্যাহার আপ প্রার্থীর: সিসোদিয়া

এরপরই আসে কাহানি মে নয়া টুইস্ট ৷ নিজের দলের প্রতি অভিযোগ তুলেছেন জারিওয়ালা ৷ সেখানে নাকি অনেকে তাঁকে নিয়ে 'অসন্তুষ্ট' ৷ জারিওয়ালার আক্ষেপ, "দলে আমার সহকর্মীরা আমায় নিয়ে খুশি নয় ৷ তাঁরা বলেছিলেন, আমায় টিকিট দেওয়া হলে আমার সঙ্গে কাজ করবেন না ৷"

এর মধ্যে তাঁকে না পেয়ে আপের জাতীয় মুখপাত্র রাঘব চাড্ডা (AAP RS MP Raghav Chadha) জানান, কাঞ্চন জারিওয়ালাকে বিজেপি তুলে নিয়ে গিয়েছে ৷ তিনি এখন তাদের হেফাজতে রয়েছেন ৷ রাজ্যসভার সাংসদের অভিযোগ, "বিজেপি অরবিন্দ কেজরিওয়াল এবং আপকে ভয় পেয়েছে ৷ তারা এবার আপ প্রার্থীদের অপহরণ করছে ৷" বিজেপির গুন্ডারা, এমনকী গুজরাত পুলিশও নাকি জারিওয়ালার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছেন ৷ এমন ভিস্যুয়াল আছে, দাবি করেন চাড্ডা ৷

তবে যে জারিওয়ালা আপের নেতাদের প্রতিই আঙুল তুলেছেন ? এর জবাবে চাড্ডার সাফাই, বিজেপি জারিওয়ালার উপর শারীরিক এবং মানসিক চাপ তৈরি করেছে ৷ তাতেই তিনি এ উপায় খুঁজেছেন ৷

চাড্ডা বলেন, "কাঞ্চন জারিওয়ালা দু'বছরেরও বেশি সময় ধরে গুজরাতে আপ ইউনিটের সক্রিয় কর্মী ৷ তিনি অনেক কিছু সহ্য করেছেন ৷ এই সময় সমাজের কেউ তাঁকে কিছু বলেনি ৷ তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা শারীরিক এবং মানসিক চাপে রয়েছেন৷ তাঁদের যা করতে বলা হচ্ছে, তাই করছেন ৷" তিনি আরও বলেন, "গত রাতে পুরো পরিবারকে একটি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জারিওয়ালার ফোন এখন বন্ধ ৷" তিনি প্রশাসনের কাছে জারিওয়ালাকে সুরক্ষা দেওয়ার আবেদন জানান ৷ রাঘবের দাবি, জারিওয়ালা যখন নিরাপদ বোধ করবেন, তখন নিজেই সামনে এসে সব খুলে বলবেন ৷

ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন বুধবার গুজরাতের প্রধান নির্বাচনী আধিকারিককে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ বুধবার সকালে 4 সদস্যের আপ প্রতিনিধি দল নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং নির্বাচন কমিশনের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন ৷

আরও পড়ুন: গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

আমেদাবাদ/সুরাট/দিল্লি, 17 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের আগে আপ প্রার্থীকে নিয়ে দিনভর নাটকে সরগরম মোদি-রাজ্য ৷ মঙ্গলবার থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন কাঞ্চন জারিওয়ালা ৷ তিনি আপের হয়ে সুরাত (পূর্ব) বিধানসভা কেন্দ্র (Surat East seat) থেকে প্রার্থী হয়েছিলেন ৷ এ নিয়ে আপ-বিজেপি তরজা শুরু হয়৷ আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে তাঁদের প্রার্থীকে অপহরণ করার অভিযোগ আনে ৷ যদি বুধবার নাটক শেষে প্রার্থী জারিওয়ালা নিজে ধরা দিলেন এবং জানালেন তেমন কিছুই হয়নি ৷ তিনি মানসিক চাপের মধ্যে রয়েছেন৷ তাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ৷

এ প্রসঙ্গে বুধবার কাঞ্চন জারিওয়ালা (Aam Admi Party Candidate Kanchan Jariwala) অবশ্য জানান যে, তিনি আপ প্রার্থী হিসেবে গুজরাত বিধানসভা নির্বাচনে লড়েন, মানুষ সেটা চায় না ৷ তিনি বলেন, "আমার ভাই এবং তাঁর বউ আমার সঙ্গে যোগাযোগ করে ৷ তাঁরা আমায় সতর্ক করে, বলে অনেকেই আছেন, যাঁরা আমার আপ দলের প্রতিনিধিত্ব মেনে নিতে পারছেন না ৷ তাই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি ৷"

এদিকে তাঁকে ঘিরে বিজেপি-আপ ধুন্ধুমার কাণ্ড ৷ সেসময় কোথায় ছিলেন জারিওয়ালা ? সে প্রসঙ্গে তিনি বলেন, "আমি বাড়িতে ছিলাম না ৷ মানুষজন আমাকে খুঁজতে এসেছিল ৷ আমি মানসিক চাপের মধ্যে আছি ৷ বাড়ি থেকে দূরে এক আত্মীয়ের বাড়িতে ছিলাম ৷"

আরও পড়ুন: অপহরণ করে চাপ বিজেপির, গুজরাতে মনোনয়ন প্রত্যাহার আপ প্রার্থীর: সিসোদিয়া

এরপরই আসে কাহানি মে নয়া টুইস্ট ৷ নিজের দলের প্রতি অভিযোগ তুলেছেন জারিওয়ালা ৷ সেখানে নাকি অনেকে তাঁকে নিয়ে 'অসন্তুষ্ট' ৷ জারিওয়ালার আক্ষেপ, "দলে আমার সহকর্মীরা আমায় নিয়ে খুশি নয় ৷ তাঁরা বলেছিলেন, আমায় টিকিট দেওয়া হলে আমার সঙ্গে কাজ করবেন না ৷"

এর মধ্যে তাঁকে না পেয়ে আপের জাতীয় মুখপাত্র রাঘব চাড্ডা (AAP RS MP Raghav Chadha) জানান, কাঞ্চন জারিওয়ালাকে বিজেপি তুলে নিয়ে গিয়েছে ৷ তিনি এখন তাদের হেফাজতে রয়েছেন ৷ রাজ্যসভার সাংসদের অভিযোগ, "বিজেপি অরবিন্দ কেজরিওয়াল এবং আপকে ভয় পেয়েছে ৷ তারা এবার আপ প্রার্থীদের অপহরণ করছে ৷" বিজেপির গুন্ডারা, এমনকী গুজরাত পুলিশও নাকি জারিওয়ালার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছেন ৷ এমন ভিস্যুয়াল আছে, দাবি করেন চাড্ডা ৷

তবে যে জারিওয়ালা আপের নেতাদের প্রতিই আঙুল তুলেছেন ? এর জবাবে চাড্ডার সাফাই, বিজেপি জারিওয়ালার উপর শারীরিক এবং মানসিক চাপ তৈরি করেছে ৷ তাতেই তিনি এ উপায় খুঁজেছেন ৷

চাড্ডা বলেন, "কাঞ্চন জারিওয়ালা দু'বছরেরও বেশি সময় ধরে গুজরাতে আপ ইউনিটের সক্রিয় কর্মী ৷ তিনি অনেক কিছু সহ্য করেছেন ৷ এই সময় সমাজের কেউ তাঁকে কিছু বলেনি ৷ তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা শারীরিক এবং মানসিক চাপে রয়েছেন৷ তাঁদের যা করতে বলা হচ্ছে, তাই করছেন ৷" তিনি আরও বলেন, "গত রাতে পুরো পরিবারকে একটি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জারিওয়ালার ফোন এখন বন্ধ ৷" তিনি প্রশাসনের কাছে জারিওয়ালাকে সুরক্ষা দেওয়ার আবেদন জানান ৷ রাঘবের দাবি, জারিওয়ালা যখন নিরাপদ বোধ করবেন, তখন নিজেই সামনে এসে সব খুলে বলবেন ৷

ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন বুধবার গুজরাতের প্রধান নির্বাচনী আধিকারিককে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ বুধবার সকালে 4 সদস্যের আপ প্রতিনিধি দল নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং নির্বাচন কমিশনের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন ৷

আরও পড়ুন: গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.