চেন্নাই, 27 মে: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে চলেছেন নতুন সংসদ ভবনের ৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ দেশের 19টি রাজনৈতিক দল ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে ৷ এই অনুষ্ঠান বয়কটের কারণ হিসেবে বিরোধীরা মূলত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর বিষয়টিই তুলে ধরেছে ৷ বিষয়টিকে রাষ্ট্রপতি পদের অবমাননা হিসেবে ব্যাখ্যা করে এই ঘটনাকে ভারতীয় গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়ার প্রচেষ্টা বলে তুলে ধরেছে বিরোধীরা ৷ এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান ৷ রবিবারের অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷
কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়ামের তরফে শনিবার এক বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে কমল হাসান সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছেন, "দয়া করে দেশকে বলুন, আমাদের নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি থাকতে পারবে না কেন ?" রবিবারের অনুষ্ঠানে দেশের প্রথম নাগরিক ও সংসদের অভিভাবক হিসেবেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিত থাকা উচিত বলে মনে করেন কমল হাসান ৷
-
My statement on the new Parliament building's inauguration. #NewParliamentBuilding pic.twitter.com/4gqpF904LP
— Kamal Haasan (@ikamalhaasan) May 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My statement on the new Parliament building's inauguration. #NewParliamentBuilding pic.twitter.com/4gqpF904LP
— Kamal Haasan (@ikamalhaasan) May 27, 2023My statement on the new Parliament building's inauguration. #NewParliamentBuilding pic.twitter.com/4gqpF904LP
— Kamal Haasan (@ikamalhaasan) May 27, 2023
আরও পড়ুন: রবিবার উদ্বোধন নতুন সংসদ ভবনের, কেমন দেখতে সংসদের অন্দরমহল; দেখে নিন এক নজরে
সংসদের উভয় কক্ষে কোনও বিল পাশ হলে রাষ্ট্রপতির স্বাক্ষর না হওয়া পর্যন্ত তা আইনে পরিণত হয় না, এই কথাও এদিন মনে করিয়ে দিয়েছেন কমল হাসান ৷ প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন রাষ্ট্রপতিকে রবিবারের অনুষ্ঠানে ডাকার জন্য ৷ সংসদ ভবনের উদ্বোধন কোনও সাধারণ ঘটনা নয় বলেও এদিন মন্তব্য করেছেন কমল হাসান ৷ ভুল শুধরে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি কেন্দ্রের কাছে ৷ তবে এত বিতর্ক সত্ত্বেও তিনি যে নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্তের সঙ্গে সহমত নন তাও জানিয়েছেন এই অভিনেতা ৷ তিনি আবেদন জানিয়েছেন, এই ঐতিহাসিক দিনে রাজনীতি দূরে সরিয়ে রেখে সব দলের একসঙ্গে আসতে ৷ তাঁর কথায়,"বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে ৷"